ETV Bharat / sports

Asian Games 2023: তিরন্দাজিতে ইতিহাস, সোনা জিতলেন জ্যোতি সুরেখা-ওজাস দেওতালে; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:17 AM IST

Updated : Oct 4, 2023, 11:08 AM IST

তিরন্দাজিতে সোনা জিতেছেন দুই ভারতীয় ৷ জ্যোতি সুরেখা ভেন্নম এবং ওজাস দেওতালে ৷ কম্পাউন্ড মিক্সড বিভাগে দু'জনের প্রতিপক্ষ ছিল কোরিয়া ৷ রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন মঞ্জু রানি এবং রামবাবু ৷

ETV Bharat
তিরন্দাজিতে সোনা পেলেন জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে

হ্যাংঝাউ, 4 অক্টোবর: আজ এশিয়াডে ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন ৷ তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নম এবং ওজাস দেওতালে ৷ কম্পাউন্ড মিক্সড বিভাগে সোনা পেয়েছেন এই দুই তিরন্দাজ ৷

এর ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা বেড়ে হল 71 ৷ 2018 সালে জাকার্তায় এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা ছিল 70 ৷ এছাড়া বুধবার 35 কিমি রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন মঞ্জু রানি এবং রামবাবু ৷ এই সাফল্যে জ্যোতি-ওজাস এবং মঞ্জু-রামবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • 🥇🏹 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗔𝗥𝗖𝗛𝗘𝗥𝗬 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗢𝗙 𝗧𝗛𝗜𝗦 𝗘𝗗𝗜𝗧𝗜𝗢𝗡! Asia's #1 ranked Jyothi Surekha and World Champion Ojas Deotale have defeated Korea in the Final to secure the win.

    ✅ Tomorrow, both of them will vie for Women's & Men's team medals.
    ✅ Aiming for Gold once… pic.twitter.com/YB81guIkxX

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখন এশিয়ার প্রথম স্থানাধিকারী তিরন্দাজ জ্যোতি এবং বিশ্ব চ্যাম্পিয়ন ওজাস দেওতালে ৷ তাঁদের এই সাফল্যের ফলে চলতি এশিয়ান গেমসে চারটি পদক নিশ্চিত হল ৷ এর আগে 2014 সালের এশিয়াডে ভারতীয় পুরুষদের তিরন্দাজি দলটি কমপাউন্ড বিভাগে সোনা পেয়েছিল ৷ এছাড়া একটি রূপো এবং একটি ব্রোঞ্জ ৷

দিনের শুরুটা হয়েছিল মালয়েশিয়ার বিরুদ্ধে লড়াই দিয়ে ৷ তবে এই মুহূর্তে ভারতের প্রথম স্থানাধিকারী জ্যোতি-ওজাসের জুটি 158-155-এ দক্ষিণ এশিয়ার এই দেশটিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় ৷ এরপর কাজাকিস্তানের মুখোমুখি হয়ে 159-154-এ হারিয়ে এই জুটি ফাইনালে যায় ৷ দক্ষিণ কোরিয়ার সো চাওয়েওন এবং জু জায়েহুনকে 159-158-তে পরাজিত করে সোনা জেতেন জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে ৷ মঙ্গলবারও ভারতীয় তিরন্দাজিদের জন্য উল্লেখযোগ্য দিন ছিল ৷ এদিন পুরুষদের কমপাউন্ড ইনডিভিজুয়ালে সোনা নিশ্চিত করেন অভিষেক বার্মা এবং ওজাস দেওতালের ঝুলিতে যায় রূপো ৷

First Gold Medal in Archery at the Asian Games!

Well done @VJSurekha and Ojas, for hitting the bullseye in the Mixed Team Compound event, leading to a perfect podium finish. Their exceptional skill, precision and teamwork has ensured great results. Congrats to them. pic.twitter.com/UHNOznTHwe

— Narendra Modi (@narendramodi) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

35 কিমি রেস ওয়াকের মিক্সড টিম বিভাগে রামবাবু চতুর্থ স্থানে এবং মঞ্জু ষষ্ঠ স্থানে শেষ করে তৃতীয় পুরস্কার পেয়েছেন ৷ ভারতের জন্য আজ দিনের প্রথম মেডেলটি আনেন তাঁরাই ৷ রানির এই পথ অতিক্রম করতে 3 ঘণ্টা 9 মিনিট 3 সেকেন্ড সময় লাগে ৷ এদিকে রামবাবুর সময় লাগে 2 ঘণ্টা 42 মিনিট 11 সেকেন্ড ৷ এদিকে চিন 5 ঘণ্টা 16 মিনিট 41 সেকেন্ড এবং জাপান 5 ঘণ্টা 22 মিনিট 11 সেকেন্ডে শেষ করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ৷

  • Congratulations to Ram Baboo and Manju Rani for bringing glory to India with their Bronze Medal in the 35km Race Walk Mixed Team event. This would not be possible without the tremendous endurance and determination shown by these amazing athletes. pic.twitter.com/IYiZ4Ectnz

