ETV Bharat / sports

Kylian Mbappe: আল-হিলালের প্রস্তাবে মশকরা এনবিএ তারকার, পোস্ট শেয়ার করে অট্টহাসি এমবাপের - Giannis Antetokounmpo Humor on Al Hilal

Giannis Antetokounmpo Humor on Al-Hilal: কিলিয়ান এমবাপের বদলে তাঁকে সই করাবে কি আল-হিলাল ? সোশাল মিডিয়ায় এমবাপেকে দেওয়া রেকর্ড মূল্যের প্রস্তাব নিয়ে মশকরা করলেন এনবিএ প্লেয়ার জিয়ানিস আন্তেতোকউনমপো ৷ যে পোস্ট দেখে হাসিতে ফেটে পড়লেন স্বয়ং কিলিয়ান এমবাপে ৷

Kylian Mbappe ETV BHARAT
Kylian Mbappe
author img

By

Published : Jul 25, 2023, 5:50 PM IST

প্যারিস, 25 জুলাই: তাঁকেও কিলিয়ান এমবাপের মতোই দেখতে ৷ তাহলে কি তাঁকে সই করাবে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ? ফরাসি স্ট্রাইকারকে সৌদি আরবের ক্লাবের বছরে সাত’শো মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে, এভাবেই মশকরা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন প্লেয়ার জিয়ানিস আন্তেতোকউনমপোর ৷ আর সেই পোস্ট শেয়ার করে অট্টহাসি এমবাপের ৷ ফরাসি ফুটবলার এবং মার্কিন বাস্কেটবল প্লেয়ারের এই মজার দ্বৈরথে মেতেছে তাঁদের অনুরাগীরা ৷

উল্লেখ্য, কিলিয়ান এমবাপেকে এক বছরের জন্য সাত’শো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল ৷ এমনকী তারকা স্ট্রাইকারের ট্রান্সফার-ফি হিসেবে পিএসজি-কে রেকর্ড 300 মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়ে রেখেছে ক্লাবটি ৷ এত বড় অংকের প্রস্তাব নিয়েই সোশাল মিডিয়ায় মশকরা করলেন এনবিএ তারকা তথা মিলওয়াকি বাক্সের প্লেয়ার জিয়ানিস আন্তেতোকউনমপো ৷ তিনি নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘আল হিলাল আমাকেও নিতে পারে ৷ আমাকেও কিলিয়ান এমবাপের মতো দেখতে ৷’’

সেই পোস্টটি একাধিক অট্টহাসির ইমোজি-সহ শেয়ার করেছেন কিলিয়ান এমবাপে ৷ উল্লেখ্য, 2024 সাল পর্যন্ত ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজি-র সঙ্গে চুক্তি রয়েছে কিলিয়ান এমবাপের ৷ বর্তমান চুক্তি থাকাকালীন পিএসজি তাঁকে নতুন করে চুক্তি বাড়ানোর কথা বলেছে ৷ কিন্তু, তাতে রাজি হননি এমবাপে ৷ তিনি জানিয়ে দিয়েছে, বর্তমান চুক্তি তিনি বাড়াতে চান না ৷ তার পরেই পিএসজি-র তরফে জানানো হয়, এমবাপেকে সময় থাকতে নিজের চুক্তি বাড়াতে হবে ৷ আর তা না হলে, চুক্তি শেষে বড় অংকের ট্রান্সফার ফি-র বদলে তাঁকে বিক্রি করবে ক্লাব ৷

আরও পড়ুন: সৌদিতে এমবাপে ? রোনাল্ডোর দেড়গুণ টাকার রেকর্ড প্রস্তাব দিল আল-হিলাল

পিএসজি-র এই বিবৃতি আসার পরেই ঝাঁপিয়ে পড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ৷ পিএসজি-কে এমবাপের ট্রান্সফার ফি হিসেবে 300 মিলিয়ন ইউরো (2,718 কোটি টাকা)-র প্রস্তাব দিয়েছে ৷ সেই সঙ্গে এমবাপেকে বার্ষিক 600 মিলিয়ন উইরো (6,341 কোটি টাকা)-র প্রস্তাব দিয়েছে ক্লাবটি ৷ এমবাপে এই প্রস্তাব মানলে এখনও পর্যন্ত বিশ্ব ফুটবলে রেকর্ড ট্রান্সফার ফি-র বদলে অন্য ক্লাবে যাবেন এমবাপে ৷ সেই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি সঙ্গে সৌদি প্রো-লিগে খেলতে দেখা যাবে তাঁকে ৷

