Mohun Bagan in AFC CUP : বাগানে বিপর্যয়, হাঁটুর চোটে এএফসি কাপ থেকেই ছিটকে গেলেন তিরি - Mohun Bagan defender Tiri sustains knee injury
এএফসি কাপ থেকে চোটের কারণে ছিটকে গেলেন এটিকে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার তিরি । মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো জানান তিরির চোট যথেষ্ট গুরুতর (Mohun Bagan defender Tiri sustains knee injury)।
কলকাতা, 19 মে : এএফসি কাপ থেকে চোটের কারণে ছিটকে গেলেন এটিকে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার তিরি । গোকুলামের বিরুদ্ধে ম্যাচের 35 মিনিটে ট্যাকেল করতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি (Mohun Bagan defender Tiri sustains knee injury)। তাঁকে মাঠ বের করে নিয়ে আসতে হয় । পরে সাংবাদিক সম্মেলনে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো জানান, তিরির হাঁটুর লিগামেন্টের চোটটি যথেষ্ট গুরুতর । যা দ্রুত সেরে ওঠা সম্ভব নয় । তাই তিরিকে ছাড়াই সামনের দু'টো ম্যাচে খেলতে হবে দলকে ।
এছাড়াও চোটের কবলে হুগো বুমোসও । গোকুলাম এফসির বিরুদ্ধে তাঁকে নামানো যায়নি । সামনের দুটো ম্যাচে খেলানো যাবে কি না, তাও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না ৷ অন্যদিকে, চোট সারলেও সন্দেশ ঝিঙ্গানকে খেলানোর ব্যাপারে কোচ নিশ্চয়তা দিতে পারছেন না । গোকুলামের বিরুদ্ধে তিরি চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পরে সন্দেশ ঝিঙ্গানকে নামানো যায়নি । সামনের ম্যাচের আগে তাঁকে ফিট করার চেষ্টা হবে বলে জানাচ্ছেন ফেরান্দো । কিন্তু তার কথায় জোর নেই ।
আরও পড়ুন : যুবভারতীতে নৌকাডুবি, হেরে এএফসি কাপ অভিযান শুরু বাগানের
বুধবার ফেভারিট হিসেবে মাঠে নেমেও 4-2 গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এটিকে মোহনবাগানকে । পরাজয়ের কারণ হিসেবে বিরতির আগে একাধিক সুযোগ নষ্টকে দায়ী করছেন সবুজ-মেরুন হেডস্যার । পাশাপাশি তিরির চোটের ধাক্কার কথাও তাঁর মুখে । তবে এইসব কারণকে হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নন তিনি ৷ শনিবার বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলা এটিকে মোহনবাগানের । জুয়ান ফেরান্দো বলছেন চোট সমস্যার সমাধানের সঙ্গে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করাই তাঁর প্রধান লক্ষ্য । সন্তোষ ট্রফি, আইলিগের ঠিকানা এখন কেরল । এএফসি কাপের এই পর্বের সাফল্যের অর্থ রাজ্য, ক্লাব এবং আর্ন্তজাতিক ক্লাব পর্বের সাফল্যের ভারতীয় ঠিকানা হবে কেরল ।
গোকুলাম এফসি কোচ ভিনসেঞ্জো পাশে লুকা মাইসেনকে বসিয়ে জানিয়েছেন, আই লিগ এবং আইএসএলের মধ্যে কোনও তফাত নেই । প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের আটজন ফুটবলার জাতীয় দলের হলেও তারা তাদের টেক্কা দিয়েছেন । এটিকে মোহনবাগান ভারতীয় ফুটবলের বড় নাম হতে পারে । তবে 2017 সালে তৈরি হওয়া গোকুলাম পিছিয়ে নেই । অর্থের জোরে শক্তিশালী দল গড়লেও সাফল্য ধরা দেবে এমন কথা তিনি মনে করেন না । তাই দলের সব ফুটবলারের নৈপুন্যের প্রশংসা করে এএফসি কাপের এই পর্বে এক নম্বর হওয়াকে পাখির চোখ করছেন তিনি ।