ETV Bharat / sports

বিবর্তনের স্রষ্টা ছিলেন 'কাইজার', স্বাধীন চিন্তাভাবনায় বদলেছেন ফুটবলের রূপ - ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

Franz Beckenbauer Who Changed Face of Soccer: ঘুমের মধ্যে তারা দেশে পাড়ি দিয়েছেন জার্মান কিংবদবন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৷ তবে, এটা শুধু একটা নাম ছিল না ৷ বেকেনবাওয়ার ছিলেন একজন ফুটবল চিন্তন ৷ যাঁর স্বাধীন ভাবনায় বদলে গিয়েছিল বিশ্ব ফুটবলের রূপ ৷

Image Courtesy- AP
Image Courtesy- AP
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 2:04 PM IST

বার্লিন, 9 জানুয়ারি: 'লিবেরো', ইতালীয় এই শব্দের অর্থ স্বাধীন ৷ আর এটি এমন একজন খেলোয়াড়কে বর্ণনা করে, যাঁর ভূমিকা ছিল ডিফেন্সিভ লাইনের পিছন থেকে এসে দলকে গোল করতে সাহায্য করা ৷ যা গত শতাব্দীর ছ'য়ের দশকের শেষ ও সাতের দশকের শুরুর দিকে বিশ্ব ফুটবলের জন্য সম্পূর্ণ এক নতুন ধারণা ছিল ৷ আর সেই কাজটাই করেছিলেন বিশ্ব ফুটবলের 'কাইজার' ৷ বিশ্ব ফুটবলে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মতো ওই অদ্ভুদ পজিশনে কোনও ফুটবলার আগে খেলেনি ৷

কিন্তু, সেই চিন্তাভাবনা বদলে দিয়েছিলেন বেকেনবাওয়ার ৷ আর এই ভাবনা কতটা সুন্দর এবং নিপুণ হতে পারে, তা করে দেখিয়েছিলেন ৷ বিশ্ব ফুটবলে ডিফেন্ডারের গোললাইন ওপেনার হওয়ার ভাবনা প্রবর্তনকারী 'কাইজার', সোমবার 78 বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ পায়ে বল নিয়ে পিছন থেকে উঠে আসা হোক বা লম্বা পাসে সতীর্থকে গোলের সুযোগ করে দেওয়া, তিনিই সেই ব্যক্তি ছিলেন, যাঁকে দিয়ে দলের আক্রমণ শুরু হত ৷ তা সে পশ্চিম জার্মানি দলের জার্সিতে হোক বা বায়ার্ন মিউনিখের ৷ তাঁর হাত ধরে ফুটবলে আসা এই বিবর্তনের ফলেই, 60 দশকের মাঝামাঝি থেকে জার্মান হয়ে উঠেছিল বিশ্ব ফুটবলের এক অন্যতম শক্তি ৷ যার ফল ছিল 1974 সালে ফুটবল বিশ্বকাপে দাপটের সঙ্গে চ্যাম্পিয়নের খেতাব জিতেছিল তৎকালীন পশ্চিম জার্মানি ৷

Image Courtesy- AP
1974 ফিফা বিশ্বকাপ হাতে পশ্চিম জার্মানির অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (ছবি সূত্র- এপি)

বেকেনবাওয়ারকে নিয়ে প্রাক্তন ইংল্যান্ড ও লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাগার লিখেছিলেন, "ছোট থাকতে প্রথম কোনও বিদেশি ফুটবলারকে যদি চিনে থাকি, তা ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৷ অপেশাদার স্তরের কোনও খেলোয়াড় যদি পিছন থেকে উঠে এসে আক্রমণ তৈরির চেষ্টা করেন, তাহলে তাঁর একমাত্র অনুপ্রেরণা হতে পারেন বেকেনবাওয়ার ৷ এটা প্রমাণ করে বিশ্ব ফুটবলে তাঁর খেলার প্রভাব কতটা ছিল এবং কীভাবে তিনি সেই বদলটা এনেছিলেন ৷"

Image Courtesy- AP
বায়ার্ন মিউনিখের ম্যানেজারের ভূমিকায় বেকেনবাওয়ার (ছবি সূত্র- এপি)