প্যারিস, 25 জুলাই: তাঁকেও কিলিয়ান এমবাপের মতোই দেখতে ৷ তাহলে কি তাঁকে সই করাবে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ? ফরাসি স্ট্রাইকারকে সৌদি আরবের ক্লাবের বছরে সাত’শো মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে, এভাবেই মশকরা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন প্লেয়ার জিয়ানিস আন্তেতোকউনমপোর ৷ আর সেই পোস্ট শেয়ার করে অট্টহাসি এমবাপের ৷ ফরাসি ফুটবলার এবং মার্কিন বাস্কেটবল প্লেয়ারের এই মজার দ্বৈরথে মেতেছে তাঁদের অনুরাগীরা ৷

উল্লেখ্য, কিলিয়ান এমবাপেকে এক বছরের জন্য সাত’শো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল ৷ এমনকী তারকা স্ট্রাইকারের ট্রান্সফার-ফি হিসেবে পিএসজি-কে রেকর্ড 300 মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়ে রেখেছে ক্লাবটি ৷ এত বড় অংকের প্রস্তাব নিয়েই সোশাল মিডিয়ায় মশকরা করলেন এনবিএ তারকা তথা মিলওয়াকি বাক্সের প্লেয়ার জিয়ানিস আন্তেতোকউনমপো ৷ তিনি নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘আল হিলাল আমাকেও নিতে পারে ৷ আমাকেও কিলিয়ান এমবাপের মতো দেখতে ৷’’

সেই পোস্টটি একাধিক অট্টহাসির ইমোজি-সহ শেয়ার করেছেন কিলিয়ান এমবাপে ৷ উল্লেখ্য, 2024 সাল পর্যন্ত ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজি-র সঙ্গে চুক্তি রয়েছে কিলিয়ান এমবাপের ৷ বর্তমান চুক্তি থাকাকালীন পিএসজি তাঁকে নতুন করে চুক্তি বাড়ানোর কথা বলেছে ৷ কিন্তু, তাতে রাজি হননি এমবাপে ৷ তিনি জানিয়ে দিয়েছে, বর্তমান চুক্তি তিনি বাড়াতে চান না ৷ তার পরেই পিএসজি-র তরফে জানানো হয়, এমবাপেকে সময় থাকতে নিজের চুক্তি বাড়াতে হবে ৷ আর তা না হলে, চুক্তি শেষে বড় অংকের ট্রান্সফার ফি-র বদলে তাঁকে বিক্রি করবে ক্লাব ৷

আরও পড়ুন: সৌদিতে এমবাপে ? রোনাল্ডোর দেড়গুণ টাকার রেকর্ড প্রস্তাব দিল আল-হিলাল

পিএসজি-র এই বিবৃতি আসার পরেই ঝাঁপিয়ে পড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ৷ পিএসজি-কে এমবাপের ট্রান্সফার ফি হিসেবে 300 মিলিয়ন ইউরো (2,718 কোটি টাকা)-র প্রস্তাব দিয়েছে ৷ সেই সঙ্গে এমবাপেকে বার্ষিক 600 মিলিয়ন উইরো (6,341 কোটি টাকা)-র প্রস্তাব দিয়েছে ক্লাবটি ৷ এমবাপে এই প্রস্তাব মানলে এখনও পর্যন্ত বিশ্ব ফুটবলে রেকর্ড ট্রান্সফার ফি-র বদলে অন্য ক্লাবে যাবেন এমবাপে ৷ সেই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি সঙ্গে সৌদি প্রো-লিগে খেলতে দেখা যাবে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.