ETV Bharat / sports

Penalty for Juventus: 10 পয়েন্টের পেনাল্টি, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফিকেশন অসম্ভব জুভেন্তাসের - চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফিকেশন অসম্ভব জুভেন্তাসের

দলবদল সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অ্যাকাউন্টে গড়মিলের ঘটনায় ফের 10 পয়েন্টের পেনাল্টি জুভেন্তাসকে ৷ আর তার জেরে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার সুযোগ প্রায় নেই বললেই চলে ৷

10 Point Penalty for Juventus ETV BHARAT
10 Point Penalty for Juventus
author img

By

Published : May 23, 2023, 1:57 PM IST

তুরিন (ইতালি), 23 মে: আগামী মরশুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা কার্যত অসম্ভব হয়ে গেল জুভেন্তাসের পক্ষে ৷ অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগে ইতালিয়ান ফুটবল লিগ সেরি এ-র এই দলের 10 পয়েন্ট কাটা গিয়েছে ৷ ফলে লিগের পয়েন্টস টেবিলে 2 নম্বর থেকে সোজা 7 নম্বরে নেমে এসেছে জুভ ৷ তুরিন শহরের এই ফুটবল ক্লাবের বিরুদ্ধে দলবদল সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অ্যাকাউন্টে গড়মিলের অভিযোগ রয়েছে ৷ সেই কারণে, গতকাল এম্পোলির বিরুদ্ধে মাঠে নামার 15 মিনিট আগে জুভেন্তাসের 10 পয়েন্ট কাটা যায় ৷ উল্লেখ্য, এম্পোলির বিরুদ্ধে ম্যাচটিও 4-1 গোলে হেরেছে জুভেন্তাস ৷

তবে, তারপরেও ইউরোপ সেরা লিগে আগামী বছর কোয়ালিফাই করার সুযোগ ছিল জুভেন্তাসের ৷ আর সেটা ছিল, জুভ ফুটবলারদের হাতে ৷ কিন্তু, এম্পোলির ঘরের মাঠে 4-1 হেরে সেই সম্ভাবনাও প্রায় শেষ ৷ এই সপ্তাহের শেষে এসি মিলানের বিরুদ্ধে খেলতে নামবে সেরি এ-র অন্যতম সেরা দল ৷ তার পর আরও একটি ম্যাচ বাকি থাকবে ইউদিনেসের বিরুদ্ধে ৷ দু’টো ম্যাচ জিতলেও জুভেন্তাসের 65 পয়েন্ট হবে ৷ ইতিমধ্যে, চার নম্বরে থাকা এসি মিলানের 64 পয়েন্ট ৷ তাদের শেষ ম্যাচ লিগের 18 নম্বরে থাকা ভেরোনার বিরুদ্ধে ৷ ফলে সেই ম্যাচ জিতলে মিলান সহজেই 4 নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে যাবে ৷ আর সেই সম্ভাবনাই বেশি ৷

10 পয়েন্টের পেনাল্টি প্রসঙ্গে জুভেন্তাস একটি বিবৃতি দিয়েছে ৷ সেখানে প্রশ্ন তোলা হয়েছে, ‘‘গত একবছর ধরে চলা একটা ইস্যুতে পঞ্চমবার একটা তাৎক্ষণিক সাজা ঘোষণা করে কী প্রমাণের চেষ্টা চলছে ? এর মাধ্যমে ক্লাবের মধ্যে একটা তিক্ততা তৈরির চেষ্টা চলছে ৷ ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক, যাঁরা এর ধারে কাছে নেই ৷ তাঁদের অকারণ শাস্তি দেওয়া হচ্ছে ৷’’ উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জুভেন্তাসের 15 পয়েন্টের পেনাল্টি হয়েছিল ৷ এমনকী ক্লাব প্রেসিডেন্ট-সহ ফুটবলের সঙ্গে জড়িত একাধিক কর্তাকে বহিষ্কার করা হয় সেই সময় ৷

আরও পড়ুন: বর্ণবিদ্বেষের সমস্যা রয়েছে স্প্যানিশ লিগে, ভিনি জুনিয়রের ঘটনায় স্বীকারক্তি ফেডারেশনের

এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুভেন্তাসের ম্যানেজার মাসিমিলিয়ানো অ্যালেগ্রি ৷ ফুটবলারদের দীর্ঘ পরিশ্রম এবং তাঁদের কষ্টার্জিত জয়কে কেন অপমানিত করা হচ্ছে বারবার সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ এমনকি গতকাল এম্পোলির বিরুদ্ধে 4-1 হারের জন্য সেরি এ কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি ৷ ম্যাচে 15 মিনিট আগে 10 পয়েন্ট কেটে নেওয়ার খবর ফুটবলারদের কাছে এলে, স্বাভাবিকভাবে তাঁরা মানসিকভাবে ভেঙে পড়বেন ৷ আর সেই কারণেই খেলায় ফুটবলাররা মনযোগ দিতে পারেননি ৷

তুরিন (ইতালি), 23 মে: আগামী মরশুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা কার্যত অসম্ভব হয়ে গেল জুভেন্তাসের পক্ষে ৷ অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগে ইতালিয়ান ফুটবল লিগ সেরি এ-র এই দলের 10 পয়েন্ট কাটা গিয়েছে ৷ ফলে লিগের পয়েন্টস টেবিলে 2 নম্বর থেকে সোজা 7 নম্বরে নেমে এসেছে জুভ ৷ তুরিন শহরের এই ফুটবল ক্লাবের বিরুদ্ধে দলবদল সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অ্যাকাউন্টে গড়মিলের অভিযোগ রয়েছে ৷ সেই কারণে, গতকাল এম্পোলির বিরুদ্ধে মাঠে নামার 15 মিনিট আগে জুভেন্তাসের 10 পয়েন্ট কাটা যায় ৷ উল্লেখ্য, এম্পোলির বিরুদ্ধে ম্যাচটিও 4-1 গোলে হেরেছে জুভেন্তাস ৷

তবে, তারপরেও ইউরোপ সেরা লিগে আগামী বছর কোয়ালিফাই করার সুযোগ ছিল জুভেন্তাসের ৷ আর সেটা ছিল, জুভ ফুটবলারদের হাতে ৷ কিন্তু, এম্পোলির ঘরের মাঠে 4-1 হেরে সেই সম্ভাবনাও প্রায় শেষ ৷ এই সপ্তাহের শেষে এসি মিলানের বিরুদ্ধে খেলতে নামবে সেরি এ-র অন্যতম সেরা দল ৷ তার পর আরও একটি ম্যাচ বাকি থাকবে ইউদিনেসের বিরুদ্ধে ৷ দু’টো ম্যাচ জিতলেও জুভেন্তাসের 65 পয়েন্ট হবে ৷ ইতিমধ্যে, চার নম্বরে থাকা এসি মিলানের 64 পয়েন্ট ৷ তাদের শেষ ম্যাচ লিগের 18 নম্বরে থাকা ভেরোনার বিরুদ্ধে ৷ ফলে সেই ম্যাচ জিতলে মিলান সহজেই 4 নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে যাবে ৷ আর সেই সম্ভাবনাই বেশি ৷

10 পয়েন্টের পেনাল্টি প্রসঙ্গে জুভেন্তাস একটি বিবৃতি দিয়েছে ৷ সেখানে প্রশ্ন তোলা হয়েছে, ‘‘গত একবছর ধরে চলা একটা ইস্যুতে পঞ্চমবার একটা তাৎক্ষণিক সাজা ঘোষণা করে কী প্রমাণের চেষ্টা চলছে ? এর মাধ্যমে ক্লাবের মধ্যে একটা তিক্ততা তৈরির চেষ্টা চলছে ৷ ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক, যাঁরা এর ধারে কাছে নেই ৷ তাঁদের অকারণ শাস্তি দেওয়া হচ্ছে ৷’’ উল্লেখ্য, গত জানুয়ারি মাসে জুভেন্তাসের 15 পয়েন্টের পেনাল্টি হয়েছিল ৷ এমনকী ক্লাব প্রেসিডেন্ট-সহ ফুটবলের সঙ্গে জড়িত একাধিক কর্তাকে বহিষ্কার করা হয় সেই সময় ৷

আরও পড়ুন: বর্ণবিদ্বেষের সমস্যা রয়েছে স্প্যানিশ লিগে, ভিনি জুনিয়রের ঘটনায় স্বীকারক্তি ফেডারেশনের

এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুভেন্তাসের ম্যানেজার মাসিমিলিয়ানো অ্যালেগ্রি ৷ ফুটবলারদের দীর্ঘ পরিশ্রম এবং তাঁদের কষ্টার্জিত জয়কে কেন অপমানিত করা হচ্ছে বারবার সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷ এমনকি গতকাল এম্পোলির বিরুদ্ধে 4-1 হারের জন্য সেরি এ কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি ৷ ম্যাচে 15 মিনিট আগে 10 পয়েন্ট কেটে নেওয়ার খবর ফুটবলারদের কাছে এলে, স্বাভাবিকভাবে তাঁরা মানসিকভাবে ভেঙে পড়বেন ৷ আর সেই কারণেই খেলায় ফুটবলাররা মনযোগ দিতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.