বার্লিন, 9 জানুয়ারি: 'লিবেরো', ইতালীয় এই শব্দের অর্থ স্বাধীন ৷ আর এটি এমন একজন খেলোয়াড়কে বর্ণনা করে, যাঁর ভূমিকা ছিল ডিফেন্সিভ লাইনের পিছন থেকে এসে দলকে গোল করতে সাহায্য করা ৷ যা গত শতাব্দীর ছ'য়ের দশকের শেষ ও সাতের দশকের শুরুর দিকে বিশ্ব ফুটবলের জন্য সম্পূর্ণ এক নতুন ধারণা ছিল ৷ আর সেই কাজটাই করেছিলেন বিশ্ব ফুটবলের 'কাইজার' ৷ বিশ্ব ফুটবলে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মতো ওই অদ্ভুদ পজিশনে কোনও ফুটবলার আগে খেলেনি ৷
কিন্তু, সেই চিন্তাভাবনা বদলে দিয়েছিলেন বেকেনবাওয়ার ৷ আর এই ভাবনা কতটা সুন্দর এবং নিপুণ হতে পারে, তা করে দেখিয়েছিলেন ৷ বিশ্ব ফুটবলে ডিফেন্ডারের গোললাইন ওপেনার হওয়ার ভাবনা প্রবর্তনকারী 'কাইজার', সোমবার 78 বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ পায়ে বল নিয়ে পিছন থেকে উঠে আসা হোক বা লম্বা পাসে সতীর্থকে গোলের সুযোগ করে দেওয়া, তিনিই সেই ব্যক্তি ছিলেন, যাঁকে দিয়ে দলের আক্রমণ শুরু হত ৷ তা সে পশ্চিম জার্মানি দলের জার্সিতে হোক বা বায়ার্ন মিউনিখের ৷ তাঁর হাত ধরে ফুটবলে আসা এই বিবর্তনের ফলেই, 60 দশকের মাঝামাঝি থেকে জার্মান হয়ে উঠেছিল বিশ্ব ফুটবলের এক অন্যতম শক্তি ৷ যার ফল ছিল 1974 সালে ফুটবল বিশ্বকাপে দাপটের সঙ্গে চ্যাম্পিয়নের খেতাব জিতেছিল তৎকালীন পশ্চিম জার্মানি ৷
বেকেনবাওয়ারকে নিয়ে প্রাক্তন ইংল্যান্ড ও লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাগার লিখেছিলেন, "ছোট থাকতে প্রথম কোনও বিদেশি ফুটবলারকে যদি চিনে থাকি, তা ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৷ অপেশাদার স্তরের কোনও খেলোয়াড় যদি পিছন থেকে উঠে এসে আক্রমণ তৈরির চেষ্টা করেন, তাহলে তাঁর একমাত্র অনুপ্রেরণা হতে পারেন বেকেনবাওয়ার ৷ এটা প্রমাণ করে বিশ্ব ফুটবলে তাঁর খেলার প্রভাব কতটা ছিল এবং কীভাবে তিনি সেই বদলটা এনেছিলেন ৷"
তবে, বেকেনবাওয়ার তাঁর ফুটবল কেরিয়ারের শুরুতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতেন ৷ 1966 বিশ্বকাপের ফাইনালেও পশ্চিন জার্মানির হয়ে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় ছিলেন তিনি ৷ যে ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল বেকেনবাওয়ারের দলকে ৷ এমনকি কেরিয়ারের শেষদিন পর্যন্ত হয়তো সেই পজিশনেই খেলে যেতেন ৷ কিন্তু, একজন 'লিবেরো' বা স্বাধীনচেতা ফুটবলার হিসেবে পরিচিত বেকেনবাওয়ার সেটা করেননি ৷ তিনি যেভাবে মাঠে দাঁড়িয়ে খেলাটাকে বুঝতেন এবং সেই মতো বিবর্তন এনেছিলেন, সেখান থেকে নিজেকে একজন ডিফেন্ডারে পরিণত করেছিলেন ৷
ফুটবলার হিসেবে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সবই জিতেছেন ৷ ম্যানেজার হিসেবেও দেশের হয়ে বিশ্বকাপ তুলেছেন বেকেনবাওয়ার ৷ 1990 সালে জার্মানকে কোচ হিসেবে বিশ্বকাপ জিতিয়েছিলেন ৷ মাঠে একজন ফুটবলারের স্বাধীনচেতা হয়ে খেলার মূল্য বুঝেছিলেন কাইজার ৷ তা তিনি নিজেকে দিয়ে প্রমাণ করেছিলেন ৷ পরবর্তী সময়ে ক্লাব ও জাতীয় দলের কোচ হিসেবে প্রয়োগ করেছিলেন ৷ আর দু’ক্ষেত্রেই সফল ছিলেন 'লিবেরো কাইজার' বা 'স্বাধীন সম্রাট'৷
আরও পড়ুন: