ETV Bharat / sports

FIFA World Cup 2022: আর্মব্যান্ডে নিষেধাজ্ঞা ! মুখ বন্ধ করেই মাঠে রামধনু আঁকলেন জার্মানরা

‘নো ডিসক্রিমিনেশন’ লেখা ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ড পরায় নিষেধাজ্ঞা আরোপ করা এবার ফিফার বিরুদ্ধে সরব হল জার্মান (German Football Association) ৷ যা নিয়ে জার্মান ম্যানেজার হ্যানসি ফ্লিক (Hansi Flick) ফিফার সমালোচনাও করেছেন ৷ সেই ছবিই দেখা গেল জার্মানি-জাপান ম্যাচেও ।

German Football Association on FIFA Bann to Wear OneLove Armbands
German Football Association on FIFA Bann to Wear OneLove Armbands
author img

By

Published : Nov 23, 2022, 7:50 PM IST

দোহা, 23 নভেম্বর: কাতার সরকারের নিষেধাজ্ঞার জেরে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে স্থান হয়নি সমকামীদের ৷ রামধনু রঙা আর্মব্যান্ড পরে নামতে না-পারলেও 'মানবতা'র স্বার্থে প্রতিবাদে সরব জার্মানি । এদিন জাপানের সঙ্গে ম্যাচের বল গড়ানোর আগেই প্রতিবাদ সারল বেকেনবাওয়ারের দেশ । অফিসিয়াল গ্রুপ ফোটোতে মুখ চাপা দিয়ে ছবি তুললেন ন্যুয়ের, মুলাররা । বুঝিয়ে দিলেন, 'আর্মব্যান্ড পরার অনুমতি মিলুক আর না-মিলুক । আমাদের জায়গায় আমরা অনড় থাকব ।'

আগেই ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ওয়েলস, সুইৎজারল্যান্ড, ডেনমার্ক এবং জার্মানি প্রতীকী প্রতিবাদ করার কথা জানিয়েছিল ৷ যেখানে ‘নো ডিসক্রিমিনেশন’ (No Discrimination) লেখা ‘ওয়ানলাভ’ (OneLove Armbands) আর্মব্যান্ড পরে অধিনায়করা মাঠে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু, অভিযোগ উঠেছে শেষ মুহূর্তে ফিফার ফতোয়ার জেরে পিছিয়ে আসতে হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে ৷

কিন্তু, বিশ্বকাপের মঞ্চে এই বৈষ্যমের বিরুদ্ধে জার্মানরা দমার পাত্র নয় ৷ মাঠে নামার আগেই ফিফার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ‘ডয়চার ফুসবল বান্ড’ (Deutscher Fussball Bund) অর্থাৎ, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ৷ বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের পথে যেতে পারে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ৷

জার্মান ম্যানেজার হ্যানসি ফ্লিক (Hansi Flick) ফিফার ফতোয়ার সমালোচনা করে বলেছেন, ‘‘এই আর্মব্যান্ড পরে খেলতে নামার উদ্দেশ্য ছিল, দল হিসেবে আমরা বার্তা দিতে চেয়েছিলাম ৷ আর সেখানে ফিফা আমাদের থামিয়ে দিচ্ছে ৷ হুমকি দেওয়া হচ্ছে, যদি সেই আর্মব্যান্ড দেখা যায়, তাহলে শাস্তি দেওয়ার হবে ৷ আর যে দেশগুলি গত দু’দিনে খেলেছে, তাদের খুব কম সময়ের মধ্যে সেই ফতোয়া জারি করা হয়েছে ৷ এই আর্মব্যান্ড বৈচিত্র্য এবং মূল্যবোধের প্রতীক ৷ যাঁদের জন্য আমরা প্রতিনিধিত্ব করছি এবং যাঁদের জন্য বাঁচছি ৷’’

  • It wasn’t about making a political statement – human rights are non-negotiable. That should be taken for granted, but it still isn’t the case. That’s why this message is so important to us.

    Denying us the armband is the same as denying us a voice. We stand by our position. pic.twitter.com/tiQKuE4XV7

    — Germany (@DFB_Team_EN) November 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নিশ্চিত জয়ের বদলে হার, একরাশ হতাশা বুয়েনস আইরেসের অলিগলিতে

জার্মান ম্যানেজার বলেন, ‘‘ম্যাচ শুরুর আগের মুহূর্তে যেভাবে ফিফার প্রতিনিধিরা ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস দলকে রীতিমতো হুমকি দিয়েছে ৷ তাতে কঠিন পরিস্থিতির মধ্যে পরে গিয়েছিল তাঁরা ৷ এই ফতোয়ার বিরুদ্ধে তাঁরা কোনও প্রতিক্রিয়া দেওয়ার সময় পাননি ৷ ফলে সেই মুহূর্তে ওই দেশের ফুটবল ফেডেরেশন খেলোয়াড়দের থেকে চাপ কমাতে ফিফার নির্দেশ মেনে নেয় ৷ কিন্তু, এটা খুবই লজ্জার যে, আপনাকে মানবিকতার পক্ষে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ৷’’ প্রসঙ্গত অভিযোগ উঠেছে, ফিফার তরফে ‘নো ডিসক্রিমিনেশন’ লেখা ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ডের বিরুদ্ধে শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ সেই সঙ্গে আয়োজকদের তরফে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলকে বলা হয়, এই আর্মব্যান্ড পরে মাঠে নামলে, অধিনায়ককে হলুদ কার্ড দেখানো হবে ৷ পাশাপাশি, একাধিক নিয়মের বেড়াজালে বেঁধে দেওয়ার অভিযোগ উঠেছে ৷

