সাও পাওলো, 2 ডিসেম্বর: শুভেচ্ছা এবং আরোগ্য কামনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানালেন ক্যানসার আক্রান্ত পেলে (Hospitalized Pele Thanks Fans) ৷ বর্তমানে সাও পাওলোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ৷ গত মঙ্গবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ 82 বছরের পেলে কোলন ক্যানসারে আক্রান্ত গত বছর থেকে ৷ 2021 সেপ্টেম্বরে অস্ত্রোপচারের মাধ্যমে পেলের শরীর থেকে টিউমারটি বাদ দেওয়া হলেও পুরো সুস্থ অবস্থায় ফিরতে পারেননি অশীতিপর পেলে ৷ তাঁর মেয়ে জানিয়েছেন, কিংবদন্তী ফুটবলারের চিকিৎসা নিয়মিত করার জন্য মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ 'ব্ল্যাক ডায়মন্ড'-এর শরীরে স্ফীতি পরিলক্ষিত হওয়ায় উৎকণ্ঠা বাড়ে অনুরাগীদের ৷
স্বভাবতই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিংবদন্তির সুস্থতা কামনা করে আসতে থাকে বার্তা (Well Wishing Messages for Pele by Fans) ৷ এমনকি ফুটবল বিশ্বকাপে জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ব্রাজিল কোচ তিতেও পেলের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন ৷ তাঁর শরীরের খোঁজ নেন ৷ সকলের থেকে এই বিপুল ভালোবাসা পেয়ে আপ্লুত পেলে ৷ কাতারের একটি বহুতলে তাঁর সুস্থতার বার্তার ছবি পোস্ট করে পেলে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘এরকম ইতিবাচক বার্তা পেলে, খুবই ভালো লাগে ৷ কাতারকে ধন্যবাদ এই সম্মান দেওয়ার জন্য ৷ সেই সঙ্গে বাকি সকলকেও, যাঁরা এত ইতিবাচক শক্তি আমার পর্যন্ত পৌঁছে দিলে ৷’’
আরও পড়ুন: বিশ্বকাপের নকআউটে সামুরাইরা, হেরেও গোল পার্থক্যে বাঁচল স্পেন
পেলের মেয়ে কেইলি নাসিমেন্তো জানিয়েছেন, কিংবদন্তীর হাসপাতালে ভর্তি কোনও জরুরি পরিস্থিতির জন্য নয় ৷ তাঁর প্রতি মাসে যে শারীরিক পরীক্ষা হয়, তার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে ৷ এমনকি পেলের সঙ্গে পরিবারের বাকি সদস্যদের একটি অজানা জায়গার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন পেলের আরেক মেয়ে ফ্লাভিয়া নাসচিমেন্তো ৷ প্রসঙ্গত, সাও পাওলোর ওই হাসপাতাল এডসন আরান্তেস দো নাসিমেন্তোর ওরফে পেলের শারীরিক অবস্থা নিয়ে কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি ৷