রিও ডি জেনেইরো, 21 ডিসেম্বর: চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিশ্বজয়ে খুশি ব্রাজিলও ৷ সাম্বার দেশ আরও খুশি লিওলেন মেসির কারণে ৷ একাংশের ফুটবল অনুরাগীরা লা-আলবিসেলেস্ত'র বিশ্বজয়ের পর বলছেন, "রোনাল্ডো এবং মেসির মধ্যে সেরা কে, সেই প্রশ্নের যবনিকা পড়ল ৷" যদিও সেই তর্কে না-গিয়ে ফুটবল ঈশ্বরকে চিরস্থায়ী জায়গা দিতে চলেছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম (Maracana Stadium) ৷ সাম্বার দেশে সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়ামের হল অফ ফেম-এ জায়গা পেতে চলেছেন লিও ৷ আর সেই কারণে আইকনিক এই স্টেডিয়ামের কর্তৃপক্ষের তরফে নেওয়া হবে লিও মেসির পায়ের ছাপ (Messi invited to leave his mark at Maracanas Hall of Fame) ৷
এই মর্মে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন মারফৎ ম্যাজিশিয়নকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন রিও ডি জেনেইরো প্রদেশের স্পোর্টস সুপারিন্টেন্ডেন্ট ৷ আদ্রিয়ানো স্যান্তোস তাঁর চিঠিতে লিখেছেন, "মাঠ এবং মাঠের বাইরে তাঁর উপস্থিতির গুরুত্ব মেসি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে ৷ ও এমন একজন ফুটবলার যে বছরের পর বছর ধরে সর্বোচ্চস্তরের ফুটবল সমানভাবে দাপিয়ে খেলছে ৷"
আরও পড়ুন: বিশ্বকাপের নতুন ফরম্যাট না-পসন্দ ! ইনফান্তিনোকে একহাত নিলেন ব্লাটার
স্য়ান্তোস আরও লেখেন, "বল পায়ে মেসি একজন জিনিয়াস ৷ তাই মারাকানাও চায় ওকে সম্মান জানাতে ৷" উল্লেখ্য, গতবছর এই মারাকানাতেই কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ট্রফির খরা ঘুচিয়েছিলেন এলএম টেন ৷ এবার সেই স্টেডিয়ামেরই হল অফ ফেমে জায়গা পাচ্ছেন 36 বছর পর লা আলবিসেলেস্তে-কে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক ৷
জোড়া বিশ্বকাপ ফাইনালের (1950, 2014) আয়োজক মারাকানার হল অফ ফেম-এ এর আগে স্থান পেয়েছে পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনাল্ডো নাজারিও, ইউসেবিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মত নাম ৷ বিশ্বজয়ের পর সেই এলিট ক্লাবে ঢুকে পড়তে চলেছেন লিও মেসি ৷