তবে, বেকেনবাওয়ার তাঁর ফুটবল কেরিয়ারের শুরুতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতেন ৷ 1966 বিশ্বকাপের ফাইনালেও পশ্চিন জার্মানির হয়ে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় ছিলেন তিনি ৷ যে ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল বেকেনবাওয়ারের দলকে ৷ এমনকি কেরিয়ারের শেষদিন পর্যন্ত হয়তো সেই পজিশনেই খেলে যেতেন ৷ কিন্তু, একজন 'লিবেরো' বা স্বাধীনচেতা ফুটবলার হিসেবে পরিচিত বেকেনবাওয়ার সেটা করেননি ৷ তিনি যেভাবে মাঠে দাঁড়িয়ে খেলাটাকে বুঝতেন এবং সেই মতো বিবর্তন এনেছিলেন, সেখান থেকে নিজেকে একজন ডিফেন্ডারে পরিণত করেছিলেন ৷

Image Courtesy- AP
প্রতিপক্ষ স্ট্রাইকারের সামনে সদা-সজাগ ডিফেন্ডার বেকেনবাওয়ার (ছবি সূত্র- এপি)

ফুটবলার হিসেবে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সবই জিতেছেন ৷ ম্যানেজার হিসেবেও দেশের হয়ে বিশ্বকাপ তুলেছেন বেকেনবাওয়ার ৷ 1990 সালে জার্মানকে কোচ হিসেবে বিশ্বকাপ জিতিয়েছিলেন ৷ মাঠে একজন ফুটবলারের স্বাধীনচেতা হয়ে খেলার মূল্য বুঝেছিলেন কাইজার ৷ তা তিনি নিজেকে দিয়ে প্রমাণ করেছিলেন ৷ পরবর্তী সময়ে ক্লাব ও জাতীয় দলের কোচ হিসেবে প্রয়োগ করেছিলেন ৷ আর দু’ক্ষেত্রেই সফল ছিলেন 'লিবেরো কাইজার' বা 'স্বাধীন সম্রাট'৷

Image Courtesy- AP
খোশ মেজাজে বিশ্বফুটবলের 'কাইজার' এবং 'সম্রাট' (ছবি সূত্র- এপি)

আরও পড়ুন:

  1. ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
  2. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার
  3. স্ত্রী অনুমতি দিলে কোচ হতে চান, অবসরের পর জানালেন ওয়ার্নার

বার্লিন, 9 জানুয়ারি: 'লিবেরো', ইতালীয় এই শব্দের অর্থ স্বাধীন ৷ আর এটি এমন একজন খেলোয়াড়কে বর্ণনা করে, যাঁর ভূমিকা ছিল ডিফেন্সিভ লাইনের পিছন থেকে এসে দলকে গোল করতে সাহায্য করা ৷ যা গত শতাব্দীর ছ'য়ের দশকের শেষ ও সাতের দশকের শুরুর দিকে বিশ্ব ফুটবলের জন্য সম্পূর্ণ এক নতুন ধারণা ছিল ৷ আর সেই কাজটাই করেছিলেন বিশ্ব ফুটবলের 'কাইজার' ৷ বিশ্ব ফুটবলে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মতো ওই অদ্ভুদ পজিশনে কোনও ফুটবলার আগে খেলেনি ৷

কিন্তু, সেই চিন্তাভাবনা বদলে দিয়েছিলেন বেকেনবাওয়ার ৷ আর এই ভাবনা কতটা সুন্দর এবং নিপুণ হতে পারে, তা করে দেখিয়েছিলেন ৷ বিশ্ব ফুটবলে ডিফেন্ডারের গোললাইন ওপেনার হওয়ার ভাবনা প্রবর্তনকারী 'কাইজার', সোমবার 78 বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ পায়ে বল নিয়ে পিছন থেকে উঠে আসা হোক বা লম্বা পাসে সতীর্থকে গোলের সুযোগ করে দেওয়া, তিনিই সেই ব্যক্তি ছিলেন, যাঁকে দিয়ে দলের আক্রমণ শুরু হত ৷ তা সে পশ্চিম জার্মানি দলের জার্সিতে হোক বা বায়ার্ন মিউনিখের ৷ তাঁর হাত ধরে ফুটবলে আসা এই বিবর্তনের ফলেই, 60 দশকের মাঝামাঝি থেকে জার্মান হয়ে উঠেছিল বিশ্ব ফুটবলের এক অন্যতম শক্তি ৷ যার ফল ছিল 1974 সালে ফুটবল বিশ্বকাপে দাপটের সঙ্গে চ্যাম্পিয়নের খেতাব জিতেছিল তৎকালীন পশ্চিম জার্মানি ৷