দোহা, 23 নভেম্বর: কাতার সরকারের নিষেধাজ্ঞার জেরে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে স্থান হয়নি সমকামীদের ৷ রামধনু রঙা আর্মব্যান্ড পরে নামতে না-পারলেও 'মানবতা'র স্বার্থে প্রতিবাদে সরব জার্মানি । এদিন জাপানের সঙ্গে ম্যাচের বল গড়ানোর আগেই প্রতিবাদ সারল বেকেনবাওয়ারের দেশ । অফিসিয়াল গ্রুপ ফোটোতে মুখ চাপা দিয়ে ছবি তুললেন ন্যুয়ের, মুলাররা । বুঝিয়ে দিলেন, 'আর্মব্যান্ড পরার অনুমতি মিলুক আর না-মিলুক । আমাদের জায়গায় আমরা অনড় থাকব ।'

আগেই ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ওয়েলস, সুইৎজারল্যান্ড, ডেনমার্ক এবং জার্মানি প্রতীকী প্রতিবাদ করার কথা জানিয়েছিল ৷ যেখানে ‘নো ডিসক্রিমিনেশন’ (No Discrimination) লেখা ‘ওয়ানলাভ’ (OneLove Armbands) আর্মব্যান্ড পরে অধিনায়করা মাঠে নামবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু, অভিযোগ উঠেছে শেষ মুহূর্তে ফিফার ফতোয়ার জেরে পিছিয়ে আসতে হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে ৷

কিন্তু, বিশ্বকাপের মঞ্চে এই বৈষ্যমের বিরুদ্ধে জার্মানরা দমার পাত্র নয় ৷ মাঠে নামার আগেই ফিফার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ‘ডয়চার ফুসবল বান্ড’ (Deutscher Fussball Bund) অর্থাৎ, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ৷ বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের পথে যেতে পারে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ৷

জার্মান ম্যানেজার হ্যানসি ফ্লিক (Hansi Flick) ফিফার ফতোয়ার সমালোচনা করে বলেছেন, ‘‘এই আর্মব্যান্ড পরে খেলতে নামার উদ্দেশ্য ছিল, দল হিসেবে আমরা বার্তা দিতে চেয়েছিলাম ৷ আর সেখানে ফিফা আমাদের থামিয়ে দিচ্ছে ৷ হুমকি দেওয়া হচ্ছে, যদি সেই আর্মব্যান্ড দেখা যায়, তাহলে শাস্তি দেওয়ার হবে ৷ আর যে দেশগুলি গত দু’দিনে খেলেছে, তাদের খুব কম সময়ের মধ্যে সেই ফতোয়া জারি করা হয়েছে ৷ এই আর্মব্যান্ড বৈচিত্র্য এবং মূল্যবোধের প্রতীক ৷ যাঁদের জন্য আমরা প্রতিনিধিত্ব করছি এবং যাঁদের জন্য বাঁচছি ৷’’

  • It wasn’t about making a political statement – human rights are non-negotiable. That should be taken for granted, but it still isn’t the case. That’s why this message is so important to us.

    Denying us the armband is the same as denying us a voice. We stand by our position. pic.twitter.com/tiQKuE4XV7

    — Germany (@DFB_Team_EN) November 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নিশ্চিত জয়ের বদলে হার, একরাশ হতাশা বুয়েনস আইরেসের অলিগলিতে

জার্মান ম্যানেজার বলেন, ‘‘ম্যাচ শুরুর আগের মুহূর্তে যেভাবে ফিফার প্রতিনিধিরা ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস দলকে রীতিমতো হুমকি দিয়েছে ৷ তাতে কঠিন পরিস্থিতির মধ্যে পরে গিয়েছিল তাঁরা ৷ এই ফতোয়ার বিরুদ্ধে তাঁরা কোনও প্রতিক্রিয়া দেওয়ার সময় পাননি ৷ ফলে সেই মুহূর্তে ওই দেশের ফুটবল ফেডেরেশন খেলোয়াড়দের থেকে চাপ কমাতে ফিফার নির্দেশ মেনে নেয় ৷ কিন্তু, এটা খুবই লজ্জার যে, আপনাকে মানবিকতার পক্ষে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ৷’’ প্রসঙ্গত অভিযোগ উঠেছে, ফিফার তরফে ‘নো ডিসক্রিমিনেশন’ লেখা ‘ওয়ানলাভ’ আর্মব্যান্ডের বিরুদ্ধে শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ সেই সঙ্গে আয়োজকদের তরফে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলকে বলা হয়, এই আর্মব্যান্ড পরে মাঠে নামলে, অধিনায়ককে হলুদ কার্ড দেখানো হবে ৷ পাশাপাশি, একাধিক নিয়মের বেড়াজালে বেঁধে দেওয়ার অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.