ETV Bharat / sports

Santosh Trophy Final : তীরে এসে তরী ডুবল বাংলার, সপ্তমবার সন্তোষ জয় কেরলের - Kerala beat Bengal to clinch their seventh Santosh trophy title

অতিরিক্ত সময় 1-1 ব্যবধানে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ সেখানে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন বাংলার সজল ৷ সবমিলিয়ে টাইব্রেকারে 4-5 গোলে হেরে সন্তোষ হাতছাড়া হয় বাংলার (Kerala beat Bengal to clinch their seventh Santosh trophy title) ৷

Santosh Trophy Final
তীরে এসে তরী ডুবল বাংলার, সপ্তমবার সন্তোষ জয় কেরলের
author img

By

Published : May 2, 2022, 11:08 PM IST

তিরুঅনন্তপুরম, 2 মে : নির্ধারিত 90 মিনিটে দু'দলকে আলাদা করা যায়নি ৷ স্বভাবতই সোমবার সন্তোষ ট্রফির হাইভোল্টেজ ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে ৷ 97 মিনিটে দিলীপ ওরাওঁয়ের গোলে এগিয়েও যায় বাংলা ৷ সঙ্গে তেকাঠির নীচে দুরন্ত প্রিয়ন্ত সিং ৷ সবমিলিয়ে মনে হচ্ছিল বাংলার 34তম সন্তোষ জয় কেবল সময়ের অপেক্ষা ৷ কিন্তু 116 মিনিটে বিবিন অজয়নের গোলে ম্যাচে সমতা ফেরায় কেরল ৷

অতিরিক্ত সময় 1-1 ব্যবধানে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ সেখানে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন বাংলার সজল ৷ সবমিলিয়ে টাইব্রেকারে 4-5 গোলে হেরে সন্তোষ হাতছাড়া হয় বাংলার (Kerala beat Bengal to clinch their seventh Santosh trophy title) ৷ গ্রুপ পর্বে কেরলের কাছেই হারতে হয়েছিল বাংলাকে ৷

তিরুঅনন্তপুরম, 2 মে : নির্ধারিত 90 মিনিটে দু'দলকে আলাদা করা যায়নি ৷ স্বভাবতই সোমবার সন্তোষ ট্রফির হাইভোল্টেজ ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে ৷ 97 মিনিটে দিলীপ ওরাওঁয়ের গোলে এগিয়েও যায় বাংলা ৷ সঙ্গে তেকাঠির নীচে দুরন্ত প্রিয়ন্ত সিং ৷ সবমিলিয়ে মনে হচ্ছিল বাংলার 34তম সন্তোষ জয় কেবল সময়ের অপেক্ষা ৷ কিন্তু 116 মিনিটে বিবিন অজয়নের গোলে ম্যাচে সমতা ফেরায় কেরল ৷

অতিরিক্ত সময় 1-1 ব্যবধানে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে ৷ সেখানে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন বাংলার সজল ৷ সবমিলিয়ে টাইব্রেকারে 4-5 গোলে হেরে সন্তোষ হাতছাড়া হয় বাংলার (Kerala beat Bengal to clinch their seventh Santosh trophy title) ৷ গ্রুপ পর্বে কেরলের কাছেই হারতে হয়েছিল বাংলাকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.