Image Courtesy- AP
1974 ফিফা বিশ্বকাপ হাতে পশ্চিম জার্মানির অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (ছবি সূত্র- এপি)

বেকেনবাওয়ারকে নিয়ে প্রাক্তন ইংল্যান্ড ও লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাগার লিখেছিলেন, "ছোট থাকতে প্রথম কোনও বিদেশি ফুটবলারকে যদি চিনে থাকি, তা ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৷ অপেশাদার স্তরের কোনও খেলোয়াড় যদি পিছন থেকে উঠে এসে আক্রমণ তৈরির চেষ্টা করেন, তাহলে তাঁর একমাত্র অনুপ্রেরণা হতে পারেন বেকেনবাওয়ার ৷ এটা প্রমাণ করে বিশ্ব ফুটবলে তাঁর খেলার প্রভাব কতটা ছিল এবং কীভাবে তিনি সেই বদলটা এনেছিলেন ৷"

Image Courtesy- AP
বায়ার্ন মিউনিখের ম্যানেজারের ভূমিকায় বেকেনবাওয়ার (ছবি সূত্র- এপি)

তবে, বেকেনবাওয়ার তাঁর ফুটবল কেরিয়ারের শুরুতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতেন ৷ 1966 বিশ্বকাপের ফাইনালেও পশ্চিন জার্মানির হয়ে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় ছিলেন তিনি ৷ যে ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল বেকেনবাওয়ারের দলকে ৷ এমনকি কেরিয়ারের শেষদিন পর্যন্ত হয়তো সেই পজিশনেই খেলে যেতেন ৷ কিন্তু, একজন 'লিবেরো' বা স্বাধীনচেতা ফুটবলার হিসেবে পরিচিত বেকেনবাওয়ার সেটা করেননি ৷ তিনি যেভাবে মাঠে দাঁড়িয়ে খেলাটাকে বুঝতেন এবং সেই মতো বিবর্তন এনেছিলেন, সেখান থেকে নিজেকে একজন ডিফেন্ডারে পরিণত করেছিলেন ৷

Image Courtesy- AP
প্রতিপক্ষ স্ট্রাইকারের সামনে সদা-সজাগ ডিফেন্ডার বেকেনবাওয়ার (ছবি সূত্র- এপি)

ফুটবলার হিসেবে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সবই জিতেছেন ৷ ম্যানেজার হিসেবেও দেশের হয়ে বিশ্বকাপ তুলেছেন বেকেনবাওয়ার ৷ 1990 সালে জার্মানকে কোচ হিসেবে বিশ্বকাপ জিতিয়েছিলেন ৷ মাঠে একজন ফুটবলারের স্বাধীনচেতা হয়ে খেলার মূল্য বুঝেছিলেন কাইজার ৷ তা তিনি নিজেকে দিয়ে প্রমাণ করেছিলেন ৷ পরবর্তী সময়ে ক্লাব ও জাতীয় দলের কোচ হিসেবে প্রয়োগ করেছিলেন ৷ আর দু’ক্ষেত্রেই সফল ছিলেন 'লিবেরো কাইজার' বা 'স্বাধীন সম্রাট'৷

Image Courtesy- AP
খোশ মেজাজে বিশ্বফুটবলের 'কাইজার' এবং 'সম্রাট' (ছবি সূত্র- এপি)

আরও পড়ুন:

  1. ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
  2. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার
  3. স্ত্রী অনুমতি দিলে কোচ হতে চান, অবসরের পর জানালেন ওয়ার্নার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.