নয়াদিল্লি, 27 জানুয়ারি : প্রয়াত ভারতীয় হকির অন্যতম দিকপাল চরণজিৎ সিং (Hockey legend Charanjit Singh dies) ৷ বৃহস্পতিবার হিমাচলপ্রদেশের উনায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷
1964 সালে টোকিয়ো অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক ছিলেন তিনি ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 5 বছর আগে স্ট্রোক হয়েছিল বর্ষীয়ান এই ক্রীড়াবিদের, তখন থেকেই প্যারালাইসড হয়ে পড়েন তিনি ৷ তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে সংকটজনক মৌমা-প্রাপ্তিদের কোচ
-
On behalf of Hockey India, we mourn the loss of a great figure of Indian Hockey, Shri Charanjit Singh.
— Hockey India (@TheHockeyIndia) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
May his soul Rest in Peace🙏 pic.twitter.com/PTb38lHDS6
">On behalf of Hockey India, we mourn the loss of a great figure of Indian Hockey, Shri Charanjit Singh.
— Hockey India (@TheHockeyIndia) January 27, 2022
May his soul Rest in Peace🙏 pic.twitter.com/PTb38lHDS6On behalf of Hockey India, we mourn the loss of a great figure of Indian Hockey, Shri Charanjit Singh.
— Hockey India (@TheHockeyIndia) January 27, 2022
May his soul Rest in Peace🙏 pic.twitter.com/PTb38lHDS6
1964 সালের অলিম্পিক্সে ভারতীয় হকি দলকে নেতৃত্ব দেওয়া ছাড়া, 1960 সালে যে ভারতীয় হকি দল এই প্রতিযোগিতার আসরে রৌপ্য পদক পেয়েছিল তারও সদস্য ছিলেন তিনি ৷ 1962 সালের এশিয়ান গেমসে ভারতীয় হকি দল রৌপ্য পদক পেয়েছিল, সেই দলেরও সদস্য ছিলেন তিনি ৷
12 বছর আগেই চরণজিৎ সিংয়ের স্ত্রী প্রয়াত হয়েছেন ৷ তাঁর বড় ছেলে পেশায় চিকিৎসক, থাকেন কানাডায় ৷ মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন ছোট ছেলে ৷