ETV Bharat / sports

Leo Messi Nets Five Goals : আর্জেন্তিনার হয়ে প্রথম পাঁচ গোল মেসির, পেলেকে ছাপিয়ে উঠে এলেন দু'নম্বরে

আর্জেন্টিনার প্রথম ফুটবলার হিসাবে একই ম্যাচে পাঁচ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি (Leo Messi Nets Five Goals for Argentina Against Estonia in FIFA Friendly) ৷ ফিফা ফ্রেন্ডলিতে এস্তোনিয়াকে (Argentina vs Estonia) 5-0 গোলে হারিয়েছে লাতিন আমেরিকা চ্যাম্পিয়নরা ৷

Leo Messi Nets Five Goals for Argentina Against Estonia in FIFA Friendly
Leo Messi Nets Five Goals for Argentina Against Estonia in FIFA Friendly
author img

By

Published : Jun 6, 2022, 12:06 PM IST

Updated : Jun 6, 2022, 1:05 PM IST

মাদ্রিদ, 6 জুন : এস্তোনিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে গোলের বন্যা আর্জেন্তিনার ৷ 5-0 গোলে এস্তোনিয়াকে (Argentina vs Estonia) দুরমুশ করল লাতিন আমেরিকার সেরা দল ৷ সৌজন্যে লিওনেল আন্দ্রেস মেসি । সবক’টি গোলই এসেছে তাঁর (Leo Messi) পা থেকে (Leo Messi Nets Five Goals for Argentina Against Estonia in FIFA Friendly) ৷ মেসির পায়ের জাদুতে পুরো ম্যাচে একপ্রকার ছিন্নভিন্ন প্রতিপক্ষ ৷ পাঁচ গোল করার পাশাপাশি জাতীয় দল ও ক্লাব মিলিয়ে কেরিয়ারে সর্বাধিক গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন মেসি ৷ কেরিয়ারে আপাতত তাঁর গোল সংখ্যা 769 ৷ যেখানে পেলের নামের পাশে রয়েছে 767টি গোল ৷

শুধু পেলেকে টপকে যাওয়া নয় ৷ আর্জেন্টিনার হয়ে একই ম্যাচে পাঁচ-পাঁচবার গোল করা প্রথম ফুটবলার হলেন মেসি ৷ এই মুহূর্তে সর্বাধিক গোলের নিরিখে মেসির আগে কেবল রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ড ৷ যিনি গতকাল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 2 টি গোল করেছেন ৷ সেই সঙ্গে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে 813 গোল করেছেন তিনি ৷

অন্যদিকে, এস্তোনিয়ার বিরুদ্ধে ম্যাচের 8 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন মেসি ৷ এরপর প্রথমার্ধের শেষ মিনিটে আরও একটি গোল করে আর্জেন্টিনাকে 2-0 গোলে এগিয়ে দেন লিও ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে একা মেসির কাছেই পর্যুদস্ত হতে হয় অনভিজ্ঞ এস্তোনিয়াকে ৷ 47 মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন মেসি ৷ এর পর 71 ও 76 মিনিটে চতুর্থ ও পঞ্চম গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন মেসি ৷ এদিনের পর আর্জেন্টিনার হয়ে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল 86 ৷

আরও পড়ুন : Wales Qualified for Qatar : চৌষট্টি বছরের আগল ভেঙে বিশ্বকাপে ওয়েলস

এদিন ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনার বিরুদ্ধে এস্তোনিয়ার বল পজেশন ছিল মাত্র 21 শতাংশ ৷ যেখানে আর্জেন্টিনার ফুটবলাররা 918টি পাস খেলেছেন, সেখানে এস্তোনিয়ার পাসের সংখ্যা মাত্র 240 টি ৷

মাদ্রিদ, 6 জুন : এস্তোনিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে গোলের বন্যা আর্জেন্তিনার ৷ 5-0 গোলে এস্তোনিয়াকে (Argentina vs Estonia) দুরমুশ করল লাতিন আমেরিকার সেরা দল ৷ সৌজন্যে লিওনেল আন্দ্রেস মেসি । সবক’টি গোলই এসেছে তাঁর (Leo Messi) পা থেকে (Leo Messi Nets Five Goals for Argentina Against Estonia in FIFA Friendly) ৷ মেসির পায়ের জাদুতে পুরো ম্যাচে একপ্রকার ছিন্নভিন্ন প্রতিপক্ষ ৷ পাঁচ গোল করার পাশাপাশি জাতীয় দল ও ক্লাব মিলিয়ে কেরিয়ারে সর্বাধিক গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন মেসি ৷ কেরিয়ারে আপাতত তাঁর গোল সংখ্যা 769 ৷ যেখানে পেলের নামের পাশে রয়েছে 767টি গোল ৷

শুধু পেলেকে টপকে যাওয়া নয় ৷ আর্জেন্টিনার হয়ে একই ম্যাচে পাঁচ-পাঁচবার গোল করা প্রথম ফুটবলার হলেন মেসি ৷ এই মুহূর্তে সর্বাধিক গোলের নিরিখে মেসির আগে কেবল রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ড ৷ যিনি গতকাল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 2 টি গোল করেছেন ৷ সেই সঙ্গে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে 813 গোল করেছেন তিনি ৷

অন্যদিকে, এস্তোনিয়ার বিরুদ্ধে ম্যাচের 8 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন মেসি ৷ এরপর প্রথমার্ধের শেষ মিনিটে আরও একটি গোল করে আর্জেন্টিনাকে 2-0 গোলে এগিয়ে দেন লিও ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে একা মেসির কাছেই পর্যুদস্ত হতে হয় অনভিজ্ঞ এস্তোনিয়াকে ৷ 47 মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন মেসি ৷ এর পর 71 ও 76 মিনিটে চতুর্থ ও পঞ্চম গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন মেসি ৷ এদিনের পর আর্জেন্টিনার হয়ে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল 86 ৷

আরও পড়ুন : Wales Qualified for Qatar : চৌষট্টি বছরের আগল ভেঙে বিশ্বকাপে ওয়েলস

এদিন ফিফা ফ্রেন্ডলিতে আর্জেন্টিনার বিরুদ্ধে এস্তোনিয়ার বল পজেশন ছিল মাত্র 21 শতাংশ ৷ যেখানে আর্জেন্টিনার ফুটবলাররা 918টি পাস খেলেছেন, সেখানে এস্তোনিয়ার পাসের সংখ্যা মাত্র 240 টি ৷

Last Updated : Jun 6, 2022, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.