কলকাতা, 28 সেপ্টেম্বর: প্রাথমিক সূচি অনুযায়ী আইএসএলের প্রথম কলকাতা ডার্বির দিন ধার্য হয়েছিল লক্ষ্মীপুজোর দিন ৷ তবে একেতেই পুজোর মরশুম তার উপর ওইদিনই ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের ম্যাচ ৷ দু'য়ের কোপে যুবভারতীতে 28 অক্টোবর বড় ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা একটা প্রশ্নের মুখে পড়ছিল ৷ ধনদেবীর আরাধনার দিন ডার্বি নিয়ে অসন্তোষ ছিল সদস্য-সমর্থকদের মধ্যেও ৷ সব দেখেশুনে আসরে নেমেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ আগেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, ওইদিন পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই সবদিক বিবেচনা করে 28 সেপ্টেম্বরের পরিবর্তে কলকাতা ডার্বি সম্ভবত হতে চলেছে আগামী 1 নভেম্বর ৷
ম্যাচের আয়োজক যেহেতু মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তাই তাঁদের তরফে এফএসডিওএল-এর কাছে পৌঁছে গিয়েছে অনুরোধ ৷ খুব শীঘ্রই আয়োজকদের তরফে ঘোষণাটা চলে আসবে মনে করা হচ্ছে ৷ সাধারণত কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়ে থাকে উইকেন্ড অর্থাৎ, শনি অথবা রবিবারে ৷ কিন্তু ক্রিকেট বিশ্বকাপ ও উৎসবের জোড়া কোপে আইএসএলের প্রথম ডার্বি এবার আয়োজিত হতে চলেছে সপ্তাহের কর্মব্যস্ত দিনেই ৷
আরও পড়ুন: বুমোসের গোলে রক্ষণ ভাঙল বেঙ্গালুরুর, টানা জয় মোহনবাগান সুপার জায়ান্টের
একইসঙ্গে আগামী 23 অক্টোবর মোহনবাগানের এএফসি কাপের ম্যাচেও পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি 21 অক্টোবর অর্থাৎ, মহাসপ্তমীর দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া। ওই ম্যাচেও কোনও রকম নিরাপত্তা ব্যবস্থা দেয়া সম্ভব না-বলে ইতিমধ্যেই জানিয়েছেন অরূপ বিশ্বাস। সেই ম্যাচটির দিনক্ষণ পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল ৷ যদিও শোনা যাচ্ছে, অবস্থা সামাল দিতে এএফসি'র ম্যাচ ওড়িশায় ম্যাচ নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে বাগানের।
তবে ডার্বি কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই এফএসডিএল-এর। ম্যাচটি স্থানান্তরিত হলে গেট সেল থেকে প্রাপ্ত অর্থে বিরাট ধাক্কা খাবে মোহনবাগান। সবকিছু ছাপিয়ে দুই যুযুধান দলের সমর্থকদের ভাবাবেগে ধাক্কা দেওয়া হবে। এই অবস্থায় সমাধান সূত্র বের করতে আইএসএলের ক্রীড়াসূচিতে পরিবর্তনই একমাত্র পথ।