নয়াদিল্লি, 23 জুন : প্রকাশ পেল ভারতের টোকিও অলিম্পিক্সে 2020-র ভারতের থিম সং ‘তু থান লে’ ৷ থিম সং প্রকাশ করলেন ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু ৷ বুধবার এই থিম সং প্রকাশ করা হয় ৷ উপস্থিত ছিলেন ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দর বাতরা, সাধারণ সম্পাদক রাজীব মেহতা ৷ গানটি গেয়েছেন গায়ক মোহিত চৌহান ৷
আশা করা যায় ভারতের প্রায় 100 জন অ্যাথলিট টোকিও অলিম্পিক্সে অংশ নেবেন ৷ কোভিড 19 প্যানডেমিকের কারণে 2020 সালের অলিম্পিক্স স্থগিত হয়ে যায় ৷ আগামী 23 জুন থেকে টোকিওতে অলিম্পিক্স শুরু হওয়ার কথা ৷ থিম সং প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন গানের গায়ক মোহিত চৌহানও ৷
-
Extremely proud 2 share my song #TuThaanLey is d official Theme Song 4 d Indian Olympic Team #Tokyo2020 #Olympic Games. Song will be launched 2dy by @KirenRijiju ji @ 7.30pm @JLNStadium Lyrics by @prattyg Catch d launch on #IOA + @Media_SAI FB pages Jai Hind! @WeAreTeamIndia pic.twitter.com/sUeEmwqmxg
— Mohit Chauhan (@_MohitChauhan) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Extremely proud 2 share my song #TuThaanLey is d official Theme Song 4 d Indian Olympic Team #Tokyo2020 #Olympic Games. Song will be launched 2dy by @KirenRijiju ji @ 7.30pm @JLNStadium Lyrics by @prattyg Catch d launch on #IOA + @Media_SAI FB pages Jai Hind! @WeAreTeamIndia pic.twitter.com/sUeEmwqmxg
— Mohit Chauhan (@_MohitChauhan) June 23, 2021Extremely proud 2 share my song #TuThaanLey is d official Theme Song 4 d Indian Olympic Team #Tokyo2020 #Olympic Games. Song will be launched 2dy by @KirenRijiju ji @ 7.30pm @JLNStadium Lyrics by @prattyg Catch d launch on #IOA + @Media_SAI FB pages Jai Hind! @WeAreTeamIndia pic.twitter.com/sUeEmwqmxg
— Mohit Chauhan (@_MohitChauhan) June 23, 2021
টুইটারে গান প্রকাশের কথা জানান মোহিত চৌহান ৷ তিনি লেখেন, ‘‘আমার গান ‘তু থান লে’ ভারতের অলিম্পিক্স দলের থিম সং হওয়ায় ভীষণ গর্বিত ৷ আজ গানটি প্রকাশ পাবে ৷ প্রকাশ করবেন ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু ৷’’
-
The Official Olympic Theme Song launched today. Sports Minister Kiren Rijiju, IOA President, Sports secy were present. Mohit Chauhan has composed the song.#TokyoOlympics | #Cheer4India | #OlympicsKiAasha pic.twitter.com/n8bsnaJDQt
— All India Radio News (@airnewsalerts) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Official Olympic Theme Song launched today. Sports Minister Kiren Rijiju, IOA President, Sports secy were present. Mohit Chauhan has composed the song.#TokyoOlympics | #Cheer4India | #OlympicsKiAasha pic.twitter.com/n8bsnaJDQt
— All India Radio News (@airnewsalerts) June 23, 2021The Official Olympic Theme Song launched today. Sports Minister Kiren Rijiju, IOA President, Sports secy were present. Mohit Chauhan has composed the song.#TokyoOlympics | #Cheer4India | #OlympicsKiAasha pic.twitter.com/n8bsnaJDQt
— All India Radio News (@airnewsalerts) June 23, 2021
আরও পড়ুন : ICC Rankings : অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন জাদেজা
টোকিও অলিম্পিক্সের জন্য তৈরি ভারতীয় অ্যাথলিটরাও ৷ অনেকেই বিদেশে অনুশীলন করেছেন ৷ ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার নীরজ চোপরা বিদেশে অনুশীলন করছেন ৷ অন্যদিকে শাটলার পিভি সিন্ধু, সাই প্রনীথরা ভারতেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ৷