নয়াদিল্লি, 17 জুলাই: আসন্ন এশিয়ান গেমসে কি ভারতীয় ফুটবল দলকে দেখা যাবে? উত্তরটা আপাতদৃষ্টিতে না ৷ আসলে মহাদেশীয় ক্রমতালিকায় প্রথম আটে থাকা দলই অংশ নিতে পারবে আসন্ন এশিয়াডে। এছাড়া গতবারের পারফরম্যান্স এক্ষেত্রে যোগ্যতা অর্জনের মানদণ্ড হতে পারে ৷ কিন্তু দুইয়ের কোনওটাই ভারতের পক্ষে গেমসে অংশগ্রহণে সহায়ক নয়। তাই এবারেও এশিয়াডে অংশ নিতে পারছে না ভারতীয় ফুটবল দল। এই পরিস্থিতিতে এশিয়ান গেমসে ভারত যাতে অংশ নিতে পারে, আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দ্বারস্থ হলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ। সোমবার এক টুইট বার্তায় তিনি এমনটা আবেদেন করেছেন ৷
তিনি লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি জি ও মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে আমার বিনীত আবেদন দয়া করে আমাদের ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করার অনুমতি দিন ৷ আমরা রাষ্ট্রের গর্ব এবং তেরঙার সম্মানার্থে লড়াই করব!" ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের জানিয়েছে, নিয়ম মেনে দলগত বিভাগে এশিয়ার মধ্যে ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে থাকা দলই অংশ নিতে পারবে হ্যাংঝাউ এশিয়াডে। কিন্তু মহাদেশীয় ব়্যাংকিংয়ে 18 নম্বরে রয়েছে ভারতীয় ফুটবল দল।
প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা খোলা চিঠিতে এদিন স্টিম্যাচ সাফল্যের সঙ্গে 2017 ভারতের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ আয়োজনের কথাও উল্লেখ করেছেন। গত চার বছর ধরে ভারতীয় ফুটবল টিমের কঠোর পরিশ্রম এবং সাফল্যের কথা তুলে ধরে 'মেন ইন ব্লু'র এশিয়াডে খেলার অনুমতি চেয়েছেন। সেই সঙ্গে সাম্প্রতিক অতীতে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ কাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও তুলে ধরেছেন জাতীয় দলের কোচ। এশিয়াডে যোগ্যতা অর্জন করলে ভারত ভালো পারফরম্যান্স করবে বলেই আশাবাদী স্টিম্যাচ।
-
A humble appeal and sincere request to Honourable Prime Minister Sri @narendramodi ji and Hon. Sports Minister @ianuragthakur, to kindly allow our football team to participate in the Asian games 🙏🏽
— Igor Štimac (@stimac_igor) July 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We will fight for our nation’s pride and the flag! 🇮🇳
Jai Hind!#IndianFootball pic.twitter.com/wxGMY4o5TN
">A humble appeal and sincere request to Honourable Prime Minister Sri @narendramodi ji and Hon. Sports Minister @ianuragthakur, to kindly allow our football team to participate in the Asian games 🙏🏽
— Igor Štimac (@stimac_igor) July 17, 2023
We will fight for our nation’s pride and the flag! 🇮🇳
Jai Hind!#IndianFootball pic.twitter.com/wxGMY4o5TNA humble appeal and sincere request to Honourable Prime Minister Sri @narendramodi ji and Hon. Sports Minister @ianuragthakur, to kindly allow our football team to participate in the Asian games 🙏🏽
— Igor Štimac (@stimac_igor) July 17, 2023
We will fight for our nation’s pride and the flag! 🇮🇳
Jai Hind!#IndianFootball pic.twitter.com/wxGMY4o5TN
আরও পড়ুন: জোকারের রূপকথা থামিয়ে উইম্বলডনে আলকা-রাজ
এদিন তিনি টুইটে এও উল্লেখ করেছেন, "এশিয়ান গেমসে অংশগ্রহণে অনুমতি পাওয়া অন্যান্য দলের তুলনায় আমাদের ফুটবল দল ভালো জায়গায় রয়েছে। এছাড়াও ইতিহাস এবং পরিসংখ্যান অনুযায়ী ফুটবল এমন একটি খেলা যেখানে ব়্যাংকিংয়ে নীচে থাকা দলও শীর্ষস্থানীয় টিমকে হারানোর ক্ষমতা রাখে ৷ আপনি সবসময় ফিফা বিশ্বকাপে ভারতের খেলার স্বপ্নকে সমর্থন করেন এবং আমি নিশ্চিত যে আজ পর্যন্ত আমরা যেভাবে আপনার সমর্থন পেয়েছি, তাতে সেদিন বেশি দূরে নয় ৷"
সবশেষে স্টিম্যাচ টুইটে আরও যোগ করেছেন, "আপনার সম্প্রতি ফ্রান্স সফরে ফুটবল এবং এমবাপে সম্পর্কে বক্তৃতাও সমস্ত ভারতীয়কে স্পর্শ করেছে ৷ সুতরাং সমগ্র ভারতীয় ফুটবলের পক্ষ থেকে আপনার কাছে আমার বিনীত আবেদন এবং আন্তরিক অনুরোধ, দয়া করে আমাদের ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করার অনুমতি দিন ৷"
আরও পড়ুন: ডায়মন্ড লিগে ষষ্ঠ স্থানে শেষ করে প্যারিস অলিম্পিকসের টিকিট পেলেন অবিনাশ