    — Narendra Modi (@narendramodi) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেরঠের দুই কন্যের পরপর সোনা! জ্যাভলিনে পদক আনলেন অন্নু; 'সোনার মেয়ে' দেখালেন নীরজের ঝলক

হ্যাংঝাউ, 4 অক্টোবর: আজ এশিয়াডে ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন ৷ তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নম এবং ওজাস দেওতালে ৷ কম্পাউন্ড মিক্সড বিভাগে সোনা পেয়েছেন এই দুই তিরন্দাজ ৷

এর ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা বেড়ে হল 71 ৷ 2018 সালে জাকার্তায় এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা ছিল 70 ৷ এছাড়া বুধবার 35 কিমি রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন মঞ্জু রানি এবং রামবাবু ৷ এই সাফল্যে জ্যোতি-ওজাস এবং মঞ্জু-রামবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • 🥇🏹 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗔𝗥𝗖𝗛𝗘𝗥𝗬 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗢𝗙 𝗧𝗛𝗜𝗦 𝗘𝗗𝗜𝗧𝗜𝗢𝗡! Asia's #1 ranked Jyothi Surekha and World Champion Ojas Deotale have defeated Korea in the Final to secure the win.

    ✅ Tomorrow, both of them will vie for Women's & Men's team medals.
    ✅ Aiming for Gold once… pic.twitter.com/YB81guIkxX

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখন এশিয়ার প্রথম স্থানাধিকারী তিরন্দাজ জ্যোতি এবং বিশ্ব চ্যাম্পিয়ন ওজাস দেওতালে ৷ তাঁদের এই সাফল্যের ফলে চলতি এশিয়ান গেমসে চারটি পদক নিশ্চিত হল ৷ এর আগে 2014 সালের এশিয়াডে ভারতীয় পুরুষদের তিরন্দাজি দলটি কমপাউন্ড বিভাগে সোনা পেয়েছিল ৷ এছাড়া একটি রূপো এবং একটি ব্রোঞ্জ ৷

দিনের শুরুটা হয়েছিল মালয়েশিয়ার বিরুদ্ধে লড়াই দিয়ে ৷ তবে এই মুহূর্তে ভারতের প্রথম স্থানাধিকারী জ্যোতি-ওজাসের জুটি 158-155-এ দক্ষিণ এশিয়ার এই দেশটিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় ৷ এরপর কাজাকিস্তানের মুখোমুখি হয়ে 159-154-এ হারিয়ে এই জুটি ফাইনালে যায় ৷ দক্ষিণ কোরিয়ার সো চাওয়েওন এবং জু জায়েহুনকে 159-158-তে পরাজিত করে সোনা জেতেন জ্যোতি সুরেখা এবং ওজাস দেওতালে ৷ মঙ্গলবারও ভারতীয় তিরন্দাজিদের জন্য উল্লেখযোগ্য দিন ছিল ৷ এদিন পুরুষদের কমপাউন্ড ইনডিভিজুয়ালে সোনা নিশ্চিত করেন অভিষেক বার্মা এবং ওজাস দেওতালের ঝুলিতে যায় রূপো ৷

  • First Gold Medal in Archery at the Asian Games!

    Well done @VJSurekha and Ojas, for hitting the bullseye in the Mixed Team Compound event, leading to a perfect podium finish. Their exceptional skill, precision and teamwork has ensured great results. Congrats to them. pic.twitter.com/UHNOznTHwe

    — Narendra Modi (@narendramodi) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

35 কিমি রেস ওয়াকের মিক্সড টিম বিভাগে রামবাবু চতুর্থ স্থানে এবং মঞ্জু ষষ্ঠ স্থানে শেষ করে তৃতীয় পুরস্কার পেয়েছেন ৷ ভারতের জন্য আজ দিনের প্রথম মেডেলটি আনেন তাঁরাই ৷ রানির এই পথ অতিক্রম করতে 3 ঘণ্টা 9 মিনিট 3 সেকেন্ড সময় লাগে ৷ এদিকে রামবাবুর সময় লাগে 2 ঘণ্টা 42 মিনিট 11 সেকেন্ড ৷ এদিকে চিন 5 ঘণ্টা 16 মিনিট 41 সেকেন্ড এবং জাপান 5 ঘণ্টা 22 মিনিট 11 সেকেন্ডে শেষ করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ৷

  • Congratulations to Ram Baboo and Manju Rani for bringing glory to India with their Bronze Medal in the 35km Race Walk Mixed Team event. This would not be possible without the tremendous endurance and determination shown by these amazing athletes. pic.twitter.com/IYiZ4Ectnz

    — Narendra Modi (@narendramodi) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেরঠের দুই কন্যের পরপর সোনা! জ্যাভলিনে পদক আনলেন অন্নু; 'সোনার মেয়ে' দেখালেন নীরজের ঝলক

Last Updated : Oct 4, 2023, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.