ETV Bharat / sports

Mohun Bagan in AFC Cup: বাগানে খাতা খুললেন কামিংস, মাচিন্দ্রার বিরুদ্ধে সহজ জয় পেল সবুজ-মেরুন

author img

By

Published : Aug 16, 2023, 9:11 PM IST

Updated : Aug 16, 2023, 9:56 PM IST

জোড়া গোল আনোয়ার আলির, একটি কামিংসের । এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের মাচিন্দ্রা এফসিকে উড়িয়ে দিল মেরিনার্সরা ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 16 অগস্ট: ভুল শুধরে জয়ের আলোয় মোহনবাগান সুপার জায়ান্ট । এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের মাচিন্দ্রা এফসিকে 3-1 গোলে উড়িয়ে দিল মেরিনার্সরা । জোড়া গোল আনোয়ার আলির, একটি কামিংসের । নেপালের মাচিন্দ্রা এফসির হয়ে গোল ওলৌমর । এই জয়ের ফলে মোহনবাগান 22 অগস্ট পরের ম্যাচে বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধে খেলবে ।

ডার্বির পরে এএফসি কাপের ম্যাচ । নতুন মরশুমে মেরিনার্স থিঙ্কট্যাঙ্কের ভাবনায় এএফসি কাপ সবচেয়ে বেশী প্রাধান্য পাচ্ছে । এই প্রেক্ষাপটে মোহনবাগানের পারফরম্যান্স আতস কাচের তলায় থাকবে । কোচ জুয়ান ফেরান্দো প্রথম একাদশে ব্রেন্ডন হামিল, হুগো বুমোস, কামিংস তিন বিদেশীকে রেখেছিলেন । মনবীর সিং এবং লিস্টন কোলাসোর বদলে সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ানকে দায়িত্ব দিয়েছিলেন আক্রমণ হানার ।

শুরুতে নেপালের ক্লাব দলটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের চেষ্টা করলেও তা মেরিনার্সদের বেকায়দায় ফেলার পক্ষে যথেষ্ট ছিল না । বিশাল কাইথ একটি গোল হজম করেছেন ঠিকই তবে সেভাবে কঠিন বল ধরতে হয়নি । অন্যদিকে গোলরক্ষক বিশাল শ্রেষ্ঠার বিশ্বস্ত দু’টো হাত মাচিন্দ্রাকে আরও বড় লজ্জা থেকে বাঁচিয়ে দিল । সাহাল আব্দুল সামাদ বিরতির আগে অন্তত গোটা তিনেক সুযোগ নষ্ট করলেন । বিশ্বকাপার কামিংস বাগানে খাতা খুলেছেন । কিন্তু যতগুলো সুযোগ নষ্ট করেছেন তা কাজে লাগাতে পারলে হ্যাটট্রিক করতে পারতেন । একটা সময় মনে হচ্ছিল, বিশাল শ্রেষ্ঠার সঙ্গে মোহনবাগানের লড়াই হচ্ছে ।

আরও পড়ুন: ‘ইউ পেলে, আই হাবিব’ ! ফুটবল সম্রাটকেও রেয়াত করেননি ‘বড়ে মিঞা’

38 মিনিটে হুগো বুমোসের কর্নার থেকে আনোয়ারের হেডে প্রথম গোল সবুজ-মেরুনের । তার আগে আনোয়ার ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হয়েছিলেন । মোহনবাগানের দ্বিতীয় গোল কামিংসের । পরিবর্ত হিসেবে মাঠে নেমে বিশ্বকাপার সতীর্থর জন্য গোলের বল সাজিয়ে দিয়েছিলেন পেত্রাতোস । যা থেকে গোল না-করতে পারা অপরাধ । 78 মিনিটে ব্যবধান কমায় নেপালের ক্লাব দলটি । অসাধারণ ফ্রি-কিকে গোল করেন ওলৌম । মোহনবাগানের তৃতীয় গোল আনোয়ারের । জোড়া গোল করে ম্যাচের নায়ক তিনি । অন্যদিকে, মোহনবাগান কোচ ফেরান্দো জানিয়েছেন, জিতলেও তাঁর দল নব্বই মিনিট খেলার জায়গায় নেই । তারমধ্যে দু’টো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হচ্ছে । বাইশ তারিখ দলকে ফের খেলতে হবে । তার আগে দলকে কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন ।

বাগান জয়ে ফিরলেও এদিন মাঠে এসেছিলেন হাজার ছয়েক সমর্থক ৷ অন্যদিকে, সাবক্রিপশন-সহ একাধিক গোলযোগে অনলাইন ম্যাচ দেখতেও ঝক্কি পোহাতে হল সমর্থকদের ৷ ম্যাচ শেষে এদিন মোহনবাগান জানিয়ে দিল, 1980 সালের ইডেন-ডার্বি চলাকালীন দূর্ঘটনায় যে 16 জন প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রত্যেকের পরিবারের একজন করে সদস্যকে বাগানের সদস্যপদ দেওয়া হবে ৷

