ETV Bharat / sports

Tokyo Paralympics: তিরন্দাজিতে পদক জিতে ইতিহাস গড়লেন হরভিন্দর - হরভিন্দর সিং

মাত্র দেড় বছর বয়সে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন হরভিন্দর সিং ৷ হরিয়ানার এক কৃষক পরিবারে জন্ম হরভিন্দর পড়াশোনাতেও দারুণ ৷ পাতিয়ালায় পঞ্জাব ইউনিভার্সিটিতে ইকনোমিক্সে ডক্টরেট করার সময় তিরন্দাজি শুরু করেছিলেন তিনি ৷

Harvinder Singh
Indian archer
author img

By

Published : Sep 3, 2021, 7:11 PM IST

টোকিয়ো, 3 সেপ্টেম্বর: টোকিয়ো প্য়ারালিম্পিক্সে (Tokyo Paralympics) ফের পদক জিতল ভারত ৷ এবার দেশকে পদক এনে দিলেন হরভিন্দর সিং (Harvinder Singh) ৷ সেই সঙ্গে ইতিহাস গড়েলেন তিনি ৷ প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সের আসরে পদক জিতলেন হরভিন্দর ৷

শুক্রবার পুরুষদের ব্য়ক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টের থার্ড প্লে-অফে দক্ষিণ কোরিয়ার কিম মিন সু-কে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেন ভারতীয় তিরন্দাজ ৷ প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে এর আগে কোনও ভারতীয় পদক জেতেননি ৷ কোরিয়ার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল গলায় ঝোলান হরভিন্দর।

আরও পড়ুন: Avani Lekhara: প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস অবনির

এর আগে 16 রাউন্ডের লড়াইয়ে ইতালির স্টেফানো ট্রাভিসানিকে 6-5 হারান হরভিন্দর ৷ তারপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠেছিলেন ভারতীয় তিরন্দাজ ৷ কিন্তু শেষ চারের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কেভিন মাথারের কাছে 4-6 হেরে যান ৷ হরিয়ানার কাইথাল জেলার অজিতনগর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন হরভিন্দর ৷ মাত্র দেড় বয়সে ডেঙ্গুর ইঞ্জেকশনে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চলার ক্ষমতা হারিয়ে ফেলেন ৷ তবে ইচ্ছেশক্তি দমেনি হরভিন্দরের ৷ পড়াশোনাতে দারুণ ছিলেন ৷ পাতিয়ালায় পঞ্জাব ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে ডক্টরেট করার সময় আর্চারিতে অনুশীলন শুরু করেন হরভিন্দর ৷

আরও পড়ুন: Birmingham CWG : কমনওয়েলথ গেমসে অংশ নেবে না ভারতীয় হকি দল, জানালেন আইওএ প্রধান

2012 লন্ডন প্য়ারালিম্পিক্সে তিরন্দাজি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন হরভিন্দর ৷ তারপর থেকে দিনে দু'বার করে প্র্য়াকটিস শুরু করেন ৷ একই সঙ্গে চলতে থাকে পড়াশোনা ৷ 2018 এশিয়ান প্য়ারা গেমস ছিল তাঁর তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা ৷ এখানে সোনা জেতেন হরভিন্দর ৷ কিন্তু টুর্নামেন্টের মাত্র 20 দিন আগে মাকে হারিয়েছিলেন তিনি ৷ তারপর 2019 ব্য়াঙ্কক এশিয়ান প্য়ারা আর্চারি চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন ৷

টোকিয়ো, 3 সেপ্টেম্বর: টোকিয়ো প্য়ারালিম্পিক্সে (Tokyo Paralympics) ফের পদক জিতল ভারত ৷ এবার দেশকে পদক এনে দিলেন হরভিন্দর সিং (Harvinder Singh) ৷ সেই সঙ্গে ইতিহাস গড়েলেন তিনি ৷ প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সের আসরে পদক জিতলেন হরভিন্দর ৷

শুক্রবার পুরুষদের ব্য়ক্তিগত রিকার্ভ ওপেন ইভেন্টের থার্ড প্লে-অফে দক্ষিণ কোরিয়ার কিম মিন সু-কে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেন ভারতীয় তিরন্দাজ ৷ প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে এর আগে কোনও ভারতীয় পদক জেতেননি ৷ কোরিয়ার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল গলায় ঝোলান হরভিন্দর।

আরও পড়ুন: Avani Lekhara: প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস অবনির

এর আগে 16 রাউন্ডের লড়াইয়ে ইতালির স্টেফানো ট্রাভিসানিকে 6-5 হারান হরভিন্দর ৷ তারপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উঠেছিলেন ভারতীয় তিরন্দাজ ৷ কিন্তু শেষ চারের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কেভিন মাথারের কাছে 4-6 হেরে যান ৷ হরিয়ানার কাইথাল জেলার অজিতনগর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন হরভিন্দর ৷ মাত্র দেড় বয়সে ডেঙ্গুর ইঞ্জেকশনে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চলার ক্ষমতা হারিয়ে ফেলেন ৷ তবে ইচ্ছেশক্তি দমেনি হরভিন্দরের ৷ পড়াশোনাতে দারুণ ছিলেন ৷ পাতিয়ালায় পঞ্জাব ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে ডক্টরেট করার সময় আর্চারিতে অনুশীলন শুরু করেন হরভিন্দর ৷

আরও পড়ুন: Birmingham CWG : কমনওয়েলথ গেমসে অংশ নেবে না ভারতীয় হকি দল, জানালেন আইওএ প্রধান

2012 লন্ডন প্য়ারালিম্পিক্সে তিরন্দাজি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন হরভিন্দর ৷ তারপর থেকে দিনে দু'বার করে প্র্য়াকটিস শুরু করেন ৷ একই সঙ্গে চলতে থাকে পড়াশোনা ৷ 2018 এশিয়ান প্য়ারা গেমস ছিল তাঁর তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা ৷ এখানে সোনা জেতেন হরভিন্দর ৷ কিন্তু টুর্নামেন্টের মাত্র 20 দিন আগে মাকে হারিয়েছিলেন তিনি ৷ তারপর 2019 ব্য়াঙ্কক এশিয়ান প্য়ারা আর্চারি চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.