ETV Bharat / sports

AFC Cup 2023: এগিয়ে থাকার সুবিধা হাতছাড়া, এএফসি কাপে ড্র মোহনবাগান সুপার জায়ান্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 2:52 PM IST

Mohun Bagan Super Giant vs Bashundhara Kings: এএফসি কাপে বসুন্ধরা কিংসের সঙ্গে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ এগিয়ে থেকেও পুরো তিন পয়েন্ট ঘরে তোলার সুযোগ হাতছাড়া করলেন হুগো বুমোস, পেত্রাতোসরা ৷

ETV BHARTA
ETV BHARTA

কলকাতা, 25 অক্টোবর: বিজয়ার দশমীর রাতে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ভুবনেশ্বরে এএফসি কাপের ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে ড্র করল মোহনবাগান ৷ ম্যাচের ফল 2-2 ৷ চলতি এএফসি কাপের খেলায় প্রথমবার সবুজ-মেরুন জয়ের রথ থমকে গেল ৷ দু’বার এগিয়ে থেকেও জয় ঘরে তুলতে না পারার হতাশায় কোচ জুয়ান ফেরান্দো ৷ ম্যাচের শেষে বসুন্ধরা কিংসের ফুটবলার বিশ্বনাথ ঘোষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি ৷ যা ফুটবলারদের মধ্যস্থতায় বড় হয়নি ৷

আইএসএল সাময়িক বন্ধ হওয়ার পরে মঙ্গলবার রাতে ফের খেললেন হুগো বুমোস, পেত্রাতোসরা ৷ তাঁদের খেলায় তারই প্রভাব ৷ পরিচিত আক্রমণাত্মক ফুটবল সেভাবে দেখা যায়নি ৷ ম্যাচের 68 মিনিটে আশিস রাই বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা ৷ গোল করে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান অধিনায়ক রবসন ৷ এই গোলের আগে বাংলাদেশের ক্লাব দলটি 2-1 পিছিয়ে ছিল ৷ মঙ্গলবার ম্যাচের 29 মিনিটে প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্ট ৷

জেসন কামিন্সের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন পেত্রাতোস ৷ তবে, এই এগিয়ে থাকার সুবিধা বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 33 মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা ৷ রবসনের ডিফেন্স চেরা পাস ধরে হেক্টর ইউস্তকে বোকা বানিয়ে দলকে সমতায় ফেরান ডোরিএলটন ৷ তবে, শুরুর প্রথম পনেরো মিনিটে গোল করার মতো সুযোগ তৈরি করেছিল সবুজ-মেরুন ৷ দু’বার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন জেসন কামিন্স ৷ 19 মিনিটে পেত্রাতোসের পাস থেকে লিস্টন কোলাসোর গোল অফসাইডের কারণে বাতিল হয় ৷

আরও পড়ুন: সপ্তমীতে অন্ধকার লাল-হলুদে, আইএসএলে টানা দ্বিতীয় হার ইস্টবেঙ্গলের

27 মিনিটে গোলের সুযোগ নষ্ট করে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ অন্যদিকে, বসুন্ধরার দু’টো শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ দ্বিতীয়ার্ধে ফের গোল করে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ 53 মিনিটে পেত্রাতোসের পাস থেকে গোল করেন আশিস রাই ৷ কিন্তু, এই এগিয়ে থাকার সুবিধা নষ্ট হয় আশিস রাইয়ের কারণেই ৷ 68 মিনিটে তিনি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা এবং সমতায় ফেরে পদ্মা পাড়ের ক্লাব ৷ পয়েন্ট হারানোর ধাক্কার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের চিন্তা বাড়াল ডিফেন্ডার আনোয়ার আলির চোটও ৷

কলকাতা, 25 অক্টোবর: বিজয়ার দশমীর রাতে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ ভুবনেশ্বরে এএফসি কাপের ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে ড্র করল মোহনবাগান ৷ ম্যাচের ফল 2-2 ৷ চলতি এএফসি কাপের খেলায় প্রথমবার সবুজ-মেরুন জয়ের রথ থমকে গেল ৷ দু’বার এগিয়ে থেকেও জয় ঘরে তুলতে না পারার হতাশায় কোচ জুয়ান ফেরান্দো ৷ ম্যাচের শেষে বসুন্ধরা কিংসের ফুটবলার বিশ্বনাথ ঘোষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি ৷ যা ফুটবলারদের মধ্যস্থতায় বড় হয়নি ৷

আইএসএল সাময়িক বন্ধ হওয়ার পরে মঙ্গলবার রাতে ফের খেললেন হুগো বুমোস, পেত্রাতোসরা ৷ তাঁদের খেলায় তারই প্রভাব ৷ পরিচিত আক্রমণাত্মক ফুটবল সেভাবে দেখা যায়নি ৷ ম্যাচের 68 মিনিটে আশিস রাই বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা ৷ গোল করে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান অধিনায়ক রবসন ৷ এই গোলের আগে বাংলাদেশের ক্লাব দলটি 2-1 পিছিয়ে ছিল ৷ মঙ্গলবার ম্যাচের 29 মিনিটে প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্ট ৷

জেসন কামিন্সের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন পেত্রাতোস ৷ তবে, এই এগিয়ে থাকার সুবিধা বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 33 মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা ৷ রবসনের ডিফেন্স চেরা পাস ধরে হেক্টর ইউস্তকে বোকা বানিয়ে দলকে সমতায় ফেরান ডোরিএলটন ৷ তবে, শুরুর প্রথম পনেরো মিনিটে গোল করার মতো সুযোগ তৈরি করেছিল সবুজ-মেরুন ৷ দু’বার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন জেসন কামিন্স ৷ 19 মিনিটে পেত্রাতোসের পাস থেকে লিস্টন কোলাসোর গোল অফসাইডের কারণে বাতিল হয় ৷

আরও পড়ুন: সপ্তমীতে অন্ধকার লাল-হলুদে, আইএসএলে টানা দ্বিতীয় হার ইস্টবেঙ্গলের

27 মিনিটে গোলের সুযোগ নষ্ট করে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ অন্যদিকে, বসুন্ধরার দু’টো শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ দ্বিতীয়ার্ধে ফের গোল করে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ 53 মিনিটে পেত্রাতোসের পাস থেকে গোল করেন আশিস রাই ৷ কিন্তু, এই এগিয়ে থাকার সুবিধা নষ্ট হয় আশিস রাইয়ের কারণেই ৷ 68 মিনিটে তিনি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা এবং সমতায় ফেরে পদ্মা পাড়ের ক্লাব ৷ পয়েন্ট হারানোর ধাক্কার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের চিন্তা বাড়াল ডিফেন্ডার আনোয়ার আলির চোটও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.