ETV Bharat / sports

Nisha Dahiya : নাম বিড়ম্বনায় নিশার মতো ভুগেছেন গোলকিপার অমরিন্দরও - Wrestler

গতকাল খুন করা হয় নিশা দাহিয়া নামে এক কুস্তিগীরকে ৷ কিন্তু খবর ছড়ায় যে ওই কুস্তিগীর সম্প্রতি পদকজয়ী নিশা দাহিয়া ৷ যদিও পরে জানা যায় যে নাম বিভ্রাট হয়েছে ৷

goalkeepar amarinder singh also suffered like Nisha dahiya from the embarrassment of the same name
Nisha Dahiya : একই নামের বিড়ম্বনায় নিশার মতো ভুগেছেন গোলকিপার অমরিন্দরও
author img

By

Published : Nov 11, 2021, 3:53 PM IST

কলকাতা, 11 নভেম্বর : নিশা দাহিয়া ৷ দু’টি মেয়ের একই নাম ৷ হতেই পারে ৷ কিন্তু কাকতালীয়ভাবে তাঁরা আবার কুস্তিগীর ৷ ফলে দু’টি সম্পূর্ণ আলাদা মানুষের নাম ও পেশা একই হয়ে গেল যে কী বিপত্তি হতে পারে, তার সাম্প্রতিকতম উদাহরণ নিশা দাহিয়া ৷

খুন করা হল একজনকে ৷ খবরে এলেন অন্যজন ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেল গোটা দেশে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে যাঁর মৃত্যু সংবাদ ঘিরে আলোড়ন পড়েছিল, তাঁকে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট জানাতে হল, যে তিনি এখনও জীবিত ৷

আরও পড়ুন : Wrestler Nisha Dahiya : ‘মৃত নিশা দাহিয়া আমি নই’, জানালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর

যদিও এই ধরনের ঘটনা নতুন নয় ৷ একই নামের জন্য এর আগেও অনেককে বিব্রত হতে হয়েছে ৷ কয়েকদিন আগে ভারতীয় গোলকিপার অমরিন্দর সিংয়ের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল ৷ তাঁকে ট্যাগ করে এমন কিছু টুইট করা হচ্ছিল, যার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না ৷ কারণ, টুইটগুলি আসলে করা হচ্ছিল পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে উদ্দেশ্য করে ৷ কিন্তু নাম বিভ্রাটে গোলকিপার অমরিন্দরকে ট্যাগ করা হচ্ছিল ৷

যা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন স্বয়ং ক্যাপ্টেন ৷ কিন্তু নিশা দাহিয়ার ক্ষেত্রে সেই উপায় নেই ৷ নাম বিভ্রাটে যাঁকে পদকজয়ী নিশা বলে ভাবা হচ্ছিল, তাঁকে তো খুন করা হয়েছে ৷ তিনি তো আর প্রতিক্রিয়া দিতে পারবেন না !

আরও পড়ুন : Nisha Dahiya Death : আততায়ী হামলায় মৃত দেশের জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া

তবে নাম বিভ্রাট হওয়ার জন্যই হরিয়ানার এই কুস্তিগীরের খুনের ঘটনা অনেক বেশি প্রচারের আলোয় এসেছে ৷ ফলে অধিকাংশ ক্ষেত্রে অখ্যাতদের সঙ্গে হওয়া অপরাধের ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ বারবার ওঠে ৷ অনেকেই বলছেন, এক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা কম ৷ কারণ, এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সংবাদমাধ্যমের নজর থাকবে ৷

কলকাতা, 11 নভেম্বর : নিশা দাহিয়া ৷ দু’টি মেয়ের একই নাম ৷ হতেই পারে ৷ কিন্তু কাকতালীয়ভাবে তাঁরা আবার কুস্তিগীর ৷ ফলে দু’টি সম্পূর্ণ আলাদা মানুষের নাম ও পেশা একই হয়ে গেল যে কী বিপত্তি হতে পারে, তার সাম্প্রতিকতম উদাহরণ নিশা দাহিয়া ৷

খুন করা হল একজনকে ৷ খবরে এলেন অন্যজন ৷ যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেল গোটা দেশে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে যাঁর মৃত্যু সংবাদ ঘিরে আলোড়ন পড়েছিল, তাঁকে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট জানাতে হল, যে তিনি এখনও জীবিত ৷

আরও পড়ুন : Wrestler Nisha Dahiya : ‘মৃত নিশা দাহিয়া আমি নই’, জানালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর

যদিও এই ধরনের ঘটনা নতুন নয় ৷ একই নামের জন্য এর আগেও অনেককে বিব্রত হতে হয়েছে ৷ কয়েকদিন আগে ভারতীয় গোলকিপার অমরিন্দর সিংয়ের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল ৷ তাঁকে ট্যাগ করে এমন কিছু টুইট করা হচ্ছিল, যার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না ৷ কারণ, টুইটগুলি আসলে করা হচ্ছিল পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে উদ্দেশ্য করে ৷ কিন্তু নাম বিভ্রাটে গোলকিপার অমরিন্দরকে ট্যাগ করা হচ্ছিল ৷

যা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন স্বয়ং ক্যাপ্টেন ৷ কিন্তু নিশা দাহিয়ার ক্ষেত্রে সেই উপায় নেই ৷ নাম বিভ্রাটে যাঁকে পদকজয়ী নিশা বলে ভাবা হচ্ছিল, তাঁকে তো খুন করা হয়েছে ৷ তিনি তো আর প্রতিক্রিয়া দিতে পারবেন না !

আরও পড়ুন : Nisha Dahiya Death : আততায়ী হামলায় মৃত দেশের জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া

তবে নাম বিভ্রাট হওয়ার জন্যই হরিয়ানার এই কুস্তিগীরের খুনের ঘটনা অনেক বেশি প্রচারের আলোয় এসেছে ৷ ফলে অধিকাংশ ক্ষেত্রে অখ্যাতদের সঙ্গে হওয়া অপরাধের ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ বারবার ওঠে ৷ অনেকেই বলছেন, এক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা কম ৷ কারণ, এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সংবাদমাধ্যমের নজর থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.