ETV Bharat / sports

UEFA Champions League : হাড্ডাহাড্ডি ম্যাচে একগুচ্ছ রেকর্ডের সাক্ষী এতিহাদ - মঙ্গলবার একগুচ্ছ রেকর্ডেরও সাক্ষী থাকল এতিহাদ

গোল সংখ্যায় লেওয়ানডস্কিকে টপকে গেলেন বেঞ্জেমা । তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পরপর তিন ম্যাচে রিয়াল বধ করল ম্যান সিটি । হাড্ডাহাড্ডি লড়াই শুধু নয়, মঙ্গলবার একগুচ্ছ রেকর্ডেরও সাক্ষী থাকল এতিহাদ (Manchester City beat Real Madrid) ।

Champions League Record
একগুচ্ছ রেকর্ডেরও সাক্ষী রইল এতিহাদ
author img

By

Published : Apr 27, 2022, 8:29 AM IST

ম্যাঞ্চেস্টার, 27 এপ্রিল : এই মুহূর্তে নিজেদের ট্রফির সংখ্যা বাড়ানোই লক্ষ্য টুর্নামেন্টের সবচেয়ে সফল দলের, তেমনই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে মরিয়া গতবারের রানার্স-আপ রাও । সেই লক্ষ্যেই নেমেছিল বিশ্বের দুই লিগের শীর্ষে থাকা দুই ক্লাব । হাড্ডাহাড্ডি লড়াই শুধু নয়, মঙ্গলবার একগুচ্ছ রেকর্ডেরও সাক্ষী থাকল এতিহাদ (Manchester City beat Real Madrid in UEFA Champions League Semifinal) ।

এতিহাদের হাইভোল্টেজ ম্যাচে 4-3 গোলে রিয়াল বধ করেছে ম্যাঞ্চেস্টার । যদিও গুয়ার্দিওলা-আন্সেলোত্তির ফুটবল মস্তিষ্কের ম্যাচে নায়ক সেই করিম বেঞ্জেমা । রিয়াল হারলেও ফের জাত চিনিয়েছেন ফরাসি তারকা । চলতি চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যায় লেওয়ানডস্কিকে টপকে গেলেন ফরাসি জাদুকর । এই মুহূর্তে রিয়াল স্ট্রাইকারের নামের পাশে 14টি গোল । শেষ 4 ম্যাচে 9 গোল করে ফেললেন বেঞ্জেমা ।

  • 🔝 Most goals in a single #UCL season:

    ⚽️1⃣7⃣ Cristiano Ronaldo (2013/14)
    ⚽️1⃣6⃣ Cristiano Ronaldo (2015/16)
    ⚽️1⃣5⃣ Cristiano Ronaldo (2017/18)
    ⚽️1⃣5⃣ Robert Lewandowski (2019/20)
    ⚽️1⃣4⃣ Lionel Messi (2011/12)
    ⚽️1⃣3⃣ Robert Lewandowski (2021/22)
    ⚽️1⃣3⃣ Karim Benzema (2021/22) pic.twitter.com/rbiU5UjEkF

    — UEFA Champions League (@ChampionsLeague) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চ্যাম্পিয়ন্স লিগের একটি সংস্করণে মোট গোলের নিরিখে লিও মেসিকে ছুঁয়ে ফেলেছেন বেঞ্জেমা । 2011-12 সংস্করণে 14 গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা । বেঞ্জেমার আগে এখন রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি (15 গোল, 2019-20) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (17 গোল, 2013-14) । যদিও পর্তুগিজ মহাতারকা 2017-18 সালে করেছিলেন 15টি গোল । 16টি গোল করেছিলেন 2015-16 মরশুমে । সবমিলিয়ে ঘরের মাঠে দু'গোল করলেই পোলিশ স্ট্রাইকারকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বেঞ্জেমার সামনে । তিন গোল করলেই ছুঁয়ে ফেলবেন রোনাল্ডোকে ।

রেকর্ড গড়েছে ম্যান সিটিও । তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পরপর তিন ম্যাচে রিয়াল বধ করল তারা । যেই রেকর্ড রয়েছে একমাত্র বায়ার্ন মিউনিখ (পরপর চার ম্যাচে জয়, 2000-2002) এবং জুভেন্তাসের (পরপর তিন ম্যাচে জয়, 2005-2008) । এটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে দুই দলই তিন বা তিনের বেশি গোল করল । এর আগে 1999 সালের এপ্রিলে ডায়নোমো কিয়েভ-বায়ার্ন মিউনিখ ম্যাচে দু'দলই 3টি করে গোল পেয়েছিল ।

আরও পড়ুন : সাত গোলের ম্যাচে নায়ক বেঞ্জেমা, এক গোলের ভরসায় মাদ্রিদের পথে সিটি

এতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার 4 গোল করলেও 3 গোল হজম করতে হয়েছে রদ্রি, লাপোর্তেদের । চ্যাম্পিয়ন্স লিগে সেমির একটি লেগে মোট 7 গোল হয়েছে তিনবার । 1995 সালে বায়ার্ন-আয়াক্স ম্যাচে (5-2 গোলে হারে জার্মান ক্লাব), 2018 সালে লিভারপুল-রোমা ম্যাচে (5-2 গোলে জেতে ব্রিটিশরা) এবং এদিন ।

অন্যদিকে, এই নিয়ে ছ'বার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে হারল রিয়াল মাদ্রিদ । ইতিহাস বলছে, তারমধ্যে 5 বারই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা । অর্থাৎ, প্রথম লেগে হারলে বেশিরভাগ সময়ই ডুবেছে স্প্যানিশ আর্মাডা । 4 মে বেনার্বাউতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল । ঘরের মাঠে রিয়াল অ্যাডভান্টেজ পেলেও এক গোলে এগিয়ে থেকে নামবে ম্যান সিটিও । ফলে সবমিলিয়ে প্রথম লেগে মদ্রিচ-বেঞ্জেমা-এডুয়ার্দো বনাম রদ্রি-দিয়াস-ব্রুইনের হাইভোল্টেজ লড়াইয়ের পর বেনার্বাউয়ের দ্বিতীয় লেগ দেখতে উৎসুক ফুটবল মহল ।

