বার্সেলোনা, 17 অক্টোবর: 2013 সালে স্যান্টোস থেকে ফুটবল ক্লাব বার্সেলোনায় ট্রান্সফার হয়েছিলেন নেইমার জুনিয়র ৷ অভিযোগ উঠেছিল নেইমারের সেই ট্রান্সফারে একাধিক অসঙ্গতি রয়েছে (Irregularities in Neymar Jr Transfer to Barcelona) ৷ সেই সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে স্পেনের আদালতে ৷ সোমবার সেই মামলার শুনানিতে অংশ নিতে প্যারিস থেকে স্পেনে পৌঁছেছেন নেইমার জুনিয়র ৷
নেইমারের বাবা-মা, তৎকালীন বার্সেলোনা প্রেসিডেন্ট স্যান্ড্রো রোসেল এবং ব্রাজিলের স্যান্টোস ক্লাবের প্রতিনিধিরাও এদিনের শুনানিতে অংশ নিয়েছেন ৷ জানা গিয়েছে, ব্রাজিলিয়ান বিনিয়োগকারী একটি সংস্থা ডিআইএস প্লেয়ার ট্রান্সফার ফি’র অংক নিয়ে বেনিয়মের অভিযোগে মামলা করেছে ৷ সেই মামলায় এদিন শুনানি শুরু হয়েছে ৷ গতকাল রাতে প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে জয়সূচক গোল করেন ৷ তার কয়েকঘণ্টার মধ্যে স্পেনের আদালতে ট্রান্সফার সংক্রান্ত মামলায় হাজিরা দিতে পৌঁছে গেলেন ব্রাজিলের একদা 'ওন্ডার কিড' ৷
আরও পড়ুন: শেষ ওভারে শামি-শো, প্রস্তুতি ম্যাচে 6 রানে অজি 'বধ' ভারতের
অভিযোগ করা হয়েছে, নেইমারের সেই সময়ের সব ট্রান্সফার সংক্রান্ত প্রক্রিয়াতেই গলদ ছিল ৷ এদিন নেইমারের এজেন্ট হিসাবে তাঁর বাবাও আদালতে উপস্থিত ছিলেন ৷ আর এই শুনানি শুরু হল ঠিক কাতার বিশ্বকাপ শুরুর 1 মাস আগে ৷ মনে করা হচ্ছে এই মামলা অক্টোবর মাসের শেষদিন পর্যন্ত চলতে পারে ৷ যে সংস্থার মাধ্যমে নেইমারকে বার্সেলোনা সই করিয়েছিল তাদের অভিযোগ, নেইমারের যে ট্রান্সফার অ্যামাউন্ট থাকবে তার 40 শতাংশ ওই সংস্থা পাবে ৷ কিন্তু, যে টাকা ট্রান্সফারের চুক্তিতে ছিল, বাস্তবে তার থেকে অনেক বেশি টাকা দিয়ে নেইমারকে বার্সেলোনায় নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট স্যান্ড্রো রোসেল ৷