ETV Bharat / sports

Jack Jarvis in EB: অবশেষে সই করলেন জার্ভিস, এখনও আশা দিচ্ছেন কনস্ট্যান্টাইন - জ্যাক জার্ভিস

ট্রান্সফার ব্যানের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । তারপরেই তড়িঘড়ি জার্ভিসকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল (Jack Jarvis signed in East Bengal) । এতদিন অনুশীলন করে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন । পরের ম্যাচেই সম্ভবত ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নেমে পড়তে পারবেন ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 27, 2023, 10:54 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: দলবদলের দ্বিতীয় উইন্ডো বন্ধ হওয়ার চারদিন আগে আসরে ইস্টবেঙ্গল । অবশেষে সই করলেন ইস্টবেঙ্গলের বহু প্রতিক্ষিত নয়া বিদেশী ফুটবলার জ্যাক জার্ভিস । 26 জানুয়ারি, বৃহস্পতিবার গভীর রাতে ফিফা লাল-হলুদের উপর জারি হওয়া ট্রান্সফার ব্যান তুলে নিয়েছিল (FIFA Withdraws Transfer Ban on East Bengal) । ঠিক তার পরদিনই তড়িঘড়ি জার্ভিসকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল (Jack Jarvis signed in East Bengal) ।

এলিয়ান্দ্রো'র পরিবর্তে ইস্টবেঙ্গলে সই করলেন তিনি । যদিও বহুদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন ইংল্যান্ডের ফুটবলার । আশা করা যায়, তিনি এতদিন অনুশীলন করে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন । পরের ম্যাচেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নেমে পড়তে পারবেন । 3 ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে । দুই দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হেসেছিল ইয়েলো আর্মি ।

ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পর জ্যাক জার্ভিসকে সই করিয়ে নেওয়ার পরে আরও কয়েকজন ভারতীয় ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল । এই মরশুমে আইএসএল-এর বাকি ম্যাচ ও সুপার কাপের জন্য সই করানো হল এই বিদেশি ফুটবলারকে । বাকিদেরও একই লক্ষ্যে সই করানো হবে । ওমিদ সিং-এর টাকা মেটাতে না-পারায় ফিফার শাস্তির কবলে পড়তে হয়েছিল লাল-হলুদকে । তবে সেই টাকা মিটিয়ে দেওয়ায় শাস্তি থেকে মুক্তি পেয়েছে তারা ।

Jack Jarvis
জার্ভিসকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল

জার্ভিসকে সই করলেও ইস্টবেঙ্গলের প্লে-অফে যাওয়ার আশা শেষ । জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই জার্ভিসকে কলকাতায় নিয়ে আসা হয় । তবে ট্রান্সফার ব্যানের জন্য এখনও কোনও ম্যাচ খেলতে পারেননি জার্ভিস । যা নিয়ে নিয়ম করে প্রতিটি ম্যাচের আগে এবং পরে হতাশা প্রকাশ করেছিলেন লাল-হলুদের হেডস্যর । তবে এবার বাকি ম্যাচে খেলতে পারবেন তিনি ।

আরও পড়ুন: কাঠগড়ায় ফেরান্দোর দলের পারফরম্যান্স, চিঠি দিচ্ছে মোহনবাগান

জার্ভিসকে রেজিস্ট্রেশন নথিভুক্ত করানোর পরে স্টিফেন বলেন, "আমি আনন্দিত যে জ্যাক আমাদের দলে যোগ দিয়েছে। আমি অক্টোবর থেকে ওকে দলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলাম । ক্লেইটনের সঙ্গে ও খেলবে । গোল করবে । আমাদের একটা নিষেধাজ্ঞা ছিল, তা উঠে গিয়েছে । এখন আমরা নতুন খেলোয়াড় নিয়ে খেলাতে পারি । পরের সপ্তাহে হয়তো জ্যাক জার্ভিস খেলতে পারে । ওকে তিন সপ্তাহ আগে পেলে ভালো হত । কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি ।"

আরও পড়ুন: সরস্বতী পুজোয় সমর্থকদের লজ্জার হার উপহার ইস্টবেঙ্গলের

4-2 গোলে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে । এবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতে মান বাঁচানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল । 15 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে তারা । বাকি ম্যাচগুলো এবং ডার্বিতে ভালো পারফরম্যান্স করে অন্তত হারিয়ে যাওয়া হাসি ফেরাতে চান স্টিফেন । সেই লক্ষ্যে জ্যাক জার্ভিসের স্কোরিং বুটই ভরসা ।

