হ্যাংঝাউ, 29 সেপ্টেম্বর: ভারতের পদকের ঝুলিতে আরও 3টি রুপো ও 1টি ব্রোঞ্জ এল ৷ আর এখানেও বাজিমাত শুটিং ব্রিগেডের ৷ মেয়েদের 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন এষা সিং ৷ সোনা ও রুপো মিলিয়ে মোট 4টি পদক জিতেছেন তিনি ৷ মেয়েদের 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে এষা সিং, দিব্যা থাডিগোল এবং পলক গুলিয়া রুপো জিতেছেন ৷ টেনিসে পুরুষদের ডাবলসে রুপো জিতেছেন সাকেত মাইনেনি এবং রামকুমার রামানাথন ৷ স্কোয়াশে মেয়েদের টিম ইভেন্টে এদিন ব্রোঞ্জ জিতেছেন দীপিকা পাল্লিকাল, অনাহাত সিং, জোসনা চিনাপ্পা এবং তানভি ৷
-
A RICH MEDAL HAUL FOR ESHA SINGH🥇🥈#AsianGames2022
— SAI Media (@Media_SAI) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇮🇳's sharpshooter @singhesha10 showcased her extraordinary talent, securing a SILVER MEDAL in the 10m Air Pistol competition! 🥈🔫
This is Esha' s 4️⃣th medal so far. Both GOLD and SILVER in the same event goes to 🇮🇳🔥 We… pic.twitter.com/pDhkO7SPBx
">A RICH MEDAL HAUL FOR ESHA SINGH🥇🥈#AsianGames2022
— SAI Media (@Media_SAI) September 29, 2023
🇮🇳's sharpshooter @singhesha10 showcased her extraordinary talent, securing a SILVER MEDAL in the 10m Air Pistol competition! 🥈🔫
This is Esha' s 4️⃣th medal so far. Both GOLD and SILVER in the same event goes to 🇮🇳🔥 We… pic.twitter.com/pDhkO7SPBxA RICH MEDAL HAUL FOR ESHA SINGH🥇🥈#AsianGames2022
— SAI Media (@Media_SAI) September 29, 2023
🇮🇳's sharpshooter @singhesha10 showcased her extraordinary talent, securing a SILVER MEDAL in the 10m Air Pistol competition! 🥈🔫
This is Esha' s 4️⃣th medal so far. Both GOLD and SILVER in the same event goes to 🇮🇳🔥 We… pic.twitter.com/pDhkO7SPBx
পিস্তলে ব্যক্তিগত ও রাইফেল শুটিংয়ে দলগত ইভেন্টে দিনের শুরুতেই যেমন দু’টি সোনা এসেছে ভারতের নামে ৷ তেমনি মেয়েদের পিস্তলের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে দু’টি রুপো এসেছে এশিয়াডের ষষ্ঠদিনে ৷ হ্যাংঝাউতে মেয়েদের ব্যক্তিগত 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে রুপো জিতেছেন ভারতের এষা সিং ৷ তিনি 19তম এশিয়াডে এখনও পর্যন্ত মোট চারটি পদক জিতেছেন ৷ চারটি পদকের 2টি সোনা এবং দুটি রুপোর পদক রয়েছে এষার নামে ৷ আজকের মেয়েদের ব্যক্তিগত 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে সোনা জিতেছেন ভারতের 17 বছরের পলক গুলিয়া ৷
-
🥈 𝗣𝘂𝗿𝗲 𝗕𝗿𝗶𝗹𝗹𝗶𝗮𝗻𝗰𝗲 𝗙𝗿𝗼𝗺 𝗼𝘂𝗿 𝗦𝗵𝗼𝗼𝘁𝗲𝗿𝘀 𝗮𝘁 #𝗔𝘀𝗶𝗮𝗻𝗚𝗮𝗺𝗲𝘀𝟮𝟬𝟮𝟮! 🥈
— SAI Media (@Media_SAI) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The 10m Air Pistol team of Divya, @singhesha10 Palak secured the 𝙎𝙞𝙡𝙫𝙚𝙧 𝙈𝙚𝙙𝙖𝙡 today, beginning the day on a shining note! 🏆🎯
Proud of you all 🙌👏#Cheer4India… pic.twitter.com/RKPZg16lfm
">🥈 𝗣𝘂𝗿𝗲 𝗕𝗿𝗶𝗹𝗹𝗶𝗮𝗻𝗰𝗲 𝗙𝗿𝗼𝗺 𝗼𝘂𝗿 𝗦𝗵𝗼𝗼𝘁𝗲𝗿𝘀 𝗮𝘁 #𝗔𝘀𝗶𝗮𝗻𝗚𝗮𝗺𝗲𝘀𝟮𝟬𝟮𝟮! 🥈
— SAI Media (@Media_SAI) September 29, 2023
