ETV Bharat / sports

Asian Champions Trophy Hockey: জাপানকে গোলের মালা পরিয়ে ফাইনালে ভারত, প্রতিপক্ষ মালয়েশিয়া - জাপানকে গোলের মালা পরিয়ে ফাইনালে ভারত

দ্বিতীয় সেমিফাইনালে চেন্নাইয়ে মেয়র রাধাকৃষ্ণাণ স্টেডিয়ামে গতবারের রানার্স জাপানকে দুরমুশ করল ভারত ৷ 'মেন ইন ব্লু'র কাছে সূর্যোদয়ের দেশ হারল 0-5 গোলে ৷ শেষ চারের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 6-2 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মালয়েশিয়া ৷

Asian Champions Trophy Hockey
জাপানকে গোলের মালা পরিয়ে ফাইনালে ভারত
author img

By

Published : Aug 11, 2023, 11:11 PM IST

চেন্নাই, 11 অগস্ট: লিগের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পর্যুদস্ত করে শীর্ষে থেকেই সেমিতে পৌঁছেছিল হরমনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি ৷ সেই জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দ্বিতীয় সেমিফাইনালে চেন্নাইয়ে মেয়র রাধাকৃষ্ণাণ স্টেডিয়ামে গতবারের রানার্স জাপানকে দুরমুশ করল ভারত ৷ 'মেন ইন ব্লু'র কাছে সূর্যোদয়ের দেশ হারল 0-5 গোলে ৷ শেষ চারের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 6-2 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মালয়েশিয়া ৷ অর্থাৎ, চতুর্থবার প্রতিযোগিতার সেরা হওয়ার লক্ষ্যে ভারতের সামনে মালয়েশিয়াকে হার্ডল ৷

তবে ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভারতের দুশ্চিন্তা কমাবে লিগ পর্বের ফলাফল ৷ কারণ লিগ টেবিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকে 5-0 গোলে হারিয়েছিল ভারতীয় দল ৷ এদিন সেমিফাইনালের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে তিনটি গোল তুলে নেয় ভারত ৷ আকাশদীপ সিং, হরমনপ্রীত সিং এবং মনদীপ সিংয়ের গোলে ফাইনালের গন্ধ পেয়ে যায় ভারতীয় শিবির ৷

আরও পড়ুন: হরমনপ্রীতের জোড়া গোলে ধরাশায়ী পাকিস্তান, শীর্ষে থেকে সেমিতে ভারত

এরপর দ্বিতীয়ার্ধে সুমিত এবং সেলভম কার্তির গোলে বড় জয় নিশ্চিত হয় ভারতের ৷ অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইতিহাস গড়ে প্রথমবার প্রতিযোগিতায় প্রথমবারের জন্য ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হাফডজন গোলের মালা পরায় তারা ৷ আগামিকাল ফাইনালে মুখোমুখি হবে দুই দল ৷

বুধবার পাকিস্তানকে 4-0 গোলে পর্যুদস্ত করেছিল ভারত ৷ অন্যদিকে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় পাকিস্তান ৷ প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তৃতীয় গোলটি করেন যুগরাজ সিং ৷ চতুর্থ গোল আকাশদীপ সিংয়ের ৷ সবমিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একপেশেই জয় পায় ভারত।

চেন্নাই, 11 অগস্ট: লিগের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পর্যুদস্ত করে শীর্ষে থেকেই সেমিতে পৌঁছেছিল হরমনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি ৷ সেই জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দ্বিতীয় সেমিফাইনালে চেন্নাইয়ে মেয়র রাধাকৃষ্ণাণ স্টেডিয়ামে গতবারের রানার্স জাপানকে দুরমুশ করল ভারত ৷ 'মেন ইন ব্লু'র কাছে সূর্যোদয়ের দেশ হারল 0-5 গোলে ৷ শেষ চারের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 6-2 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মালয়েশিয়া ৷ অর্থাৎ, চতুর্থবার প্রতিযোগিতার সেরা হওয়ার লক্ষ্যে ভারতের সামনে মালয়েশিয়াকে হার্ডল ৷

তবে ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভারতের দুশ্চিন্তা কমাবে লিগ পর্বের ফলাফল ৷ কারণ লিগ টেবিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকে 5-0 গোলে হারিয়েছিল ভারতীয় দল ৷ এদিন সেমিফাইনালের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে তিনটি গোল তুলে নেয় ভারত ৷ আকাশদীপ সিং, হরমনপ্রীত সিং এবং মনদীপ সিংয়ের গোলে ফাইনালের গন্ধ পেয়ে যায় ভারতীয় শিবির ৷

আরও পড়ুন: হরমনপ্রীতের জোড়া গোলে ধরাশায়ী পাকিস্তান, শীর্ষে থেকে সেমিতে ভারত

এরপর দ্বিতীয়ার্ধে সুমিত এবং সেলভম কার্তির গোলে বড় জয় নিশ্চিত হয় ভারতের ৷ অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইতিহাস গড়ে প্রথমবার প্রতিযোগিতায় প্রথমবারের জন্য ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হাফডজন গোলের মালা পরায় তারা ৷ আগামিকাল ফাইনালে মুখোমুখি হবে দুই দল ৷

বুধবার পাকিস্তানকে 4-0 গোলে পর্যুদস্ত করেছিল ভারত ৷ অন্যদিকে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় পাকিস্তান ৷ প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তৃতীয় গোলটি করেন যুগরাজ সিং ৷ চতুর্থ গোল আকাশদীপ সিংয়ের ৷ সবমিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একপেশেই জয় পায় ভারত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.