ETV Bharat / sports

Tulsidas Balaram Passes Away: ভারতীয় ফুটবলে ফের নক্ষত্রপতন, প্রয়াত তুলসীদাস বলরাম - প্রয়াত তুলসীদাস বলরাম

87 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তুলসীদাস বলরাম ৷ দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন ইস্টবেঙ্গেলের ঘরের ছেলে ৷ এদিন কলকাতার এক বেসরকারী হাসপাতালে জীবনাবসান হয় ভারতীয় ফুটবলের কিংবদন্তির (Tulsidas Balaram passes away) ৷

Tulsidas Balaram Passes Away
প্রয়াত তুলসীদাস বলরাম
author img

By

Published : Feb 16, 2023, 3:41 PM IST

Updated : Feb 16, 2023, 4:22 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী এবং তুলসীদাস বলরাম ৷ ভারতীয় ফুটবলের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রথম দু'জন চলে গিয়েছিলেন আগেই ৷ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তৃতীয়জনও ৷ কিডনির অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই ৷ এদিন 87 বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি তুলসীদাস বলরাম (Tulsidas Balaram passes away at 87) ৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে থামল বলরামের জীবনযুদ্ধ ৷

নিজামের শহর হায়দরাবাদ থেকে কলকাতায় এসে ভারতীয় ফুটবলে দিকপাল হয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে তুলসাীদাস বলরাম অগ্রগণ্য ৷ 1956 মেলবোর্ন অলিম্পিকসে সেমিফাইনালে পৌঁছনো ভারতীয় দলের শেষ জীবিত সদস্য ছিলেন তিনি ৷ সেকেন্দ্রাবাদে জন্মগ্রহণ করা ভারতীয় ফুটবলের এই নক্ষত্র এরাজ্যের হয়ে তিনবার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য হয়েছেন ৷ 1958-59 বাংলার হয়ে প্রথম সন্তোষ ট্রফি জয়ের আগে যদিও হায়দরাবাদের হয়েও সন্তোষ জিতেছেন তিনি, যা বিরল নজির ৷

1956 পর 1960 রোম অলিম্পিকসেও ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি ৷ তবে জাতীয় দলের জার্সিতে তুলসীদাস বলরামের সবচেয়ে বড় সাফল্য 1962 জাকার্তা এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি ৷ ওই বছরই অর্জুন সম্মানে ভূষিত হন বলরাম ৷ অন্যদিকে ক্লাব ফুটবলের কথা বলতে গেলে তাঁকে ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' বললে কোনওভাবেই অত্যুক্তি করা হয় না ৷ লাল-হলুদে পঞ্চপাণ্ডবের যুগ শেষ হওয়ার পর 1955 সালে জ্যোতিষ গুহ তাঁকে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসেন ৷

  • We are numbed by the passing of #IndianFootball and Club legend Tulsidas Balaram, who breathed his last in at the age of 86 in Kolkata this afternoon.

    Our deepest condolences go out to his family, friends and numerous fans. 🙏 pic.twitter.com/65tiIZAjHU

    — East Bengal FC (@eastbengal_fc) February 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মণিপুরের বিরুদ্ধে লজ্জার হার, সন্তোষে কার্যত বিদায় বাংলার

সাত বছরে লাল-হলুদ জার্সিতে তিনি সবক'টি ট্রফি জিতেছেন ৷ ইস্টবেঙ্গলের হয়ে তাঁর গোলসংখ্যা 104 ৷ কিন্তু মাতৃসম সেই ক্লাবে যেন মৃত্যুর পর তাঁর দেহ না যায়, আত্মজীবনীতে জানিয়েছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ৷ 1963 সালে ইস্টবেঙ্গল ছেড়ে চাকরি সূত্রে বিএনআরে যোগ দিয়েছিলেন তিনি ৷ পরের বছর শারীরিক অসুস্থতার কারণে বিএনআর থেকেই বুটজোড়া তুলে রাখেন তিনি ৷ তবে বাংলাই তাঁর স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছিল ৷ থাকতেন হুগলির উত্তরাপাড়ায় ৷ সবমিলিয়ে তুলসীদাস বলরামের প্রয়াণে আরও একটু অনাথ হল ভারতীয় ফুটবল ৷

