নর্দাম্পটনশায়ার , 31 জুলাই : আরও তিন বছর ফর্মুলা ওয়ানে থাকতে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন । " প্রথমে মনে হয়েছিল কোভিড-19 লকডাউন খুব খারাপ, কিন্তু এই লকডাইন অন্যান্য অনেক বিষয়ে নজর দেওয়ার শক্তি দিয়েছে ।" বলেন লুইস হ্যামিল্টন ।
তিনি আরও বলেন , " অবশেষে আমি পারফর্ম করতে পারব , একটা সময় শারীরিক ও মানসিক ভাবে মনে হয়েছিল আমি আর পারব না । এই মুহূর্তে অবসর নিয়ে কিছু ভাবিনি । আমার লক্ষ্য যত দিন পারব ধারাবাহিকতা বজায় রাখা । যাতে আরও দুই থেকে তিন বছর রেসে অংশ নিতে পারি । "
মার্সিডিজ়ের সঙ্গে হ্যামিল্টনের চুক্তি 5 মাস পর শেষ হয়ে যাচ্ছে । এই অবস্থায় 6 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলেছেন , " আমি এখানে আমার জায়গা ফিরে পেতে চাই । আমি মনে করি , বিশ্বচ্যাম্পিয়ন বলে সব বছর একই রকম কাটবে না । "
সিলভারস্টোন সার্কিটে ব্রিটিশ গ্রাঁ পিতে সেরা বাছাই হ্যামিল্টন । হোম সার্কিটে সপ্তমবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবেন তিনি । চলতি মরশুমে হ্যামিল্টনের সামনে রয়েছে কিংবদন্তী ফর্মুলা ওয়ান ড্রাইভার মাইকেল শুমাখারের সাত বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছোঁয়ার সুযোগ ।