ETV Bharat / sports

Dutee Chand Tests Positive: ডোপ পরীক্ষায় পজিটিভ ভারতীয় স্প্রিন্টার, সাময়িক নির্বাসিত দ্যুতি চাঁদ

author img

By

Published : Jan 18, 2023, 4:00 PM IST

Updated : Jan 18, 2023, 4:11 PM IST

ব়্যানডম ডোপ পরীক্ষায় রিপোর্ট পজিটিভ দ্যুতি চাঁদ (Dutee Chand Tests Positive) ৷ তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে ৷ গত 5 ডিসেম্বর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷

Dutee Chand Tests Positive ETV BHARAT
Dutee Chand Tests Positive

নয়াদিল্লি, 18 জানুয়ারি: ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের ডোপ নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে (Indian Sprinter Dutee Chand Tests Positive for Prohibited Substances) ৷ আর তারপরেই জাতীয় স্তরের এই অ্যাথলিটকে সাময়িকভাবে সাসপেন্ড করল ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি ৷ তাঁর ডোপ পরীক্ষার রিপোর্টে নিষিদ্ধ ড্রাগের কথা উল্লেখ রয়েছে ৷ প্রতিযোগিতার বাইরে এই ডোপ পরীক্ষা করানো হয়েছিল ৷ গত বছর 5 ডিসেম্বর ভুবনেশ্বরে জাতীয় এই অ্যাথলিটের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷

ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি বা নাডা-র বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আপনাকে জানাচ্ছি যে, আপনার নমুনা এনডিটিএল বা ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডা-র ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ল্যাবরেটরিস নির্ধারিত পদ্ধতি অনুসারে পরীক্ষা করা হয়েছে ৷ সেই রিপোর্টে অস্বাভাবিক এবং ক্ষতিকর কিছু পদার্থ পাওয়া গিয়েছে ৷’’ মূলত আন্ডারিন, অস্টারিন ও লিগ্যান্ড্রোল এই তিনধরনের নিষিদ্ধ ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির ল্যাবের পরীক্ষায় পাওয়া গেছে ৷ যা ওয়াডা-র নির্ধারিত নির্দেশিকায় নিষিদ্ধ ৷ যার পরেই দ্যুতি চাঁদকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে ৷

গত বছর 5 ডিয়েম্বর ভুবনেশ্বরে দ্যুতির মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছিল ডোপ পরীক্ষার জন্য ৷ মূলত, কোনও প্রতিযোগিতা না-থাকা সত্ত্বেও, ব়্যানডম এই নমুনা সংগ্রহ করেছিল নাডা ৷ সম্প্রতি সেই নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি ৷ প্রসঙ্গত, 26 বছরের দ্যুতি 2018 সালের এশিয়ান গেমসে 100 ও 200 মিটারের দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন ৷ এমনকি ন্যাশনাল গেমসে 100 মিটারে চ্যাম্পিয়ন হন তিনি ৷

আরও পড়ুন: স্ট্রেট সেটে জয় দিয়ে মেলবোর্ন পার্কে প্রত্যাবর্তন জোকারের, সঙ্গী বিতর্ক

দ্যুতিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘‘আমি আপনাকে এই চিঠির বিষয়বস্তু মনোযোগ সহকারে পড়ার জন্য আবেদন জানাচ্ছি ৷ এখানে এএএফ-এর সম্ভাব্য সিদ্ধান্ত এবং ফলস্বরূপ শাস্তিমূলক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে ৷’’ এ নিয়ে দ্যুতিকে যোগাযোগ করা হলে তিনি জানান, নমুনা পজিটিভ আসার ব্যাপারে কোনও তথ্য তাঁর জানা নেই ৷

নয়াদিল্লি, 18 জানুয়ারি: ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের ডোপ নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে (Indian Sprinter Dutee Chand Tests Positive for Prohibited Substances) ৷ আর তারপরেই জাতীয় স্তরের এই অ্যাথলিটকে সাময়িকভাবে সাসপেন্ড করল ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি ৷ তাঁর ডোপ পরীক্ষার রিপোর্টে নিষিদ্ধ ড্রাগের কথা উল্লেখ রয়েছে ৷ প্রতিযোগিতার বাইরে এই ডোপ পরীক্ষা করানো হয়েছিল ৷ গত বছর 5 ডিসেম্বর ভুবনেশ্বরে জাতীয় এই অ্যাথলিটের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷

ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি বা নাডা-র বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আপনাকে জানাচ্ছি যে, আপনার নমুনা এনডিটিএল বা ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডা-র ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ল্যাবরেটরিস নির্ধারিত পদ্ধতি অনুসারে পরীক্ষা করা হয়েছে ৷ সেই রিপোর্টে অস্বাভাবিক এবং ক্ষতিকর কিছু পদার্থ পাওয়া গিয়েছে ৷’’ মূলত আন্ডারিন, অস্টারিন ও লিগ্যান্ড্রোল এই তিনধরনের নিষিদ্ধ ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির ল্যাবের পরীক্ষায় পাওয়া গেছে ৷ যা ওয়াডা-র নির্ধারিত নির্দেশিকায় নিষিদ্ধ ৷ যার পরেই দ্যুতি চাঁদকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে ৷

গত বছর 5 ডিয়েম্বর ভুবনেশ্বরে দ্যুতির মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছিল ডোপ পরীক্ষার জন্য ৷ মূলত, কোনও প্রতিযোগিতা না-থাকা সত্ত্বেও, ব়্যানডম এই নমুনা সংগ্রহ করেছিল নাডা ৷ সম্প্রতি সেই নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি ৷ প্রসঙ্গত, 26 বছরের দ্যুতি 2018 সালের এশিয়ান গেমসে 100 ও 200 মিটারের দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন ৷ এমনকি ন্যাশনাল গেমসে 100 মিটারে চ্যাম্পিয়ন হন তিনি ৷

আরও পড়ুন: স্ট্রেট সেটে জয় দিয়ে মেলবোর্ন পার্কে প্রত্যাবর্তন জোকারের, সঙ্গী বিতর্ক

দ্যুতিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘‘আমি আপনাকে এই চিঠির বিষয়বস্তু মনোযোগ সহকারে পড়ার জন্য আবেদন জানাচ্ছি ৷ এখানে এএএফ-এর সম্ভাব্য সিদ্ধান্ত এবং ফলস্বরূপ শাস্তিমূলক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে ৷’’ এ নিয়ে দ্যুতিকে যোগাযোগ করা হলে তিনি জানান, নমুনা পজিটিভ আসার ব্যাপারে কোনও তথ্য তাঁর জানা নেই ৷

Last Updated : Jan 18, 2023, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.