ম্যাঞ্চেস্টার, 27 এপ্রিল : এই মুহূর্তে নিজেদের ট্রফির সংখ্যা বাড়ানোই লক্ষ্য টুর্নামেন্টের সবচেয়ে সফল দলের, তেমনই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলতে মরিয়া গতবারের রানার্স-আপ রাও । সেই লক্ষ্যেই নেমেছিল বিশ্বের দুই লিগের শীর্ষে থাকা দুই ক্লাব । হাড্ডাহাড্ডি লড়াই শুধু নয়, মঙ্গলবার একগুচ্ছ রেকর্ডেরও সাক্ষী থাকল এতিহাদ (Manchester City beat Real Madrid in UEFA Champions League Semifinal) ।

এতিহাদের হাইভোল্টেজ ম্যাচে 4-3 গোলে রিয়াল বধ করেছে ম্যাঞ্চেস্টার । যদিও গুয়ার্দিওলা-আন্সেলোত্তির ফুটবল মস্তিষ্কের ম্যাচে নায়ক সেই করিম বেঞ্জেমা । রিয়াল হারলেও ফের জাত চিনিয়েছেন ফরাসি তারকা । চলতি চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যায় লেওয়ানডস্কিকে টপকে গেলেন ফরাসি জাদুকর । এই মুহূর্তে রিয়াল স্ট্রাইকারের নামের পাশে 14টি গোল । শেষ 4 ম্যাচে 9 গোল করে ফেললেন বেঞ্জেমা ।

  • 🔝 Most goals in a single #UCL season:

    ⚽️1⃣7⃣ Cristiano Ronaldo (2013/14)
    ⚽️1⃣6⃣ Cristiano Ronaldo (2015/16)
    ⚽️1⃣5⃣ Cristiano Ronaldo (2017/18)
    ⚽️1⃣5⃣ Robert Lewandowski (2019/20)
    ⚽️1⃣4⃣ Lionel Messi (2011/12)
    ⚽️1⃣3⃣ Robert Lewandowski (2021/22)
    ⚽️1⃣3⃣ Karim Benzema (2021/22) pic.twitter.com/rbiU5UjEkF

    — UEFA Champions League (@ChampionsLeague) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চ্যাম্পিয়ন্স লিগের একটি সংস্করণে মোট গোলের নিরিখে লিও মেসিকে ছুঁয়ে ফেলেছেন বেঞ্জেমা । 2011-12 সংস্করণে 14 গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা । বেঞ্জেমার আগে এখন রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি (15 গোল, 2019-20) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (17 গোল, 2013-14) । যদিও পর্তুগিজ মহাতারকা 2017-18 সালে করেছিলেন 15টি গোল । 16টি গোল করেছিলেন 2015-16 মরশুমে । সবমিলিয়ে ঘরের মাঠে দু'গোল করলেই পোলিশ স্ট্রাইকারকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বেঞ্জেমার সামনে । তিন গোল করলেই ছুঁয়ে ফেলবেন রোনাল্ডোকে ।

রেকর্ড গড়েছে ম্যান সিটিও । তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পরপর তিন ম্যাচে রিয়াল বধ করল তারা । যেই রেকর্ড রয়েছে একমাত্র বায়ার্ন মিউনিখ (পরপর চার ম্যাচে জয়, 2000-2002) এবং জুভেন্তাসের (পরপর তিন ম্যাচে জয়, 2005-2008) । এটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে দুই দলই তিন বা তিনের বেশি গোল করল । এর আগে 1999 সালের এপ্রিলে ডায়নোমো কিয়েভ-বায়ার্ন মিউনিখ ম্যাচে দু'দলই 3টি করে গোল পেয়েছিল ।

আরও পড়ুন : সাত গোলের ম্যাচে নায়ক বেঞ্জেমা, এক গোলের ভরসায় মাদ্রিদের পথে সিটি

এতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার 4 গোল করলেও 3 গোল হজম করতে হয়েছে রদ্রি, লাপোর্তেদের । চ্যাম্পিয়ন্স লিগে সেমির একটি লেগে মোট 7 গোল হয়েছে তিনবার । 1995 সালে বায়ার্ন-আয়াক্স ম্যাচে (5-2 গোলে হারে জার্মান ক্লাব), 2018 সালে লিভারপুল-রোমা ম্যাচে (5-2 গোলে জেতে ব্রিটিশরা) এবং এদিন ।

অন্যদিকে, এই নিয়ে ছ'বার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে হারল রিয়াল মাদ্রিদ । ইতিহাস বলছে, তারমধ্যে 5 বারই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা । অর্থাৎ, প্রথম লেগে হারলে বেশিরভাগ সময়ই ডুবেছে স্প্যানিশ আর্মাডা । 4 মে বেনার্বাউতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল । ঘরের মাঠে রিয়াল অ্যাডভান্টেজ পেলেও এক গোলে এগিয়ে থেকে নামবে ম্যান সিটিও । ফলে সবমিলিয়ে প্রথম লেগে মদ্রিচ-বেঞ্জেমা-এডুয়ার্দো বনাম রদ্রি-দিয়াস-ব্রুইনের হাইভোল্টেজ লড়াইয়ের পর বেনার্বাউয়ের দ্বিতীয় লেগ দেখতে উৎসুক ফুটবল মহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.