ETV Bharat / sports

Neeraj Chopra: অলিম্পিকসে সোনা জয়ের 'পুরস্কার', এনডোর্সমেন্টে বিরাটকে ছুঁলেন নীরজ - নীরজ চোপড়া

টোকিয়ো অলিম্পিকসে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া ৷ প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকসে বক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন ৷ পুরুষদের জ্যাভলিন থ্রো-তে 87.58 মিটার ছুড়ে সোনা দেশকে গর্বিত করেন নীরজ ৷ তার পুরস্কার পেলেন হাতেনাতে ৷ এক লাফে নীরজের এনডোর্সমেন্ট বাড়ল 1000 শতাংশ ৷

Neeraj Chopra
এন্ডোর্সমেন্টে বিরাটকে ছুঁলেন নীরজ
author img

By

Published : Sep 8, 2021, 2:05 PM IST

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর : ভারতে তো বটেই, সারাবিশ্বেও এনডোর্সমেন্টে অনেক তাবড় ক্রীড়াবিদকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি ৷ তবে টোকিয়ো অলিম্পিকসে সোনা জিতে ব্র্যান্ড বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নীরজ চোপড়া ৷

টোকিয়ো অলিম্পিকসে যাওয়ার আগে এনডোর্সমেন্টে বছরে 15 থেকে 25 লক্ষ টাকা থেকে আয় ছিল নীরজের । কিন্তু অলিম্পিকসে সোনা জয়ের পর ছবিটা আমূল পাল্টে গিয়েছে ৷ এনডোর্সমেন্ট থেকে নীরজের আয় বেড়ে গিয়েছে 10 গুণ । আর এর ফলে ক্রিকেটারদের আয়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্যাপ্টেন কোহলির পরেই জায়গা করে নিয়েছেন ভারতীয় এই জ্যাভলিন থ্রোয়ার ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে নীরজের সঙ্গে বড় এক গাড়ি প্রস্তুতকারক সংস্থার চুক্তি বদ্ধ হতে পারে বলে সম্প্রতি এক রিপোর্টে প্রকাশিত হয়েছে ।

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে থমকে যাবে রোনাল্ডোর সুপারকারের গতি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলির এনডোর্সমেন্ট বাবদ আয় ভারতীয় অ্যথলিটদের মধ্যে সবার বেশি ৷ বিজ্ঞাপন থেকে কোহলির বার্ষিক আয় 1 থেকে 5 কোটি টাকা ৷ অলিম্পিকসের সোনাজয়ী অ্যাথলিট নীরজের এনডোর্সমেন্ট ব্র্যাকেট প্রায় একই ৷ এর ফলে বছর তেইশের ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার পিছনে ফেলে দিয়েছেন টিম ইন্ডিয়ার অন্য সেলিব্রেটি ক্রিকেটার রোহিত শর্মা ও লোকেশ রাহুলদের । বর্তমানে রোহিত-রাহুলদের এনডোর্সমেন্ট বাবদ বার্ষিক আয় 50 লক্ষ থেকে 1 কোটি টাকা ৷

নীরজের ব্র্যান্ডিংয়ের বিষয়টি দেখে যে সংস্থা দেখে, তার প্রধান মুস্তাফা ঘৌসে বলেন, “ নীরজের সঙ্গে প্যারিস অলিম্পিকস পর্যন্ত চুক্তি করতে পারে বেশ কিছু সংস্থা। প্রায় ৮০টি সংস্থা নীরজকে তাদের বিজ্ঞাপনের মুখ হিসেবে চাইছে । তবে নীরজ এত বেশি সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে না ৷ কারণ বিদেশে অনুশীলনে ব্যস্ত থাকার সময় বিজ্ঞাপনের শুটিংয়ে বেশি সময় দিতে পারবে না ৷"

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর : ভারতে তো বটেই, সারাবিশ্বেও এনডোর্সমেন্টে অনেক তাবড় ক্রীড়াবিদকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি ৷ তবে টোকিয়ো অলিম্পিকসে সোনা জিতে ব্র্যান্ড বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নীরজ চোপড়া ৷

টোকিয়ো অলিম্পিকসে যাওয়ার আগে এনডোর্সমেন্টে বছরে 15 থেকে 25 লক্ষ টাকা থেকে আয় ছিল নীরজের । কিন্তু অলিম্পিকসে সোনা জয়ের পর ছবিটা আমূল পাল্টে গিয়েছে ৷ এনডোর্সমেন্ট থেকে নীরজের আয় বেড়ে গিয়েছে 10 গুণ । আর এর ফলে ক্রিকেটারদের আয়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্যাপ্টেন কোহলির পরেই জায়গা করে নিয়েছেন ভারতীয় এই জ্যাভলিন থ্রোয়ার ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে নীরজের সঙ্গে বড় এক গাড়ি প্রস্তুতকারক সংস্থার চুক্তি বদ্ধ হতে পারে বলে সম্প্রতি এক রিপোর্টে প্রকাশিত হয়েছে ।

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে থমকে যাবে রোনাল্ডোর সুপারকারের গতি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলির এনডোর্সমেন্ট বাবদ আয় ভারতীয় অ্যথলিটদের মধ্যে সবার বেশি ৷ বিজ্ঞাপন থেকে কোহলির বার্ষিক আয় 1 থেকে 5 কোটি টাকা ৷ অলিম্পিকসের সোনাজয়ী অ্যাথলিট নীরজের এনডোর্সমেন্ট ব্র্যাকেট প্রায় একই ৷ এর ফলে বছর তেইশের ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার পিছনে ফেলে দিয়েছেন টিম ইন্ডিয়ার অন্য সেলিব্রেটি ক্রিকেটার রোহিত শর্মা ও লোকেশ রাহুলদের । বর্তমানে রোহিত-রাহুলদের এনডোর্সমেন্ট বাবদ বার্ষিক আয় 50 লক্ষ থেকে 1 কোটি টাকা ৷

নীরজের ব্র্যান্ডিংয়ের বিষয়টি দেখে যে সংস্থা দেখে, তার প্রধান মুস্তাফা ঘৌসে বলেন, “ নীরজের সঙ্গে প্যারিস অলিম্পিকস পর্যন্ত চুক্তি করতে পারে বেশ কিছু সংস্থা। প্রায় ৮০টি সংস্থা নীরজকে তাদের বিজ্ঞাপনের মুখ হিসেবে চাইছে । তবে নীরজ এত বেশি সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে না ৷ কারণ বিদেশে অনুশীলনে ব্যস্ত থাকার সময় বিজ্ঞাপনের শুটিংয়ে বেশি সময় দিতে পারবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.