ETV Bharat / sports

এশিয়ান কাপে ফলাফলের আশা করা যাবে না, জানালেন দল গঠনে ক্ষুব্ধ স্টিম্যাচ

Igor Stimac Upsets for Not Getting Proper Team for Asian Cup: দোহায় আয়োজিত এশিয়ান কাপের জন্য ভারতীয় ফুটবল দলে যাঁদের চেয়েছিলেন কোচ ইগর স্টিম্যাচ, তাঁদের তিনি পাননি ৷ তাই কাতারের বিরুদ্ধে 0-3 গোলে বিশ্বকাপ কোয়ালিফায়ার হারের পর এমনটাই জানিয়ে গেলেন স্টিম্যাচ ৷

Image Courtesy: X
Image Courtesy: X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 1:45 PM IST

ভুবনেশ্বর, 22 নভেম্বর: এশিয়ান কাপকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে দেখছেন না ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ ৷ জানিয়ে দিলেন, দোহায় আয়োজিত এই টুর্নামেন্টে যাওয়ার আগে জাতীয় দলের ফুটবলাররা সঠিক প্রস্তুতির সময় পাননি ৷ এত বড় মহাদেশীয় টুর্নামেন্টে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ 'সাজিয়ে রাখা একটি বস্তুর মতো' বলে মন্তব্য করেন তিনি ৷ ইগরের এই মন্তব্য ভারতীয় ফুটবল ফেডারেশনে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আগামী 12 জানুয়ারি থেকে এশিয়া মহাদেশের তাবড় দলগুলিকে নিয়ে এশিয়ান কাপ শুরু হচ্ছে ৷ যার আগে চার সপ্তাহ দলের ফুটবলারদের নিয়ে সঠিক প্রস্তুতি চেয়েছিলেন ইগর স্টিম্যাচ ৷ কিন্তু, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বের খেলা আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে ৷ যেখানে আইএসএল ক্লাবগুলি তাঁদের ফুটবলারদের দীর্ঘ সময়ের ট্রেনিং ক্যাম্পের জন্য ছাড়তে প্রস্তুত নয় ৷ উল্লেখ্য, এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচে 13 জানুয়ারি ৷ সুনীল ছেত্রীদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ এশিয়ান দেশগুলির মধ্যে অন্যতম শক্তিশালী দল অজিদের ৷

যার আগে জাতীয় দলের ফুটবলারদের একসঙ্গে নিয়ে স্টিম্যাচ 10 দিনের বেশি অনুশীলনের সুযোগ পাবেন না ৷ উল্লেখ্য, ভারতের গ্রুপে বাকি দু’টি দল হল উজবেকিস্তান এবং সিরিয়া ৷ কার্যত 'গ্রুপ অফ ডেথ' বলা চলে ভারতের গ্রুপকে ৷ স্টিম্যাচ বলেন, ‘‘আমরা যেটা চেয়েছি, সেটা পাইনি ৷ আমার কাছে খুব স্পষ্ট, আপনি আমাকে সময় দেবেন এবং তাহলেই হয়তো আমি আপনাকে ফলাফল এনে দিতে পারব ৷ সময় না দিয়ে, ফলাফল বা সেই ধরনের কিছু আশা করবেন না ৷ একেবারে ভুলে যান ৷’’

ফুটবল বিশেষজ্ঞদের অধিকাংশের মতেই, এই 'আপনি বা আপনারা', আসলেই ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্দেশ্যে ৷ ইগর স্টিম্যাচ বলেন, ‘‘আমি সেখানে (দোহা) গর্বের সঙ্গে আমার প্লেয়ারদের নিয়ে ভারতের প্রতিনিধিত্ব করতে যাব ৷ আমাদের সবকিছু করতে হবে ৷ কিন্তু, সেখানে আমাদের জন্য কোনও সময় দেওয়া হচ্ছে না ৷ 12-13 দিনে কোনও প্রস্তুতি সম্ভব নয় ৷’’

আরও পড়ুন:

  1. কাজে এল না স্টিম্যাচের বার্তা, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হার ভারতের
  2. উত্তপ্ত মারাকানায় ফের ব্রাজিল 'বধ', তিন দশক আগের ইতিহাস ফেরালেন মেসিরা

ভুবনেশ্বর, 22 নভেম্বর: এশিয়ান কাপকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে দেখছেন না ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ ৷ জানিয়ে দিলেন, দোহায় আয়োজিত এই টুর্নামেন্টে যাওয়ার আগে জাতীয় দলের ফুটবলাররা সঠিক প্রস্তুতির সময় পাননি ৷ এত বড় মহাদেশীয় টুর্নামেন্টে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ 'সাজিয়ে রাখা একটি বস্তুর মতো' বলে মন্তব্য করেন তিনি ৷ ইগরের এই মন্তব্য ভারতীয় ফুটবল ফেডারেশনে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আগামী 12 জানুয়ারি থেকে এশিয়া মহাদেশের তাবড় দলগুলিকে নিয়ে এশিয়ান কাপ শুরু হচ্ছে ৷ যার আগে চার সপ্তাহ দলের ফুটবলারদের নিয়ে সঠিক প্রস্তুতি চেয়েছিলেন ইগর স্টিম্যাচ ৷ কিন্তু, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বের খেলা আগামী 29 ডিসেম্বর পর্যন্ত চলবে ৷ যেখানে আইএসএল ক্লাবগুলি তাঁদের ফুটবলারদের দীর্ঘ সময়ের ট্রেনিং ক্যাম্পের জন্য ছাড়তে প্রস্তুত নয় ৷ উল্লেখ্য, এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচে 13 জানুয়ারি ৷ সুনীল ছেত্রীদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ এশিয়ান দেশগুলির মধ্যে অন্যতম শক্তিশালী দল অজিদের ৷

যার আগে জাতীয় দলের ফুটবলারদের একসঙ্গে নিয়ে স্টিম্যাচ 10 দিনের বেশি অনুশীলনের সুযোগ পাবেন না ৷ উল্লেখ্য, ভারতের গ্রুপে বাকি দু’টি দল হল উজবেকিস্তান এবং সিরিয়া ৷ কার্যত 'গ্রুপ অফ ডেথ' বলা চলে ভারতের গ্রুপকে ৷ স্টিম্যাচ বলেন, ‘‘আমরা যেটা চেয়েছি, সেটা পাইনি ৷ আমার কাছে খুব স্পষ্ট, আপনি আমাকে সময় দেবেন এবং তাহলেই হয়তো আমি আপনাকে ফলাফল এনে দিতে পারব ৷ সময় না দিয়ে, ফলাফল বা সেই ধরনের কিছু আশা করবেন না ৷ একেবারে ভুলে যান ৷’’

ফুটবল বিশেষজ্ঞদের অধিকাংশের মতেই, এই 'আপনি বা আপনারা', আসলেই ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্দেশ্যে ৷ ইগর স্টিম্যাচ বলেন, ‘‘আমি সেখানে (দোহা) গর্বের সঙ্গে আমার প্লেয়ারদের নিয়ে ভারতের প্রতিনিধিত্ব করতে যাব ৷ আমাদের সবকিছু করতে হবে ৷ কিন্তু, সেখানে আমাদের জন্য কোনও সময় দেওয়া হচ্ছে না ৷ 12-13 দিনে কোনও প্রস্তুতি সম্ভব নয় ৷’’

আরও পড়ুন:

  1. কাজে এল না স্টিম্যাচের বার্তা, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে হার ভারতের
  2. উত্তপ্ত মারাকানায় ফের ব্রাজিল 'বধ', তিন দশক আগের ইতিহাস ফেরালেন মেসিরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.