ভুবনেশ্বর, 19 জানুয়ারি: বৃহস্পতিবার হকি বিশ্বকাপের ম্যাচে প্রতিপক্ষ ওয়েলসকে 4-2 ব্যবধানে হারিয়েছে ভারতের পুরুষ হকি দল ৷ তবে এই ম্যাচে জিতলেও সরাসরি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল এখনও নিশ্চিত নয় ভারতীয় হকি দলের ৷ কোয়ার্টার ফাইনালে উঠতে হলে রবিবারের পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে ভারতকে (India beat Wales 4-2) ৷
এদিন ভারতের হয়ে ম্যাচের 32 ও 45 মিনিটে 2টি গোল করেন আকাশদীপ সিং ৷ একটি করে গোল করেন সামশের সিং (21 মিনিটে) ও হরমনপ্রীত সিং (59 মিনিটে)৷ অন্যদিকে ওয়েলসের হয়ে ম্যাচের 42 ও 44 মিনিটে দুটি গোল করেন যথাক্রমে গারেথ ফারলঙ্গ ও জেকব ড্র্যাপার ৷ তবে এদিনের ম্যাচ থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে ভারতকে ন্যূনতম 8 গোলের ব্যবধানে জিততে হত এদিন ৷ কিন্তু তা হয়নি ৷ পুল-ডি গ্রুপে ভারত দ্বিতীয় হয়ে শেষ করল এদিন ৷ প্রথমে রয়েছে ইংল্যান্ড ৷
আরও পড়ুন: ফের বিধ্বংসী আকাশদীপ, ইনিংসে জয় পেতে বাংলার দরকার 3 উইকেট
গ্রুপ লিগের ম্যাচে ভারত ও ইংল্যান্ড দুই দলেরই পয়েন্ট 7 ৷ দুই দলই 2টি করে ম্যাচ জিতেছে ৷ কিন্তু গোল পার্থক্যে ভারতের থেকে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ৷ এর আগে পুল-ডি এর স্পেনকে 8-0 ও ভারতকে 9-4 ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড ৷ নিয়ন অনুযায়ী যখন দুই দলের পয়েন্ট সমান থাকে তখন গোল পার্থক্যের হিসেব করে ব়্যাংক নির্ধারণ করা হয় (India in Hockey World Cup) ৷
রবিবারের ম্যাচে পুল-সি'তে তৃতীয় স্থানাধিকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত (Indian hockey team) ৷ তবে বিশেষজ্ঞদের মতে এদিনের ম্যাচ এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ভারতের সবথেকে খারাপ খেলার সাক্ষী থেকেছে ৷ 20 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা হাওয়ার মধ্যে খেলতে বেগ পেতে হয় খেলোয়ারদের ৷ ভারত এদিন 7টি পেনাল্টি ও আরও 6টি গোলের সুযোগ পেলেও তা নষ্ট করে ৷ পুল-এ ও পুল-বি এর শেষ ম্যাচ শুক্রবার খেলা হবে রাউলকেলায় ৷