দোহা, 9 ডিসেম্বর: মেসি বনাম ভার্গিল ভ্যান ডাইক ৷ সবচেয়ে অল্প বয়সী কোচ বনাম বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে অভিজ্ঞ কোচ ৷ লাতিন আমেরিকান শিল্প বনাম ইউরোপিয়ান আগ্রাসন ৷ আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডস ৷ আজ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে কোয়ার্টার ফাইনালে নামছে এই দুই দেশ ৷ বলা হচ্ছে এটি এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ও কঠিন ম্যাচ হতে চলেছে (Leonel Messi resumes World Cup quest as Argentina plays Netherlands) ৷ সেই ম্যাচ জিতলে বিশ্বকাপ ট্রফির আরও এক ধাপ কাছে চলে যাবেন লিওনেল মেসি ৷
7 বার ব্যালন ডি’অর জেতা মহাতারকা তাঁর কাঙ্খিত বিশ্বকাপ ট্রফি হাতে তোলার থেকে আর তিন ম্যাচ দূরে ৷ কিন্তু, টুর্নামেন্ট যত এগিয়ে আসছে, তত সেই ট্রফি জয়ের লড়াই কঠিন হয়ে উঠছে ৷ আজ ভারতীয় সময় রাত সাড়ে 12টায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি ৷ বিশেষজ্ঞদের মতে, তাঁর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর পথে আজ বাধা হতে পারেন দু’জন ফুটবলার ৷ একজন ভ্যান ডাইক (Van Dijk) ৷ গত পাঁচ বছরের বিশ্ব ফুটবলে সেরা ডিফেন্ডার বলা হয় ভ্যান ডাইককে ৷
লিওনেল মেসির অসাধারণ ফুটবল শৈলী এবং ড্রিবলকে যদি কেউ প্রতিহত করতে পারেন তবে তা এই ডাচ ডিফেন্ডার পারবেন বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের ৷ লিভারপুলে খেলা এই সেন্টার ব্যাকের ম্যাচ রিডিংয়ের পারদর্শিতা নিয়ে কাও সন্দেহ নেই ৷ ফলে মেসির গোল করতে ও করাতে ভার্গিল ভ্যান ডাইকের বাধা অতিক্রম করতে হবে ৷
আরও পড়ুন: তাঁকে ছাড়াই জিততে শিখেছে দল, কোয়ার্টারেও হয়তো রোনাল্ডোহীন পর্তুগাল একাদশ
আর দ্বিতীয় জন নেদারল্যান্ডস দলের মাথা, কোচ লুইস ভ্যান গাল (Louis van Gal) ৷ 71 বছরের ডাচ কোচের ফুটবল জ্ঞান এবং রণকৌশলকে বিশ্বের তাবড় ফুটবলার এবং কোচেরাও সমীহ করেন ৷ গত 26 বছরের কোচিং কেরিয়ারে তাঁর রণকৌশল দিয়ে তাবড় দল ও মহাতারকাদের আটকে দিয়েছেন ভ্যান গাল ৷ তাই মেসির বিরুদ্ধে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ হত একাধিক পরিকল্পনাও থাকতে পারে তাঁর আস্তিনে ৷ ফলে আজকের ম্যাচ আর্জেন্তিনাকে জিততে হলে, একা মেসিকে দিয়ে তা হবে না ৷ সেখানে মাঠের বাকি 10 ফুটবলারকেও সমান অবদান রাখতে হবে ৷