ETV Bharat / sports

FIFA World Cup 2022: নক-আউটে অপ্রতিরোধ্য ! মেসির বিশ্বজয়ের স্বপ্ন দু-হাতে আগলাচ্ছেন আর্জেন্তিনার 'টাইব্রেকার হিরো' - FIFA

2021 কোপা আমেরিকার সেমি-ফাইনাল, পেনাল্টি শুট-আউটে আটকে দিয়েছিলেন কলম্বিয়াকে । অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্সেও । নক-আউট পর্ব (FIFA World Cup 2022) এলেই যেন তেকাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নীল-সাদা জার্সির শেষ প্রহরী, এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) ।

Etv Bharat
মেসির বিশ্বজয়ের স্বপ্ন দু-হাতে আগলাচ্ছেন আর্জেন্তিনার 'টাইব্রেকার হিরো'
author img

By

Published : Dec 10, 2022, 8:32 PM IST

হায়দরাবাদ: লা ফাইনালিসিমা ৷ যার পোশাকি নাম কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্স ৷ শেষবার এই কাপ হাতে তুলেছিলেন এক আর্জেন্তেনীয় ৷ 10 নম্বর ওই জার্সিধারীর নাম ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ চলতি বছর সেই ট্রফি ঘরে তুলেছেন আরেক আর্জেন্তেনীয়, লিওনেল আন্দ্রেস মেসি (Argentina Shootout Star) ৷

কোপা আমেরিকার পর দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টেও নীল-সাদা জার্সির ধ্বজা উড়িয়েছেন ইউরোপীয়ান ক্লাবদুনিয়ার অন্যতম সফল ৷ সেই জয়যাত্রা অব্যাহত কাতার বিশ্বকাপেও (FIFA World Cup 2022) । প্রথম ম্যাচে সৌদির কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে প্রবলভাবে বিশ্বজয়ের দৌড়ে ফিরেছে লা অ্যালবিসেলেস্তা । আর মাত্র দু'টি ম্যাচে পদস্খলন না-হলেই ইতিহাস ছোঁবেন লিয়ো । আর এই যাবতীয় স্বপ্ন দু'হাতে আগলাচ্ছেন নীল-সাদা জার্সির শেষ প্রহরী, এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) ।

Etv Bharat
নক-আউট পর্ব এলেই যেন তেকাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নীল-সাদা জার্সির শেষ প্রহরী

বিশ্বফুটবলে অন্যতম দেশ, সবুজ গালিচায় আলপনা আঁকেন স্বয়ং ফুটবলের জাদুকর । তারমধ্যেও বারবার মুকুটহীন সম্রাটের দাবিদার সেই মার্টিনেজই । নক-আউট পর্ব এলেই যেন তেকাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন লিয়োদের আদরের দিবু । 2021 কোপা আমেরিকার সেমি-ফাইনাল, পেনাল্টি শুট-আউটে আটকে দিয়েছিলেন কলম্বিয়াকে । রুখে দিয়েছিলেন ডাভিনসন সাঞ্চেস, ফার্নান্দো মিনা, আন্দ্রেস করতোনার শট । অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ফাইনালে । তাঁকে ভেদ করতে পারেনি নেইমার'রা ।

Etv Bharat
মার্টিনেজের সেই আধিপত্যই বজায় রইল নেদারল্যান্ডসের বিরুদ্ধেও

মার্টিনেজের সেই আধিপত্যই বজায় রইল নেদারল্যান্ডসের বিরুদ্ধেও । ভার্জিল ভ্যান জিক, স্টিভেন ভার্গুসের শট আটকে তিনিই আর্জেন্তিনার টাইব্রেকার হিরো । 2014 বিশ্বকাপের সেমি-ফাইনালেও কমলা-ঝড় রুখে দিয়েছিল আর্জেন্তিনা । টাইব্রেকারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন সের্জিয়ো রোমেরো । লুসেইল স্টেডিয়ামে সেই স্মৃতিই ফেরালেন মার্টিনেজ ।

আরও পড়ুন: টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে মেসির আর্জেন্তিনা

কিন্তু টাইব্রেকার এলেই কীভাবে ভয়ংকর হয়ে ওঠেন ইমানুয়েল । প্রাক্তন আর্সেনাল স্টারের সতীর্থরা বলেন, প্রতিপক্ষকে পড়ে ফেলেন তিনি । বিভিন্ন কথায় আগেই ব্যাকফুটে ঠেলে দেন স্পটকিক নিয়ে যাওয়া ফুটবলারকে । তাঁর সেই কথার ফাঁদেই এদিন পড়লেন হল্যান্ডের খেলোয়াড়েরা ।

Etv Bharat
বিভিন্ন কথায় আগেই ব্যাকফুটে ঠেলে দেন স্পটকিক নিয়ে যাওয়া ফুটবলারকে

ম্যাচের পর মার্টিনেজ বলেন, “আমি শিখেছি যে মাঠে কথা বলতে হয়, সমস্ত কিছুর জবাব দিতে হয় । খেলার আগে ওরা অনেক কথা বলেছিল, এটা আমাকে আরও শক্তিশালী করে তুলেছে ।” বিশেষ করে ভ্যান গাল সম্পর্কে বলতে গিয়ে মার্টিনেজ বলেন, “আমার মনে হয় ওঁর মুখ বন্ধ রাখা দরকার ।” পাশপাশি স্প্যানিশ রেফারি, আন্তোনিও মাতেউ-এর পারফরম্যান্সেরও সমালোচনা করেছেন তিনি ।

