কলকাতা, 14 জুলাই: আইএসএল জয়ী অধিনায়ককে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়েন্ট । তার বদলে দলে নিল সাহাল আব্দুল সামাদকে । কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সবুজ-মেরুনের সোয়াপ ডিলে সাহাল আব্দুল সামাদকে নিল সবুজ মেরুন । এর ফলে কেরালায় যাচ্ছেন প্রীতম কোটাল ।
শুক্রবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় প্রীতমের বিদায়ের খবর জানিয়ে দেয় মোহনবাগান সুপার জায়েন্ট । যদিও তার অনেক আগে প্রীতমকে ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল । সরকারিভাবে প্রীতমের মোহনবাগান ছাড়ার খবরে সিলমোহর পড়তেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ আছড়ে পড়ছে । গত মরশুমে দলের স্বার্থে স্টপারে খেলেছিলেন প্রীতম । 2013 সালে বাঙালি ডিফেন্ডারের ফুটবল জীবন শুরু । ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোহনবাগানে সই করেছিলেন । সেই মরশুমেই সঞ্জয় সেনের কোচিং-এ আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান । এরপর সবসময়ই পাদপ্রদীপের আলোয় ছিলেন প্রীতম কোটাল ।
প্রীতমের বদলি হিসেবে বিরাট অঙ্কের টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে সাহালকে মোহনবাগান দলে নিল । সূত্রের খবর, চার কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে এমবিএসজি ম্যানেজমেন্ট । অন্যদিকে প্রীতম কেরালায় পাবেন 2 কোটি টাকা । এবং তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে অধিনায়কত্বও করবেন ।
আরও পড়ুন: হামতের হ্যাটট্রিকে কলকাতা লিগে দাপুটে জয় মোহনবাগানের
ভারতীয় ফুটবলের নতুন প্রজন্মের মুখ সাহাল । তাঁর কাছে সৌদি আরবের ক্লাবের প্রস্তাব ছিল । কিন্তু প্রীতমের বিনিময়ে তাঁকে নিল মোহনবাগান । অনেকদিন ধরেই সাহালকে পছন্দ ছিল জুয়ান ফেরান্দোর । কোচের পছন্দকে মান্যতা দিল মোহনবাগান সুপার জায়েন্ট । গতবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও গোটা দলের খোলনলচে বদলে ফেলতে চাইছেন জুয়ান ।
আরব আমিরশাহির আল ইত্তিহাদ অ্যাকাডেমি থেকে উত্থান সাহালের । বাবা-মা দুজনেই থাকতেন আরবে । তবে আরব থেকে ফুটবলের প্রাথমিক পাঠ শেষ করেই কেরালায় ফিরে আসেন সাহাল । দারুণ ফুটবল খেলে জায়গা করে নেন সন্তোষ ট্রফিতে । তারপরই কেরালা ব্লাস্টার্স তাঁকে রিজার্ভ দলের জন্য সই করিয়ে নেয় । এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই মিডফিল্ডারকে । সুযোগ পেয়েছেন ভারতীয় ফুটবল দলে । অচিরেই জায়গা করে নিয়েছেন কেরালা ব্লাস্টার্সের সিনিয়র দলেও । মোহনবাগান সুপার জায়েন্টে সই করার আগে ভারতীয় দলের কোচ ঈগর স্টিমাচের সঙ্গেও কথা বলেছেন তিনি ।
সদ্য বিয়ে করেছেন সামাদ । তাঁর স্ত্রী একজন ব্যাডমিন্টন খেলোয়াড় । মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিকে বিয়ের সেরা উপহার বলছেন তিনি । মেরিনার্সরা যে এবছর সেরা দল গড়েছে, তা জানেন । দলে ইউরো কাপার, বিশ্বকাপারের উপস্থিতি এবং পাঁচ ছয় জন জাতীয় দলের ফুটবলারের সঙ্গে খেলার সুযোগ পাওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন সামাদ । এখনও আইএসএল জয়ের স্বাদ পাননি । সবুজ মেরুন জার্সিতে সেই স্বপ্ন পূরনের কথা বলছেন ভারতীয় ফুটবলের উজ্বল মুখ আব্দুল সাহাল সামাদ ।
আরও পড়ুন: তিনটি লক্ষ্যপূরণ করতে বাগানে আনোয়ার আলি, সবুজ-মেরুনের তরফে এল সরকারি ঘোষণা