মিয়ামি, 22 জুলাই: ইন্টার মিয়ামির হয়ে স্বপ্নের অভিষেক হল লিওনেল মেসির ৷ ম্যাচের ইনজুরি টাইমের 94 মিনিটে অসাধারণ ফ্রি-কিকে গোল করে দলকে জয়ে এনে দিলেন মেসি ৷ লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্রুজ আজুলকে 2-1 গোলে হারাল ইন্টার মিয়ামি ৷ উল্লেখ্য, অভিষেক ম্যাচে পরিবর্ত হিসেবে এ দিন মাঠে নামেন এলএম 10 ৷ ম্যাচের 55 মিনিটে মার্কিন ফরওয়ার্ড বেঞ্জামিন ক্রেমাসচির পরিবর্ত হিসেবে মাঠে আসেন ৷ উল্লেখ্য, মাঠে নামতেই মেসির হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ড তুলে দেওয়া হয় ৷
এতদিন মেসি ম্যাজিকে মেতেছিল ইউরোপিয়ান ফুটবল ৷ এবার 10 নম্বর জার্সির বাঁ-পায়ের জাদু দেখার সুযোগ পেল মার্কিন সকার লিগ ৷ মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির হয়ে ভারতীয় সময় শনিবার সকাল 6টার কিছুক্ষণ পর অভিষেক করলেন 35 বছরের লিওনেল মেসি ৷ আর অভিষেকের মেসি ম্যাজিকে মাতলেন ইন্টার মিয়ামির সমর্থকরা ৷ তবে, শুধু ইন্টার মিয়ামি নয় ৷ প্রতিপক্ষ ক্রুজ আজুলের সমর্থকদেরও দেখা গেল, মেসির গোলের পর উচ্ছ্বাস করতে ৷
-
El primer gol de Messi con Inter Miami 🤯🤯👏👏
— Inter Miami CF (@InterMiamiCF) July 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Messi scores in his first match with the club to give us the lead in the 94th minute. pic.twitter.com/pI7bYjEK63
">El primer gol de Messi con Inter Miami 🤯🤯👏👏
— Inter Miami CF (@InterMiamiCF) July 22, 2023
Messi scores in his first match with the club to give us the lead in the 94th minute. pic.twitter.com/pI7bYjEK63El primer gol de Messi con Inter Miami 🤯🤯👏👏
— Inter Miami CF (@InterMiamiCF) July 22, 2023
Messi scores in his first match with the club to give us the lead in the 94th minute. pic.twitter.com/pI7bYjEK63
এদিন লিগস কাপের ম্যাচের শুরুতে মেসিকে নামাননি কোচ জেরার্দো মার্তিনো ৷ ম্যাচের প্রথমার্ধে 44 মিনিটে রবার্ট টেলরের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি ৷ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার 10 মিনিট পরেই তিনটি পরিবর্তন করে ফেলেন জেরার্দো মার্তিনো ৷ 55 মিনিটে লিওনেল মেসিকে মাঠে নামান তিনি ৷ মেসির বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটসও ইন্টার মিয়ামির হয়ে অভিষেক করলেন ৷ মেসির সঙ্গেই তিনি মাঠে নামেন পরিবর্ত হিসেবে ৷ শুরুতে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না মেসি ৷
মেসি কেন্দ্রীক আক্রমণে কিছুটা পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি ৷ সেই সুযোগে ক্রুজ আজুলের হয়ে ম্যাচের 65 মিনিটে সমতা ফেরান উরিয়েল আনতুনা ৷ তবে, ম্যাচের শেষ 10 মিনিটে জ্বলে ওঠেন মেসি ৷ একের পর এক আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্সকে নাজেহাল করে দেন তিনি ৷ আর তাতেই ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পেয়ে যায় ইন্টার মিয়ামি ৷ আর্জেন্তাইন মহাতারকাই নিজে ফ্রি-কিক নেন ৷ তাঁর বাঁ-পায়ের শট ক্রুজ আজুলের মানব-প্রাচীরকে ভেদ করে বাঁদিকের গোল পোস্টের গা ঘেষে জালে জড়িয়ে যায় ৷
আরও পড়ুন: নয়া সূচনা! ইন্টার মিয়ামির হয়ে প্রথম অনুশীলনে নামলেন মেসি
লিও মেসির এই অসাধারণ ফ্রি-কিকে সম্পূর্ণ ফোর্ট লডারডেল উল্লাসে ফেটে পড়ে ৷ এদিন পুরো স্টেডিয়াম গোলাপি আভায় ছেয়ে গিয়েছিল ৷ আর নিজের এই অসাধারণ অভিষেক ম্যাচ নিয়ে মেসি জানান, "আমি শুধু গোলের দিকে দেখছিলাম সেই মুহূর্তে ৷ আমি জানতাম ম্যাচের শেষ মিনিটে আমাকে গোল করতেই হবে ৷ এই জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷ আগামী দিনে এই জয় থেকে আমাদের এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসী জোগাবে ৷" আর মেসির এই গোল এবং তার সুবাদে আসা জয় নিয়ে ক্লাবের চেয়ারপার্সন ডেভিড বেকহ্যাম জানালেন, এই জয়টা এবং মাঠে তৈরি হওয়া মুহূর্তটা এই দেশ এবং লিগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ আর এটা ইন্টার মিয়ামির জন্য খুবই গর্বের মুহূর্তও বটে ৷