কলকাতা, 29 জুন: কলকাতা নয়, আই লিগে খেলার জন্য দরপত্র তুলেছে বিশ্বের অন্যতম প্রাচীন শহর বারাণসীর ক্লাব ইন্টার কাশী । তবে আই লিগে অংশ নিতে আগ্রহী কাশীর ক্লাবের সঙ্গে যোগ রয়েছে কলকাতারও । উয়েফা চ্যাম্পিয়নস লিগের অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার এসক্যালডেস এবং এফসি এন্ডোরা এই তিনটি ক্লাবের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে কাশীর এই নতুন ক্লাবটি ।
ফেডারেশন সূত্র বলছে, ইন্টার কাশী ফুটবল দলটি ইতিমধ্যেই আই লিগে খেলতে আগ্রহী এবং সেজন্য বিড পেপার জমা দিয়েছে । আগামী 5 জুলাই অর্থাৎ মঙ্গলবার বিড পেপারের ফলাফল জানা যাবে । উত্তরপ্রদেশের বারাণসী শহরকে কেন্দ্র করেই ইন্টার কাশী ক্লাব কাজ করবে । তবে চমক রয়েছে ক্লাবের লোগোতে ৷ যা আজ বৃহস্পতিবার প্রকাশিত হল । সেই লোগোতে রয়েছে অভিনবত্ব । ধর্মের সুড়সুড়ানি রয়েছে বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলে। আর সেটাই অভিনবত্ব । হিন্দু মন্দিরের ছবি, শিবের তিলক কোনও ভারতীয় ক্লাবের লোগোতে দেখা যায়নি ।
বারাণসী বা বেনারস হিন্দুধর্মের অন্যতম পীঠস্থান। কাশী শহরটি বিশ্বের অন্যতম প্রাচীন শহর । সেই শহর এতদিন ছিল হিন্দুধর্মের আঁতুড়ঘর ৷ এবার সেই শহরই মাতবে ফুটবল উন্মাদনায় । উত্তরপ্রদেশে ফুটবল চর্চা যেমন ছিল না তেমনই দল ছিল না । ফলে আগামী দিনে ইন্টার কাশী দলকে কেন্দ্র করে বারাণসী শহরে ফুটবলের চর্চা হবে । তবে ভারতীয় ফুটবলে এর কোনও ছাপ পড়বে কি না, তার উত্তর সময়ই দেবে ।
আরও পড়ুন : 1 টাকায় ম্যাচ ! বদলে যাওয়া কলকাতা লিগের বোধন
আইএসএলের ক্লাব জামশেদপুর এফসির প্রাক্তন কোচ কার্লোস সান্তামারিনাকে সই করিয়েছে নতুন এই ক্লাব ইন্টার কাশী । অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ভারতীয় ফুটবলে গাঁটছড়া এটিকে কলকাতার মাধ্যমে ছিল। কলকাতার দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএলে প্রথম কয়েক বছর খেলেছিল স্পেনের ক্লাবটি । এবার আই লিগের মঞ্চে তারা ইন্টার কাশীর সঙ্গে গাঁটছড়া বেঁধে খেলবে ।
আবেদন করেছে বলে এই মরশুমেই যে আই লিগ খেলতে পারবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না । তবে বারাণসীর ক্লাব দলটি প্রস্তুতি সেরে রাখছে । এখন দেখার শিব ঠাকুরের আপন শহর ফুটবলে তাণ্ডব দেখাতে পারে কি না । আই লিগে অংশ নেওয়ার বিড পেপার তুলে ইতিমধ্যে আলোড়ন ফেলেছে বলাই যায় ।