ETV Bharat / state

আরও ভয়াবহ বন্যা পরিস্থিতি! একাধিক ট্রেন বাতিল করল পূর্বরেল - Train Cancelletion - TRAIN CANCELLETION

Eastern Railway Cancellation Several Train on Jamalpur Bhagalpur Division: রাজ্যজুড়ে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি ৷ এর মধ্যে গঙ্গার জলস্তর বৃদ্ধির জন্য বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্বরেল ৷ বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Train Cancel
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 7:49 PM IST

Updated : Sep 22, 2024, 9:15 PM IST

হাওড়া, 22 সেপ্টেম্বর: গঙ্গার জলস্তর বৃদ্ধির জন্য আগাম সতর্কতা অবলম্বন করল পূর্বরেল ৷ দুর্ঘটনা এড়াতে জামালপুর-ভাগলপুর বিভাগের রতনপুর ও বারিয়ারপুর 195 নম্বর রেলসেতুতে গঙ্গার জলস্তর 30 মিলিমিটার বৃদ্ধির জন্য ওই সেতুর আপ ও ডাউন দুই লাইনেই একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্বরেল ।

বাতিল হওয়া ট্রেনের তালিকা :

13016 / 13015 জামালপুর-হাওড়া-জামালপুর এক্সপ্রেস

13333 / 13334 পটনা-দুমকা-পটনা এক্সপ্রেস

13401 / 13402 ভাগলপুর-দানাপুর-ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস

05573 / 05574 সারায়গড়-দেওঘর-সারায়গড় এক্সপ্রেস

03406 / 03405 জামালপুর-ভাগলপুর-জামালপুর প্যাসেঞ্জার

05416/ 05415 জামালপুর-সাহেবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার

05408 জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার

03460 / 03459 জামালপুর-ভাগলপুর-জামালপুর স্পেশাল

03433 / 03434 জামালপুর-কিউল-জামালপুর মেমু এক্সপ্রেস

ঘুরপথে চলা ট্রেনের তালিকা :

12367 ভাগলপুর-আনন্দ বিহার এক্সপ্রেস বাঁকা-জসিডি হয়ে চলবে ।

13241 বাঁকা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাঁকা-জসিডি হয়ে চলবে ।

22311 গোড্ডা-লোকমান্য তিলক এক্সপ্রেস দুমকা-জসিডি হয়ে চলবে ।

08601 / 08602 রাঁচি-ভাগলপুর-রাঁচি পরীক্ষা স্পেশাল সাঁইথিয়া-রামপুরহাট-বারহারওয়া-ভাগলপুর হয়ে চলবে ।

13024 গয়া-হাওড়া এক্সপ্রেস কিউল-ঝাঝা-আসানসোল হয়ে চলবে ।

03413 মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস কাটিহার-বারাউনি হয়ে চলবে ।

13424 আজমের-ভাগলপুর এক্সপ্রেস ঝাঝা-জসিডি-বাঁকা হয়ে চলবে ।

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা :

18604 গোড্ডা-রাঁচি এক্সপ্রেস জামালপুর পর্যন্ত চলবে ।

15554 জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস বারাউনি পর্যন্ত চলবে ।

15553 ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস বারাউনি পর্যন্ত চলবে ।

13419 ভাগলপুর-মুজফ্ফরপুর এক্সপ্রেস সমস্তিপুর পর্যন্ত চলবে ।

13410 কিউল-মালদা টাউন এক্সপ্রেস সুলতানগঞ্জ পর্যন্ত চলবে ।

13072 জামালপুর-হাওড়া এক্সপ্রেস ভাগলপুর পর্যন্ত চলবে ।

03431 / 03432 সাহেবগঞ্জ-জামালপুর-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার ভাগলপুর পর্যন্ত চলবে ।

05407 রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার সাহেবগঞ্জ পর্যন্ত চলবে ।

13031 হাওড়া-জয়নগর এক্সপ্রেস কাহলগাঁও পর্যন্ত চলবে ।

13032 জয়নগর-হাওড়া এক্সপ্রেস কাহলগাঁও পর্যন্ত চলবে ।

হাওড়া, 22 সেপ্টেম্বর: গঙ্গার জলস্তর বৃদ্ধির জন্য আগাম সতর্কতা অবলম্বন করল পূর্বরেল ৷ দুর্ঘটনা এড়াতে জামালপুর-ভাগলপুর বিভাগের রতনপুর ও বারিয়ারপুর 195 নম্বর রেলসেতুতে গঙ্গার জলস্তর 30 মিলিমিটার বৃদ্ধির জন্য ওই সেতুর আপ ও ডাউন দুই লাইনেই একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্বরেল ।

বাতিল হওয়া ট্রেনের তালিকা :

13016 / 13015 জামালপুর-হাওড়া-জামালপুর এক্সপ্রেস

13333 / 13334 পটনা-দুমকা-পটনা এক্সপ্রেস

13401 / 13402 ভাগলপুর-দানাপুর-ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস

05573 / 05574 সারায়গড়-দেওঘর-সারায়গড় এক্সপ্রেস

03406 / 03405 জামালপুর-ভাগলপুর-জামালপুর প্যাসেঞ্জার

05416/ 05415 জামালপুর-সাহেবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার

05408 জামালপুর-রামপুরহাট প্যাসেঞ্জার

03460 / 03459 জামালপুর-ভাগলপুর-জামালপুর স্পেশাল

03433 / 03434 জামালপুর-কিউল-জামালপুর মেমু এক্সপ্রেস

ঘুরপথে চলা ট্রেনের তালিকা :

12367 ভাগলপুর-আনন্দ বিহার এক্সপ্রেস বাঁকা-জসিডি হয়ে চলবে ।

13241 বাঁকা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাঁকা-জসিডি হয়ে চলবে ।

22311 গোড্ডা-লোকমান্য তিলক এক্সপ্রেস দুমকা-জসিডি হয়ে চলবে ।

08601 / 08602 রাঁচি-ভাগলপুর-রাঁচি পরীক্ষা স্পেশাল সাঁইথিয়া-রামপুরহাট-বারহারওয়া-ভাগলপুর হয়ে চলবে ।

13024 গয়া-হাওড়া এক্সপ্রেস কিউল-ঝাঝা-আসানসোল হয়ে চলবে ।

03413 মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস কাটিহার-বারাউনি হয়ে চলবে ।

13424 আজমের-ভাগলপুর এক্সপ্রেস ঝাঝা-জসিডি-বাঁকা হয়ে চলবে ।

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা :

18604 গোড্ডা-রাঁচি এক্সপ্রেস জামালপুর পর্যন্ত চলবে ।

15554 জয়নগর-ভাগলপুর এক্সপ্রেস বারাউনি পর্যন্ত চলবে ।

15553 ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস বারাউনি পর্যন্ত চলবে ।

13419 ভাগলপুর-মুজফ্ফরপুর এক্সপ্রেস সমস্তিপুর পর্যন্ত চলবে ।

13410 কিউল-মালদা টাউন এক্সপ্রেস সুলতানগঞ্জ পর্যন্ত চলবে ।

13072 জামালপুর-হাওড়া এক্সপ্রেস ভাগলপুর পর্যন্ত চলবে ।

03431 / 03432 সাহেবগঞ্জ-জামালপুর-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার ভাগলপুর পর্যন্ত চলবে ।

05407 রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার সাহেবগঞ্জ পর্যন্ত চলবে ।

13031 হাওড়া-জয়নগর এক্সপ্রেস কাহলগাঁও পর্যন্ত চলবে ।

13032 জয়নগর-হাওড়া এক্সপ্রেস কাহলগাঁও পর্যন্ত চলবে ।

Last Updated : Sep 22, 2024, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.