ETV Bharat / sports

Durand Cup 2023: গোল পেলেন বুমোস, পঞ্জাবকে হারিয়ে ডুরান্ডে টানা দ্বিতীয় জয় বাগানের - Mohun Bagan beat Punjab FC by 2 0

ফের জয় বাগান শিবিরের ৷ বাংলাদেশ আর্মিকে হারানোর পর ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে আইলিগ চ্যাম্পিয়ন পঞ্জাব এফসিকে ফের হারাল ফেরান্দোর ছেলেরা ৷ সামনে ডার্বি থাকলেও তা গুরুত্ব না-দিয়ে এএফসি কাপই এখন পাখির চোখ, ম্যাচ শেষে জানালেন সবুজ-মেরুন কোচ ৷

Durand Cup 2023
মোহনবাগান
author img

By

Published : Aug 7, 2023, 9:49 PM IST

Updated : Aug 8, 2023, 7:08 AM IST

ডার্বি নয় ফেরান্দোর চোখে এএফসি কাপ গুরুত্বপূর্ণ

কলকাতা, 7 অগস্ট: বাংলাদেশ সেনা দলের পর পরাজিত পঞ্জাব এফসি। পরপর দু'ম্যাচ জিতে ডুরান্ড কাপের পরের পর্বে যাওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ডার্বিতে ড্র করলেই শেষ আটে জায়গা পাকা হয়ে যাবে জুয়ান ফেরান্দোর দলের। কিশোর ভারতী স্টেডিয়ামে সোমবার পঞ্জাব এফসি'কে 2-0 গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। মেলরয় আসিসির আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় মেরিনার্সরা। দ্বিতীয় গোল হুগো বুমোসের।

সোমবার স্টেডিয়ামে আইএসএল চ্যাম্পিয়ন বনাম আইলিগ চ্যাম্পিয়নের দ্বৈরথ দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। দু'দলই যে তাঁর পরবর্তী প্রতিপক্ষ। লাল-হলুদ কোচ স্বস্তি নিয়ে স্টেডিয়াম ছাড়লেন বলা যাবে না। ডুরান্ড কাপের ফরম্যাট এমনই, সেখানে একটি ম্যাচে পয়েন্ট খোয়ালে পরের পর্বে যাওয়ার আশা কমে যায়। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কি সেটাই হতে চলেছে? বলবে সময় ৷ তবে সব ভুলে আপাতত ডার্বিতে কুয়াদ্রাত নিজেকে প্রমাণ করতে মরিয়া।

আরও পড়ুন: একটু সময় চাই, ভরসা রাখুন; ডার্বিতে ফল ঘোরানোর আশ্বাস কুয়াদ্রাতের

আইলিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জুয়ান ফেরান্দো জয়ের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ডার্বির আগে ফুটবলারদের দেখে নিতে চেয়েছিলেন। 6 জন সিনিয়র ফুটবলার পঞ্জাবের বিরুদ্ধে খেললেন। দুই বিদেশি হুগো বুমোস এবং ব্র্যান্ডন হামিল মরশুমে প্রথমবার খেলালেন। ফরাসি মিডফিল্ডার প্রথম ম্যাচে রং ছড়ালেন বলা যাবে না। তবে মাঝে মাঝে জ্বলে উঠলেন। 48 মিনিটে দলের দ্বিতীয় গোল বুমোসের। লিস্টন কোলাসোর সেন্টার পঞ্জাব গোলরক্ষক প্রতিহত করে বুমোসের সামনে ফেলেন। গোল করতে ভুল করেননি মেরিনার্সদের নাম্বার টেন। মোহনবাগানের প্রথম গোল 23 মিধিটে। মনবীর সিংয়ের মাইনাস মেলরয়ের পায়ে লেগে ঢুকে যায়। বিরতির পরে পঞ্জাব এফসির পায়ে ম্য়াচের রাশ ছিল অনেকটা সময়জুড়ে। বৃষ্টি ভেজা মাঠে পঞ্জাব এফসি হারলেও যথেষ্ট লড়াই করেছে।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে জুয়ান ফেরান্দো বলছেন প্রি-সিজন কন্ডিশনিং চলছে। সামনে ডার্বি এবং এএফসি কাপের খেলা থাকলেও সময় দরকার। সমর্থকরা ডার্বি জয়ের জন্য চিৎকার করলেও এএফসি কাপ যে বাড়তি গুরুত্ব পাবে তা জানিয়েছেন ফেরান্দো। একইসঙ্গে বলেছেন দলের উন্নতির জন্য সময় দরকার। কার্লস কুয়াদ্রাত খেলা দেখতে এসেছেন শুনেও চিন্তিত নন তিনি। কারণ তিনি মনে করেন, সব দলই প্রি-সিজনের মধ্যে রয়েছে। তবে ডার্বিই হোক বা এএফসি কাপ, জয়ের জন্যই তিনি নামতে চান।