The 10m Air Pistol team of Divya, @singhesha10 Palak secured the 𝙎𝙞𝙡𝙫𝙚𝙧 𝙈𝙚𝙙𝙖𝙡 today, beginning the day on a shining note! 🏆🎯
Proud of you all 🙌👏#Cheer4India… pic.twitter.com/RKPZg16lfm🥈 𝗣𝘂𝗿𝗲 𝗕𝗿𝗶𝗹𝗹𝗶𝗮𝗻𝗰𝗲 𝗙𝗿𝗼𝗺 𝗼𝘂𝗿 𝗦𝗵𝗼𝗼𝘁𝗲𝗿𝘀 𝗮𝘁 #𝗔𝘀𝗶𝗮𝗻𝗚𝗮𝗺𝗲𝘀𝟮𝟬𝟮𝟮! 🥈
— SAI Media (@Media_SAI) September 29, 2023
The 10m Air Pistol team of Divya, @singhesha10 Palak secured the 𝙎𝙞𝙡𝙫𝙚𝙧 𝙈𝙚𝙙𝙖𝙡 today, beginning the day on a shining note! 🏆🎯
Proud of you all 🙌👏#Cheer4India… pic.twitter.com/RKPZg16lfm
মেয়েদের দলগত 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো পেয়েছে ভারত ৷ সেখানে এষা সিং, পলক গুলিয়া এবং দিব্যা থাডিগোল ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ শুটিংয়ে ষষ্ঠ দিনে এখনও পর্যন্ত 4টি পদক এসেছে ৷ অন্যদিকে, টেনিসে পুরুষদের ডাবলসে রুপো জিতেছেন ভারতের সাকেত মাইনেনি এবং রামকুমার রামানাথন ৷ এ দিনের জয়ের পর রামকুমার রামানাথনের এটি প্রথম পদক জয় হল এশিয়াডে ৷ আর সাকেত মাইনেনির এটি এশিয়াডে তৃতীয় পদক ৷
-
🥈🔟 on 🔟 Performance! 🎾🥈
— SAI Media (@Media_SAI) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇮🇳's Doubles pair of @ramkumar1994 and @SakethMyneni clinched the 🥈medal in the Finals, and their performance was nothing short of exceptional! 👏
This is 🇮🇳's 10th Silver medal so far🔥
And notably, 1st Medal for Ramkumar, and 3rd for Saketh in… pic.twitter.com/iejV3VzkxX
">🥈🔟 on 🔟 Performance! 🎾🥈
— SAI Media (@Media_SAI) September 29, 2023
🇮🇳's Doubles pair of @ramkumar1994 and @SakethMyneni clinched the 🥈medal in the Finals, and their performance was nothing short of exceptional! 👏
This is 🇮🇳's 10th Silver medal so far🔥
And notably, 1st Medal for Ramkumar, and 3rd for Saketh in… pic.twitter.com/iejV3VzkxX🥈🔟 on 🔟 Performance! 🎾🥈
— SAI Media (@Media_SAI) September 29, 2023
🇮🇳's Doubles pair of @ramkumar1994 and @SakethMyneni clinched the 🥈medal in the Finals, and their performance was nothing short of exceptional! 👏
This is 🇮🇳's 10th Silver medal so far🔥
And notably, 1st Medal for Ramkumar, and 3rd for Saketh in… pic.twitter.com/iejV3VzkxX
আরও পড়ুন: এশিয়াডের ষষ্ঠদিনের শুরুতে শুটিংয়ে জোড়া সোনা ভারতের
শুটিং ও টেনিসের পাশাপাশি স্কোয়াশেও ভারতের মেয়েরা কামাল করেছেন ৷ ব্রোঞ্জের লড়াইয়ে মেয়েদের দলগত ইভেন্টে অনাহাত সিং, দীপিকা পাল্লিকাল তানভি এবং জোসনা চিনাপ্পা দুরন্ত পারফর্ম্যান্স দিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ এর পাশাপাশি, পুরুষদের সাঁতার প্রতিযোগিতায় 200 মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালে উঠেছেন অদ্বৈত পেজ ৷ পুরুষদের সাঁতার প্রতিযোগিতার 200 মিটার বাটারফ্লাই ইভেন্টের ফাইনালে উঠেছেন সাজন প্রকাশ ৷ মণিকা বাত্রা টেবিল টেনিসে মেয়েদের সিঙ্গলসে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ৷