ETV Bharat / sports

Lakshya Sen BWF Ranking : অলিম্পিক সোনাজয়ীকে হারিয়ে বিশ্ব ব়্যাংকিংয়ে বড়সড় লাফ লক্ষ্যর

author img

By

Published : Mar 15, 2022, 8:50 PM IST

সম্প্রতি জার্মান ওপেনে লক্ষ্যভেদ না-হলেও প্রত্য়াশাকে ছাপিয়ে গিয়েছেন লক্ষ্য সেন ৷ আর এই পারফরম্যান্সের জেরে ব়্যাংকিংয়ে এবার বড়সড় লাফ দিলেন উত্তরাখণ্ডের শাটলার (Lakshya Sen climbs a spot to 11th in latest BWF rankings) ৷

BWF Rankings
অলিম্পিক সোনাজয়ীকে হারিয়ে বিশ্ব ব়্যাংকিংয়ে বড়সড় লাফ লক্ষ্যর

নয়াদিল্লি, 15 মার্চ : শেষ কয়েকমাসে আন্তর্জাতিক স্তরে সাফল্যকে সঙ্গী করে ব়্যাংকিংয়ে উথ্থান জারি রেখেছিলেন তিনি ৷ সম্প্রতি জার্মান ওপেনে লক্ষ্যভেদ না-হলেও প্রত্য়াশাকে ছাপিয়ে গিয়েছেন লক্ষ্য সেন ৷ আর এই পারফরম্যান্সের জেরে ব়্যাংকিংয়ে এবার বড়সড় লাফ দিলেন উত্তরাখণ্ডের শাটলার ৷ মঙ্গলবার প্রকাশিত ক্রমতালিকায় একাদশতম স্থানে উঠে এলেন লক্ষ্য (Lakshya Sen climbs a spot to 11th in latest BWF rankings), যা তাঁর কেরিয়ারের সেরা তো বটেই, পাশাপাশি লক্ষ্যর এই উত্থানে পিছিয়ে পড়লেন কিদাম্বি শ্রীকান্ত, বি সাই প্রণীথরাও ৷

মহিলাদের ব়্যাংকিংয়ে সপ্তমস্থান ধরে রেখেছেন দু'বারের অলিম্পিক পদকজয়ী পুসারলা ভেঙ্কট সিন্ধু (PV Sindu retains her spot in top 10) ৷ তবে এদিনের প্রকাশিত ব়্যাংকিংয়ে সমস্ত স্পটলাইট লক্ষ্যর দিকেই ৷ নয়া ব়্যাংকিংয়ে 70,086 পয়েন্ট সংগ্রহ করে একাদশতম স্থানে রয়েছেন বছর কুড়ির শাটলার ৷ এক ধাপ পিছনে দেশের আরেক তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত ৷ এক ধাপ পিছিয়ে গিয়ে নতুন ক্রমতালিকায় 19তম স্থানে বি সাই প্রণীত ৷

দিনকয়েক আগে অলিম্পিকে সোনাজয়ী ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে জার্মান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন লক্ষ্য ৷ যদিও ফাইনালে হেরে খেতাবের স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর ৷ মনে করা হচ্ছে জার্মান ওপেনে খেতাব জিততে পারলে প্রথম দশে প্রবেশ করে যেতেন উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন তারকা ৷

আরও পড়ুন : ফাইনালে 'লক্ষ্যভ্রষ্ট' লক্ষ্য সেন, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে

যদিও ব়্যাংকিং শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছেন ড্যানিশ তারকা অ্যাক্সেলসেন ৷ দ্বিতীয় এবং তৃতীয়স্থানে যথাক্রমে জাপানের কেন্তো মোমোতা এবং আরেক ড্যানিশ প্লেয়ার ডেন আন্তোনসেন ৷ মহিলাদের ব়্যাংকিংয়ে নিজের জায়গা ধরে রাখা সিন্ধুর ঝুলিতে 90,994 পয়েন্ট ৷ অনেক পিছিয়ে 28তম স্থানে সাইনা নেহওয়াল ৷

নয়াদিল্লি, 15 মার্চ : শেষ কয়েকমাসে আন্তর্জাতিক স্তরে সাফল্যকে সঙ্গী করে ব়্যাংকিংয়ে উথ্থান জারি রেখেছিলেন তিনি ৷ সম্প্রতি জার্মান ওপেনে লক্ষ্যভেদ না-হলেও প্রত্য়াশাকে ছাপিয়ে গিয়েছেন লক্ষ্য সেন ৷ আর এই পারফরম্যান্সের জেরে ব়্যাংকিংয়ে এবার বড়সড় লাফ দিলেন উত্তরাখণ্ডের শাটলার ৷ মঙ্গলবার প্রকাশিত ক্রমতালিকায় একাদশতম স্থানে উঠে এলেন লক্ষ্য (Lakshya Sen climbs a spot to 11th in latest BWF rankings), যা তাঁর কেরিয়ারের সেরা তো বটেই, পাশাপাশি লক্ষ্যর এই উত্থানে পিছিয়ে পড়লেন কিদাম্বি শ্রীকান্ত, বি সাই প্রণীথরাও ৷

মহিলাদের ব়্যাংকিংয়ে সপ্তমস্থান ধরে রেখেছেন দু'বারের অলিম্পিক পদকজয়ী পুসারলা ভেঙ্কট সিন্ধু (PV Sindu retains her spot in top 10) ৷ তবে এদিনের প্রকাশিত ব়্যাংকিংয়ে সমস্ত স্পটলাইট লক্ষ্যর দিকেই ৷ নয়া ব়্যাংকিংয়ে 70,086 পয়েন্ট সংগ্রহ করে একাদশতম স্থানে রয়েছেন বছর কুড়ির শাটলার ৷ এক ধাপ পিছনে দেশের আরেক তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত ৷ এক ধাপ পিছিয়ে গিয়ে নতুন ক্রমতালিকায় 19তম স্থানে বি সাই প্রণীত ৷

দিনকয়েক আগে অলিম্পিকে সোনাজয়ী ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে জার্মান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন লক্ষ্য ৷ যদিও ফাইনালে হেরে খেতাবের স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর ৷ মনে করা হচ্ছে জার্মান ওপেনে খেতাব জিততে পারলে প্রথম দশে প্রবেশ করে যেতেন উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন তারকা ৷

আরও পড়ুন : ফাইনালে 'লক্ষ্যভ্রষ্ট' লক্ষ্য সেন, রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে

যদিও ব়্যাংকিং শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছেন ড্যানিশ তারকা অ্যাক্সেলসেন ৷ দ্বিতীয় এবং তৃতীয়স্থানে যথাক্রমে জাপানের কেন্তো মোমোতা এবং আরেক ড্যানিশ প্লেয়ার ডেন আন্তোনসেন ৷ মহিলাদের ব়্যাংকিংয়ে নিজের জায়গা ধরে রাখা সিন্ধুর ঝুলিতে 90,994 পয়েন্ট ৷ অনেক পিছিয়ে 28তম স্থানে সাইনা নেহওয়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.