কলকাতা, 16 ফেব্রুয়ারি: পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী এবং তুলসীদাস বলরাম ৷ ভারতীয় ফুটবলের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রথম দু'জন চলে গিয়েছিলেন আগেই ৷ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তৃতীয়জনও ৷ কিডনির অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই ৷ এদিন 87 বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি তুলসীদাস বলরাম (Tulsidas Balaram passes away at 87) ৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে থামল বলরামের জীবনযুদ্ধ ৷

নিজামের শহর হায়দরাবাদ থেকে কলকাতায় এসে ভারতীয় ফুটবলে দিকপাল হয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে তুলসাীদাস বলরাম অগ্রগণ্য ৷ 1956 মেলবোর্ন অলিম্পিকসে সেমিফাইনালে পৌঁছনো ভারতীয় দলের শেষ জীবিত সদস্য ছিলেন তিনি ৷ সেকেন্দ্রাবাদে জন্মগ্রহণ করা ভারতীয় ফুটবলের এই নক্ষত্র এরাজ্যের হয়ে তিনবার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য হয়েছেন ৷ 1958-59 বাংলার হয়ে প্রথম সন্তোষ ট্রফি জয়ের আগে যদিও হায়দরাবাদের হয়েও সন্তোষ জিতেছেন তিনি, যা বিরল নজির ৷

1956 পর 1960 রোম অলিম্পিকসেও ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি ৷ তবে জাতীয় দলের জার্সিতে তুলসীদাস বলরামের সবচেয়ে বড় সাফল্য 1962 জাকার্তা এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি ৷ ওই বছরই অর্জুন সম্মানে ভূষিত হন বলরাম ৷ অন্যদিকে ক্লাব ফুটবলের কথা বলতে গেলে তাঁকে ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' বললে কোনওভাবেই অত্যুক্তি করা হয় না ৷ লাল-হলুদে পঞ্চপাণ্ডবের যুগ শেষ হওয়ার পর 1955 সালে জ্যোতিষ গুহ তাঁকে ইস্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসেন ৷

  • We are numbed by the passing of #IndianFootball and Club legend Tulsidas Balaram, who breathed his last in at the age of 86 in Kolkata this afternoon.

    Our deepest condolences go out to his family, friends and numerous fans. 🙏 pic.twitter.com/65tiIZAjHU

    — East Bengal FC (@eastbengal_fc) February 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মণিপুরের বিরুদ্ধে লজ্জার হার, সন্তোষে কার্যত বিদায় বাংলার

সাত বছরে লাল-হলুদ জার্সিতে তিনি সবক'টি ট্রফি জিতেছেন ৷ ইস্টবেঙ্গলের হয়ে তাঁর গোলসংখ্যা 104 ৷ কিন্তু মাতৃসম সেই ক্লাবে যেন মৃত্যুর পর তাঁর দেহ না যায়, আত্মজীবনীতে জানিয়েছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ৷ 1963 সালে ইস্টবেঙ্গল ছেড়ে চাকরি সূত্রে বিএনআরে যোগ দিয়েছিলেন তিনি ৷ পরের বছর শারীরিক অসুস্থতার কারণে বিএনআর থেকেই বুটজোড়া তুলে রাখেন তিনি ৷ তবে বাংলাই তাঁর স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছিল ৷ থাকতেন হুগলির উত্তরাপাড়ায় ৷ সবমিলিয়ে তুলসীদাস বলরামের প্রয়াণে আরও একটু অনাথ হল ভারতীয় ফুটবল ৷

Last Updated : Feb 16, 2023, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.