আরও পড়ুন: 'বড়ে মিঞা'কে দেখেই 'ছোটে মিঞা' হয়ে ওঠার গল্প শোনালেন আকবর

কলকাতা, 16 অগস্ট: ভুল শুধরে জয়ের আলোয় মোহনবাগান সুপার জায়ান্ট । এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের মাচিন্দ্রা এফসিকে 3-1 গোলে উড়িয়ে দিল মেরিনার্সরা । জোড়া গোল আনোয়ার আলির, একটি কামিংসের । নেপালের মাচিন্দ্রা এফসির হয়ে গোল ওলৌমর । এই জয়ের ফলে মোহনবাগান 22 অগস্ট পরের ম্যাচে বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধে খেলবে ।

ডার্বির পরে এএফসি কাপের ম্যাচ । নতুন মরশুমে মেরিনার্স থিঙ্কট্যাঙ্কের ভাবনায় এএফসি কাপ সবচেয়ে বেশী প্রাধান্য পাচ্ছে । এই প্রেক্ষাপটে মোহনবাগানের পারফরম্যান্স আতস কাচের তলায় থাকবে । কোচ জুয়ান ফেরান্দো প্রথম একাদশে ব্রেন্ডন হামিল, হুগো বুমোস, কামিংস তিন বিদেশীকে রেখেছিলেন । মনবীর সিং এবং লিস্টন কোলাসোর বদলে সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ানকে দায়িত্ব দিয়েছিলেন আক্রমণ হানার ।

শুরুতে নেপালের ক্লাব দলটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের চেষ্টা করলেও তা মেরিনার্সদের বেকায়দায় ফেলার পক্ষে যথেষ্ট ছিল না । বিশাল কাইথ একটি গোল হজম করেছেন ঠিকই তবে সেভাবে কঠিন বল ধরতে হয়নি । অন্যদিকে গোলরক্ষক বিশাল শ্রেষ্ঠার বিশ্বস্ত দু’টো হাত মাচিন্দ্রাকে আরও বড় লজ্জা থেকে বাঁচিয়ে দিল । সাহাল আব্দুল সামাদ বিরতির আগে অন্তত গোটা তিনেক সুযোগ নষ্ট করলেন । বিশ্বকাপার কামিংস বাগানে খাতা খুলেছেন । কিন্তু যতগুলো সুযোগ নষ্ট করেছেন তা কাজে লাগাতে পারলে হ্যাটট্রিক করতে পারতেন । একটা সময় মনে হচ্ছিল, বিশাল শ্রেষ্ঠার সঙ্গে মোহনবাগানের লড়াই হচ্ছে ।

আরও পড়ুন: ‘ইউ পেলে, আই হাবিব’ ! ফুটবল সম্রাটকেও রেয়াত করেননি ‘বড়ে মিঞা’

38 মিনিটে হুগো বুমোসের কর্নার থেকে আনোয়ারের হেডে প্রথম গোল সবুজ-মেরুনের । তার আগে আনোয়ার ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হয়েছিলেন । মোহনবাগানের দ্বিতীয় গোল কামিংসের । পরিবর্ত হিসেবে মাঠে নেমে বিশ্বকাপার সতীর্থর জন্য গোলের বল সাজিয়ে দিয়েছিলেন পেত্রাতোস । যা থেকে গোল না-করতে পারা অপরাধ । 78 মিনিটে ব্যবধান কমায় নেপালের ক্লাব দলটি । অসাধারণ ফ্রি-কিকে গোল করেন ওলৌম । মোহনবাগানের তৃতীয় গোল আনোয়ারের । জোড়া গোল করে ম্যাচের নায়ক তিনি । অন্যদিকে, মোহনবাগান কোচ ফেরান্দো জানিয়েছেন, জিতলেও তাঁর দল নব্বই মিনিট খেলার জায়গায় নেই । তারমধ্যে দু’টো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হচ্ছে । বাইশ তারিখ দলকে ফের খেলতে হবে । তার আগে দলকে কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন ।

বাগান জয়ে ফিরলেও এদিন মাঠে এসেছিলেন হাজার ছয়েক সমর্থক ৷ অন্যদিকে, সাবক্রিপশন-সহ একাধিক গোলযোগে অনলাইন ম্যাচ দেখতেও ঝক্কি পোহাতে হল সমর্থকদের ৷ ম্যাচ শেষে এদিন মোহনবাগান জানিয়ে দিল, 1980 সালের ইডেন-ডার্বি চলাকালীন দূর্ঘটনায় যে 16 জন প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রত্যেকের পরিবারের একজন করে সদস্যকে বাগানের সদস্যপদ দেওয়া হবে ৷

আরও পড়ুন: 'বড়ে মিঞা'কে দেখেই 'ছোটে মিঞা' হয়ে ওঠার গল্প শোনালেন আকবর

Last Updated : Aug 16, 2023, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.