ETV Bharat / sports

UCL Semi-final: চ্যাম্পিয়নস লিগের সেমিতে মিলান ডার্বি, সিটির সামনে বদলার সুযোগ

author img

By

Published : Apr 20, 2023, 2:24 PM IST

Updated : Apr 20, 2023, 2:42 PM IST

নির্ধারিত হয়ে গেল চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সূচি ৷ ফিরতি লেগ ড্র করে শেষ চারে ইন্টার মিলান এবং ম্যান সিটি ৷

Etv Bharat
Etv Bharat

নিয়ঁ (সুইজারল্যান্ড), 20 এপ্রিল: প্রথম লেগের পর যে দু'টি দল সেমিফাইনালের পথে অ্যাডভান্টেজ ছিল শেষ চারের টিকিট পেল তারাই ৷ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারের ফিরতি লেগে তেমন কোনও পটপরিবর্তন ঘটল না ৷ ফিরতি লেগে বুধবার বেনফিকার বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করল বটে ইন্টার মিলান, তবে এগ্রিগেটে পর্তুগালের ক্লাবটিকে পিছনে ফেলে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল ইতালিয়ান জায়ান্টরা ৷

অন্য ম্যাচে জার্মান পাওয়ার হাউস বায়ার্ন মিউনিখ অনেকটা পিছিয়ে থেকে শুরু করেছিল ইংলিশ জায়ান্ট ম্যান সিটির বিরুদ্ধে ৷ এই দু'দলের ফিরতি লেগের ম্যাচও অমিমাংসিত অবস্থায় শেষ হল আলিয়াঞ্জ অ্যারেনায় ৷ তবে প্রথম লেগে তিন গোলের বিশাল অ্যাডভান্টেজ টানা দ্বিতীয়বারের জন্য স্কাই ব্লুজ'কে পৌঁছে দিল সেমিফাইনালে ৷ এক্ষেত্রে গত মরশুমের পুনরাবৃত্তি হতে চলেছে সেমিফাইনালে ৷ কারণ সেমিফাইনালে পেপ গুয়ার্দিয়োলার দলকে ফের মুখোমুখি হতে হবে রিয়ালের ৷

অর্থাৎ, সেমিফাইনাল সিটির কাছে বদলারও বটে ৷ কারণ 2021-22 চ্যাম্পিয়নস লিগ সেমিতে বেনজেমাদের কাছে হারতে হয়েছিল ইংলিশ ক্লাবকে ৷ বুধবার কোয়ার্টারের ফিরতি লেগে ঘরের মাঠে তিনবার এগিয়ে থেকেও জয় হাতছাড়া করে ইন্টার ৷ সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে গোল পরিশোধ করে ম্যাচ ড্র করে বেনফিকা ৷ তবে এই ম্যাচে জয় হাতছাড়া হলেও সেমিফাইনাল নিশ্চিত করে ইন্টার ৷ শেষ চারে মিলান ডার্বিতে তাদের প্রতিপক্ষ এসি মিলান ৷

অন্যদিকে, প্রথম পর্বে ঘরের মাঠে বাভারিয়ানদের তছনছ করে দেওয়ার পর ফিরতি পর্বেও এদিন আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি ৷ সেই গোল যদিও ধরে রাখতে পারেনি তারা ৷ তবে তা সেমিতে ওঠার পথে বাধা হয়নি ম্যান সিটির ৷ উল্লেখ্য দুই লেগ মিলিয়ে চেলসিকে 4-0 ব্যবধানে পরাজিত করে আগেই সেমিতে পা রেখেছে লস ব্ল্যাঙ্কোস ৷ শেষ চারে ওঠার পথে এসি মিলান হারিয়েছে নাপোলি ৷

একনজরে সেমিফাইনালের সূচি-

প্রথম লেগ:

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি - 10 মে

এসি মিলান বনাম ইন্টার মিলান - 11 মে

দ্বিতীয় লেগ:

ইন্টার মিলান বনাম এসি মিলান - 17 মে

এসি মিলান বনাম রিয়াল মাদ্রিদ - 18 মে

নিয়ঁ (সুইজারল্যান্ড), 20 এপ্রিল: প্রথম লেগের পর যে দু'টি দল সেমিফাইনালের পথে অ্যাডভান্টেজ ছিল শেষ চারের টিকিট পেল তারাই ৷ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারের ফিরতি লেগে তেমন কোনও পটপরিবর্তন ঘটল না ৷ ফিরতি লেগে বুধবার বেনফিকার বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করল বটে ইন্টার মিলান, তবে এগ্রিগেটে পর্তুগালের ক্লাবটিকে পিছনে ফেলে সেমিফাইনালের টিকিট পেয়ে গেল ইতালিয়ান জায়ান্টরা ৷

অন্য ম্যাচে জার্মান পাওয়ার হাউস বায়ার্ন মিউনিখ অনেকটা পিছিয়ে থেকে শুরু করেছিল ইংলিশ জায়ান্ট ম্যান সিটির বিরুদ্ধে ৷ এই দু'দলের ফিরতি লেগের ম্যাচও অমিমাংসিত অবস্থায় শেষ হল আলিয়াঞ্জ অ্যারেনায় ৷ তবে প্রথম লেগে তিন গোলের বিশাল অ্যাডভান্টেজ টানা দ্বিতীয়বারের জন্য স্কাই ব্লুজ'কে পৌঁছে দিল সেমিফাইনালে ৷ এক্ষেত্রে গত মরশুমের পুনরাবৃত্তি হতে চলেছে সেমিফাইনালে ৷ কারণ সেমিফাইনালে পেপ গুয়ার্দিয়োলার দলকে ফের মুখোমুখি হতে হবে রিয়ালের ৷

অর্থাৎ, সেমিফাইনাল সিটির কাছে বদলারও বটে ৷ কারণ 2021-22 চ্যাম্পিয়নস লিগ সেমিতে বেনজেমাদের কাছে হারতে হয়েছিল ইংলিশ ক্লাবকে ৷ বুধবার কোয়ার্টারের ফিরতি লেগে ঘরের মাঠে তিনবার এগিয়ে থেকেও জয় হাতছাড়া করে ইন্টার ৷ সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে গোল পরিশোধ করে ম্যাচ ড্র করে বেনফিকা ৷ তবে এই ম্যাচে জয় হাতছাড়া হলেও সেমিফাইনাল নিশ্চিত করে ইন্টার ৷ শেষ চারে মিলান ডার্বিতে তাদের প্রতিপক্ষ এসি মিলান ৷

অন্যদিকে, প্রথম পর্বে ঘরের মাঠে বাভারিয়ানদের তছনছ করে দেওয়ার পর ফিরতি পর্বেও এদিন আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি ৷ সেই গোল যদিও ধরে রাখতে পারেনি তারা ৷ তবে তা সেমিতে ওঠার পথে বাধা হয়নি ম্যান সিটির ৷ উল্লেখ্য দুই লেগ মিলিয়ে চেলসিকে 4-0 ব্যবধানে পরাজিত করে আগেই সেমিতে পা রেখেছে লস ব্ল্যাঙ্কোস ৷ শেষ চারে ওঠার পথে এসি মিলান হারিয়েছে নাপোলি ৷

একনজরে সেমিফাইনালের সূচি-

প্রথম লেগ:

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি - 10 মে

এসি মিলান বনাম ইন্টার মিলান - 11 মে

দ্বিতীয় লেগ:

ইন্টার মিলান বনাম এসি মিলান - 17 মে

এসি মিলান বনাম রিয়াল মাদ্রিদ - 18 মে

Last Updated : Apr 20, 2023, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.