কলকাতা, 27 জানুয়ারি: দলবদলের দ্বিতীয় উইন্ডো বন্ধ হওয়ার চারদিন আগে আসরে ইস্টবেঙ্গল । অবশেষে সই করলেন ইস্টবেঙ্গলের বহু প্রতিক্ষিত নয়া বিদেশী ফুটবলার জ্যাক জার্ভিস । 26 জানুয়ারি, বৃহস্পতিবার গভীর রাতে ফিফা লাল-হলুদের উপর জারি হওয়া ট্রান্সফার ব্যান তুলে নিয়েছিল (FIFA Withdraws Transfer Ban on East Bengal) । ঠিক তার পরদিনই তড়িঘড়ি জার্ভিসকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল (Jack Jarvis signed in East Bengal) ।

এলিয়ান্দ্রো'র পরিবর্তে ইস্টবেঙ্গলে সই করলেন তিনি । যদিও বহুদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন ইংল্যান্ডের ফুটবলার । আশা করা যায়, তিনি এতদিন অনুশীলন করে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন । পরের ম্যাচেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নেমে পড়তে পারবেন । 3 ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে । দুই দলের প্রথম সাক্ষাতে শেষ হাসি হেসেছিল ইয়েলো আর্মি ।

ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পর জ্যাক জার্ভিসকে সই করিয়ে নেওয়ার পরে আরও কয়েকজন ভারতীয় ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল । এই মরশুমে আইএসএল-এর বাকি ম্যাচ ও সুপার কাপের জন্য সই করানো হল এই বিদেশি ফুটবলারকে । বাকিদেরও একই লক্ষ্যে সই করানো হবে । ওমিদ সিং-এর টাকা মেটাতে না-পারায় ফিফার শাস্তির কবলে পড়তে হয়েছিল লাল-হলুদকে । তবে সেই টাকা মিটিয়ে দেওয়ায় শাস্তি থেকে মুক্তি পেয়েছে তারা ।

Jack Jarvis
জার্ভিসকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল

জার্ভিসকে সই করলেও ইস্টবেঙ্গলের প্লে-অফে যাওয়ার আশা শেষ । জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই জার্ভিসকে কলকাতায় নিয়ে আসা হয় । তবে ট্রান্সফার ব্যানের জন্য এখনও কোনও ম্যাচ খেলতে পারেননি জার্ভিস । যা নিয়ে নিয়ম করে প্রতিটি ম্যাচের আগে এবং পরে হতাশা প্রকাশ করেছিলেন লাল-হলুদের হেডস্যর । তবে এবার বাকি ম্যাচে খেলতে পারবেন তিনি ।

আরও পড়ুন: কাঠগড়ায় ফেরান্দোর দলের পারফরম্যান্স, চিঠি দিচ্ছে মোহনবাগান

জার্ভিসকে রেজিস্ট্রেশন নথিভুক্ত করানোর পরে স্টিফেন বলেন, "আমি আনন্দিত যে জ্যাক আমাদের দলে যোগ দিয়েছে। আমি অক্টোবর থেকে ওকে দলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলাম । ক্লেইটনের সঙ্গে ও খেলবে । গোল করবে । আমাদের একটা নিষেধাজ্ঞা ছিল, তা উঠে গিয়েছে । এখন আমরা নতুন খেলোয়াড় নিয়ে খেলাতে পারি । পরের সপ্তাহে হয়তো জ্যাক জার্ভিস খেলতে পারে । ওকে তিন সপ্তাহ আগে পেলে ভালো হত । কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি ।"

আরও পড়ুন: সরস্বতী পুজোয় সমর্থকদের লজ্জার হার উপহার ইস্টবেঙ্গলের

4-2 গোলে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে । এবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতে মান বাঁচানোর লক্ষ্যে ইস্টবেঙ্গল । 15 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে তারা । বাকি ম্যাচগুলো এবং ডার্বিতে ভালো পারফরম্যান্স করে অন্তত হারিয়ে যাওয়া হাসি ফেরাতে চান স্টিফেন । সেই লক্ষ্যে জ্যাক জার্ভিসের স্কোরিং বুটই ভরসা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.