হায়দরাবাদ: লা ফাইনালিসিমা ৷ যার পোশাকি নাম কনমেবল-উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্স ৷ শেষবার এই কাপ হাতে তুলেছিলেন এক আর্জেন্তেনীয় ৷ 10 নম্বর ওই জার্সিধারীর নাম ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ চলতি বছর সেই ট্রফি ঘরে তুলেছেন আরেক আর্জেন্তেনীয়, লিওনেল আন্দ্রেস মেসি (Argentina Shootout Star) ৷

কোপা আমেরিকার পর দ্বিতীয় আন্তর্জাতিক টুর্নামেন্টেও নীল-সাদা জার্সির ধ্বজা উড়িয়েছেন ইউরোপীয়ান ক্লাবদুনিয়ার অন্যতম সফল ৷ সেই জয়যাত্রা অব্যাহত কাতার বিশ্বকাপেও (FIFA World Cup 2022) । প্রথম ম্যাচে সৌদির কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে প্রবলভাবে বিশ্বজয়ের দৌড়ে ফিরেছে লা অ্যালবিসেলেস্তা । আর মাত্র দু'টি ম্যাচে পদস্খলন না-হলেই ইতিহাস ছোঁবেন লিয়ো । আর এই যাবতীয় স্বপ্ন দু'হাতে আগলাচ্ছেন নীল-সাদা জার্সির শেষ প্রহরী, এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) ।

Etv Bharat
নক-আউট পর্ব এলেই যেন তেকাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নীল-সাদা জার্সির শেষ প্রহরী

বিশ্বফুটবলে অন্যতম দেশ, সবুজ গালিচায় আলপনা আঁকেন স্বয়ং ফুটবলের জাদুকর । তারমধ্যেও বারবার মুকুটহীন সম্রাটের দাবিদার সেই মার্টিনেজই । নক-আউট পর্ব এলেই যেন তেকাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন লিয়োদের আদরের দিবু । 2021 কোপা আমেরিকার সেমি-ফাইনাল, পেনাল্টি শুট-আউটে আটকে দিয়েছিলেন কলম্বিয়াকে । রুখে দিয়েছিলেন ডাভিনসন সাঞ্চেস, ফার্নান্দো মিনা, আন্দ্রেস করতোনার শট । অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ফাইনালে । তাঁকে ভেদ করতে পারেনি নেইমার'রা ।

Etv Bharat
মার্টিনেজের সেই আধিপত্যই বজায় রইল নেদারল্যান্ডসের বিরুদ্ধেও

মার্টিনেজের সেই আধিপত্যই বজায় রইল নেদারল্যান্ডসের বিরুদ্ধেও । ভার্জিল ভ্যান জিক, স্টিভেন ভার্গুসের শট আটকে তিনিই আর্জেন্তিনার টাইব্রেকার হিরো । 2014 বিশ্বকাপের সেমি-ফাইনালেও কমলা-ঝড় রুখে দিয়েছিল আর্জেন্তিনা । টাইব্রেকারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন সের্জিয়ো রোমেরো । লুসেইল স্টেডিয়ামে সেই স্মৃতিই ফেরালেন মার্টিনেজ ।

আরও পড়ুন: টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে মেসির আর্জেন্তিনা

কিন্তু টাইব্রেকার এলেই কীভাবে ভয়ংকর হয়ে ওঠেন ইমানুয়েল । প্রাক্তন আর্সেনাল স্টারের সতীর্থরা বলেন, প্রতিপক্ষকে পড়ে ফেলেন তিনি । বিভিন্ন কথায় আগেই ব্যাকফুটে ঠেলে দেন স্পটকিক নিয়ে যাওয়া ফুটবলারকে । তাঁর সেই কথার ফাঁদেই এদিন পড়লেন হল্যান্ডের খেলোয়াড়েরা ।

Etv Bharat
বিভিন্ন কথায় আগেই ব্যাকফুটে ঠেলে দেন স্পটকিক নিয়ে যাওয়া ফুটবলারকে

ম্যাচের পর মার্টিনেজ বলেন, “আমি শিখেছি যে মাঠে কথা বলতে হয়, সমস্ত কিছুর জবাব দিতে হয় । খেলার আগে ওরা অনেক কথা বলেছিল, এটা আমাকে আরও শক্তিশালী করে তুলেছে ।” বিশেষ করে ভ্যান গাল সম্পর্কে বলতে গিয়ে মার্টিনেজ বলেন, “আমার মনে হয় ওঁর মুখ বন্ধ রাখা দরকার ।” পাশপাশি স্প্যানিশ রেফারি, আন্তোনিও মাতেউ-এর পারফরম্যান্সেরও সমালোচনা করেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.