আরও পড়ুন: শেষ বেলায় ডুবল রক্ষণ, ডুরান্ডের শুরুতে হতশ্রী কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল

ডার্বি নয় ফেরান্দোর চোখে এএফসি কাপ গুরুত্বপূর্ণ

কলকাতা, 7 অগস্ট: বাংলাদেশ সেনা দলের পর পরাজিত পঞ্জাব এফসি। পরপর দু'ম্যাচ জিতে ডুরান্ড কাপের পরের পর্বে যাওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ডার্বিতে ড্র করলেই শেষ আটে জায়গা পাকা হয়ে যাবে জুয়ান ফেরান্দোর দলের। কিশোর ভারতী স্টেডিয়ামে সোমবার পঞ্জাব এফসি'কে 2-0 গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। মেলরয় আসিসির আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় মেরিনার্সরা। দ্বিতীয় গোল হুগো বুমোসের।

সোমবার স্টেডিয়ামে আইএসএল চ্যাম্পিয়ন বনাম আইলিগ চ্যাম্পিয়নের দ্বৈরথ দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। দু'দলই যে তাঁর পরবর্তী প্রতিপক্ষ। লাল-হলুদ কোচ স্বস্তি নিয়ে স্টেডিয়াম ছাড়লেন বলা যাবে না। ডুরান্ড কাপের ফরম্যাট এমনই, সেখানে একটি ম্যাচে পয়েন্ট খোয়ালে পরের পর্বে যাওয়ার আশা কমে যায়। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কি সেটাই হতে চলেছে? বলবে সময় ৷ তবে সব ভুলে আপাতত ডার্বিতে কুয়াদ্রাত নিজেকে প্রমাণ করতে মরিয়া।

আরও পড়ুন: একটু সময় চাই, ভরসা রাখুন; ডার্বিতে ফল ঘোরানোর আশ্বাস কুয়াদ্রাতের

আইলিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জুয়ান ফেরান্দো জয়ের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ডার্বির আগে ফুটবলারদের দেখে নিতে চেয়েছিলেন। 6 জন সিনিয়র ফুটবলার পঞ্জাবের বিরুদ্ধে খেললেন। দুই বিদেশি হুগো বুমোস এবং ব্র্যান্ডন হামিল মরশুমে প্রথমবার খেলালেন। ফরাসি মিডফিল্ডার প্রথম ম্যাচে রং ছড়ালেন বলা যাবে না। তবে মাঝে মাঝে জ্বলে উঠলেন। 48 মিনিটে দলের দ্বিতীয় গোল বুমোসের। লিস্টন কোলাসোর সেন্টার পঞ্জাব গোলরক্ষক প্রতিহত করে বুমোসের সামনে ফেলেন। গোল করতে ভুল করেননি মেরিনার্সদের নাম্বার টেন। মোহনবাগানের প্রথম গোল 23 মিধিটে। মনবীর সিংয়ের মাইনাস মেলরয়ের পায়ে লেগে ঢুকে যায়। বিরতির পরে পঞ্জাব এফসির পায়ে ম্য়াচের রাশ ছিল অনেকটা সময়জুড়ে। বৃষ্টি ভেজা মাঠে পঞ্জাব এফসি হারলেও যথেষ্ট লড়াই করেছে।

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে জুয়ান ফেরান্দো বলছেন প্রি-সিজন কন্ডিশনিং চলছে। সামনে ডার্বি এবং এএফসি কাপের খেলা থাকলেও সময় দরকার। সমর্থকরা ডার্বি জয়ের জন্য চিৎকার করলেও এএফসি কাপ যে বাড়তি গুরুত্ব পাবে তা জানিয়েছেন ফেরান্দো। একইসঙ্গে বলেছেন দলের উন্নতির জন্য সময় দরকার। কার্লস কুয়াদ্রাত খেলা দেখতে এসেছেন শুনেও চিন্তিত নন তিনি। কারণ তিনি মনে করেন, সব দলই প্রি-সিজনের মধ্যে রয়েছে। তবে ডার্বিই হোক বা এএফসি কাপ, জয়ের জন্যই তিনি নামতে চান।

আরও পড়ুন: শেষ বেলায় ডুবল রক্ষণ, ডুরান্ডের শুরুতে হতশ্রী কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল

Last Updated : Aug 8, 2023, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.