কলকাতা, 1 সেপ্টেম্বর: চলতি মরশুমে আইএসএলের ঢাকে কাঠি পড়ছে আগামী 7 অক্টোবর (ISL 2022-23 to start from October 7)। বৃহস্পতিবার এফএসডিএলের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী দুর্গাপুজো শেষ হওয়ার দু'দিনের মধ্যে ভারতীয় ফুটবলের মহোৎসব শুরু ৷ উদ্বোধনী ম্যাচে কোচিতে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) মুখোমুখি ইস্টবেঙ্গল (East Bengal)। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) তাদের প্রথম ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে 10 অক্টোবর। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। 2022-23 মরশুমে আইএসএলে প্রথম কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে 29 অক্টোবর। ফিরতি ডার্বি চার মাস বাদে অর্থাৎ, আগামী বছর 25 ফেব্রুয়ারি। দু'বছর পরে মাঠে ফিরছে দর্শকও। একইভাবে পুরনো পদ্ধতি মেনে ফের হোম-অ্যাওয়ে ফরম্যাট ফিরছে এবার আইএসএলে।
পাশাপাশি লিগ ফরম্যাটেও বেশ কিছুটা বদল আনা হয়েছে। লিগ পর্বের শেষে প্রথম দু'টি স্থানে থাকা দল সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেলেও তৃতীয় থেকে ষষ্ঠ স্থানের মধ্যে থাকা দলগুলির মধ্যে দু'টি দল এলিমিনেটর খেলে পৌঁছবে সেমিতে ৷ এর মধ্যে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লিগ পর্বের তৃতীয় বনাম ষষ্ঠ স্থানাধিকারী দল ৷ দ্বিতীয় এলিমিনেটরে খেলবে চতুর্থ এবং পঞ্চম স্থানাধিকারী দল ৷ এরপর প্রথম সেমিফাইনালে লিগের পয়লা নম্বর দল সামনাসামনি হবে দ্বিতীয় এলিমিনেটরে জয়ী দলের। দ্বিতীয় সেমিফাইনালে লিগের দু'নম্বর দল মুখোমুখি হবে প্রথম এলিমিনেটরে জয়ী দলের ৷ অর্থাৎ, নয়া ফরম্যাটে লিগ পর্বে ছ'নম্বর দলের কাছে শেষ ফাইনাল খেলার সুযোগ থাকছে। জোড়া সেমিফাইনাল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে।
-
𝑬𝑿𝑪𝑰𝑻𝑬𝑴𝑬𝑵𝑻 𝑳𝑬𝑽𝑬𝑳𝑺 ⬆️🆙💥
— Indian Super League (@IndSuperLeague) September 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We can't wait to see you chanting your hearts out from the stands as #HeroISL 2022-23 starts on 7️⃣th October, 2022! 🎶🏟
Read More: https://t.co/BfHMH4JadL#LetsFootball #FansAreBack pic.twitter.com/X2qqtr0M6D
">𝑬𝑿𝑪𝑰𝑻𝑬𝑴𝑬𝑵𝑻 𝑳𝑬𝑽𝑬𝑳𝑺 ⬆️🆙💥
— Indian Super League (@IndSuperLeague) September 1, 2022
We can't wait to see you chanting your hearts out from the stands as #HeroISL 2022-23 starts on 7️⃣th October, 2022! 🎶🏟
Read More: https://t.co/BfHMH4JadL#LetsFootball #FansAreBack pic.twitter.com/X2qqtr0M6D𝑬𝑿𝑪𝑰𝑻𝑬𝑴𝑬𝑵𝑻 𝑳𝑬𝑽𝑬𝑳𝑺 ⬆️🆙💥
— Indian Super League (@IndSuperLeague) September 1, 2022
We can't wait to see you chanting your hearts out from the stands as #HeroISL 2022-23 starts on 7️⃣th October, 2022! 🎶🏟
Read More: https://t.co/BfHMH4JadL#LetsFootball #FansAreBack pic.twitter.com/X2qqtr0M6D
আরও পড়ুন: নৌ-সেনাদের টেক্কা, তবুও শেষ আট নিশ্চিত নয় মেরিনার্সের
কুড়ি রাউন্ডের লিগ পর্ব 7 অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী বছর 26 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ নক-আউট পর্ব শুরু হবে মার্চে ৷ আইএসএল শেষ হওয়ার পরে এপ্রিল মাসে হবে সুপার কাপ ৷ আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, সপ্তাহের প্রতিদিনের পরিবর্ত এবার আইএসএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে। গতবছরের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি অভিযান শুরু করছে আগামী 9 অক্টোবর। তাদের প্রথম প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। লিগ শিল্ডজয়ী জামশেদপুর এফসির 11 অক্টোবর প্রথম ম্যাচে খেলবে ওড়িশা এফসি'র বিরুদ্ধে ৷ 12 অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের লিগের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া। 16 অক্টোবর দ্বিতীয় ম্যাচে কোচিতে এটিকে মোহনবাগান খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে।