ETV Bharat / sports

Wrestlers Protest: চাপের মুখে অভিযোগ প্রত্যাহার করেছে নাবালিকার পরিবার, দাবি বজরং-সাক্ষীদের

বজরং-সাক্ষীরা জানান, নাবালিকার পরিবারকে সমঝোতার জন্য চাপ দেওয়া হচ্ছে, মিলেছে হুমকিও ৷ সরকারের আশ্বাস অনুযায়ী আগামী 15 জুনের মধ্যে তদন্তের চার্জশিট দাখিল করা না-হলে তাঁরা আরও বড় আন্দোলনে পা বাড়াবেন ৷

Wrestlers Protest
চাপের মুখে অভিযোগ প্রত্যাহার করেছে নাবালিকার পরিবার
author img

By

Published : Jun 11, 2023, 7:58 AM IST

সোনিপাত (হরিয়ানা), 11 জুন: গত সোমবার নাবালিকার বাবা তদন্তের জিজ্ঞাসাবাদে জানান, মেয়েকে যৌন হেনস্তা করেননি কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ তবে মেয়ের প্রতিযোগিতার সময়ে তার বিরোধিতা করেছিলেন প্রেসিডেন্ট। তদন্ত চলাকালীনই আচমকা তাঁর বয়ান বদলে কুস্তিগীরদের আন্দোলন নয়া মোড় নেয় ৷ এই ঘটনায় শনিবার সাক্ষী, ভিনেশ, বজরংরা দাবি করেন নাবালিকার পরিবারের উপর সমঝোতার জন্য চাপ দেওয়া হচ্ছে ৷ মিলেছে হুমকিও ৷ তাই চাপে পড়ে তিনি আগের বয়ান বদল করেছেন ৷ সেই সঙ্গে বজরংরা গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, 15 জুনের মধ্যে তদন্তের চার্জশিট দাখিল করা না-হলে তাঁরা আরও বড় আন্দোলনের দিকে এগোবেন ৷

এই অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতেই বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের হয়েছিল। গত বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে হেরে যায় অভিযোগকারী নাবালিকা। সেই রাগ থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার বাবা। এমনটাই জানান তিনি। এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে এখনও ভারতীয় দণ্ডবিধির 354 (শ্লীলতাহানি), 354এ (যৌন হেনস্তা), 354ডি (পিছু নেওয়া) ধারায় মামলা রুজু রয়েছে।

বজরং পুনিয়া বলেন, "মহাপঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে আগামিদিনে কোন পথে এই আন্দোলন চলবে তার রুটম্যপ 15 জুনের পর ঠিক করা হবে। 15 জুনের মধ্যে সমস্যার সমাধান না-হলে তাঁরা বড় ধরনের প্রতিবাদ আন্দোলনে নামবেন। পুলিশের 15 জুনের মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার কথা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দেওয়া তদন্তের আশ্বাস পূরণ না-হলে আমরা আরও বড় আকারে প্রতিবাদে নামব। আমরা তাঁর গ্রেফতারের দাবি থেকে পিছপা হইনি।"

আরও পড়ুন: 'আদালত সব জানে, কিছু বলার নেই', নাবালিকার বাবার অভিযোগ প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়া ব্রিজভূষণের

উল্লেখ্য, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কুস্তিগিরদের বৈঠক হয়েছে বুধবার। অনুরাগ জানিয়েছেন, যৌন হেনস্তার অভিযোগে পুলিশ 15 জুনের মধ্যে চার্জশিট দেবে। তিনি কুস্তিগীররদের এটাও জানিয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন হবে 30 জুনের মধ্যে। এই সব প্রতিশ্রুতির জন্য 15 জুন পর্যন্ত কুস্তিগীররা তাঁদের আন্দোলন স্থগিত রেখেছেন। তদন্ত প্রক্রিয়ায় দিল্লি পুলিশ কুস্তিগীর সঙ্গীতা ফোগতকে ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতে নিয়ে যায়। অভিযোগের সারাংশ খুঁজছে তারা।

সোনিপাত (হরিয়ানা), 11 জুন: গত সোমবার নাবালিকার বাবা তদন্তের জিজ্ঞাসাবাদে জানান, মেয়েকে যৌন হেনস্তা করেননি কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং ৷ তবে মেয়ের প্রতিযোগিতার সময়ে তার বিরোধিতা করেছিলেন প্রেসিডেন্ট। তদন্ত চলাকালীনই আচমকা তাঁর বয়ান বদলে কুস্তিগীরদের আন্দোলন নয়া মোড় নেয় ৷ এই ঘটনায় শনিবার সাক্ষী, ভিনেশ, বজরংরা দাবি করেন নাবালিকার পরিবারের উপর সমঝোতার জন্য চাপ দেওয়া হচ্ছে ৷ মিলেছে হুমকিও ৷ তাই চাপে পড়ে তিনি আগের বয়ান বদল করেছেন ৷ সেই সঙ্গে বজরংরা গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, 15 জুনের মধ্যে তদন্তের চার্জশিট দাখিল করা না-হলে তাঁরা আরও বড় আন্দোলনের দিকে এগোবেন ৷

এই অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতেই বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের হয়েছিল। গত বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে হেরে যায় অভিযোগকারী নাবালিকা। সেই রাগ থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার বাবা। এমনটাই জানান তিনি। এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে এখনও ভারতীয় দণ্ডবিধির 354 (শ্লীলতাহানি), 354এ (যৌন হেনস্তা), 354ডি (পিছু নেওয়া) ধারায় মামলা রুজু রয়েছে।

বজরং পুনিয়া বলেন, "মহাপঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে আগামিদিনে কোন পথে এই আন্দোলন চলবে তার রুটম্যপ 15 জুনের পর ঠিক করা হবে। 15 জুনের মধ্যে সমস্যার সমাধান না-হলে তাঁরা বড় ধরনের প্রতিবাদ আন্দোলনে নামবেন। পুলিশের 15 জুনের মধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার কথা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দেওয়া তদন্তের আশ্বাস পূরণ না-হলে আমরা আরও বড় আকারে প্রতিবাদে নামব। আমরা তাঁর গ্রেফতারের দাবি থেকে পিছপা হইনি।"

আরও পড়ুন: 'আদালত সব জানে, কিছু বলার নেই', নাবালিকার বাবার অভিযোগ প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়া ব্রিজভূষণের

উল্লেখ্য, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কুস্তিগিরদের বৈঠক হয়েছে বুধবার। অনুরাগ জানিয়েছেন, যৌন হেনস্তার অভিযোগে পুলিশ 15 জুনের মধ্যে চার্জশিট দেবে। তিনি কুস্তিগীররদের এটাও জানিয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন হবে 30 জুনের মধ্যে। এই সব প্রতিশ্রুতির জন্য 15 জুন পর্যন্ত কুস্তিগীররা তাঁদের আন্দোলন স্থগিত রেখেছেন। তদন্ত প্রক্রিয়ায় দিল্লি পুলিশ কুস্তিগীর সঙ্গীতা ফোগতকে ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতে নিয়ে যায়। অভিযোগের সারাংশ খুঁজছে তারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.