ETV Bharat / sports

Tokyo Paralympics 2020: পদক হারানো বিনোদের পাশে প্রাক্তন প্যারা সুইমিং কোচ প্রশান্ত কর্মকার - Vinod kumar

প্রশান্ত কর্মকারের মতে, বিনোদকে দোষারোপের মধ্যে দিয়ে দায় ঝেড়ে ফেললে হবে না । একজন প্যারা অ্যাথলিটের পক্ষে কোন খেলায় কোন বিভাগে তার নামা উচিত তা অনেক সময় বোঝা সম্ভব না হতে পারে । এটা ক্রীড়া প্রশাসনের দায়িত্ব ।

প্রশান্ত কর্মকার
প্রশান্ত কর্মকার
author img

By

Published : Aug 31, 2021, 10:16 AM IST

কলকাতা, 31 অগস্ট : ব্রোঞ্জ জিতলেও তা হাতছাড়া হল বিনোদ কুমারের । টোকিওতে প্যারা অলিম্পিকের আসরে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি । কিন্তু সোমবার জানিয়ে দেওয়া হয় পদক পাচ্ছেন না ভারতীয় প্যারা অ্যাথলিট । তাঁর পদক হাতছাড়া হওয়ার খবর সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে । অনেকেই বলছেন দোষ করলে শাস্তি পেতেই হবে । ক্ষোভ প্রশাসকদের বিরুদ্ধেও । বিনোদ কুমারের বিরুদ্ধে অভিযোগ তাঁর এফ 52 বিভাগে অংশ নেওয়ার যোগ্যতা নেই । অংশগ্রহণকারীর দোষ বলা হলেও তা মানতে রাজি নন ভারতের প্রাক্তন প্যারাসুইমিং কোচ প্রশান্ত কর্মকার ।

প্রশান্ত কর্মকারের মতে,"বিনোদকে দোষারোপের মধ্যে দিয়ে দায় ঝেড়ে ফেললে হবে না । একজন প্যারা অ্যাথলিটের পক্ষে কোন খেলায় কোন বিভাগে তার নামা উচিত তা অনেক সময় বোঝা সম্ভব না হতে পারে । এটা ক্রীড়া প্রশাসনের দায়িত্ব । আমাদের দেশে ক্রীড়া প্রশাসকের অভাব নেই । কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা এবং তার নিয়ম,নির্দিষ্ট খেলার ইভেন্ট সম্বন্ধে সঠিক তথ্য দেওয়ার লোক সেরকম ভাবে নেই । ফলে খেলোয়াড়দের সমস্যা থেকে যায় । বুঝতে, বোঝাতে ভুল হয় ।"

শুধু কি প্রশাসকদের অক্ষমতা না ক্রীড়াবিদদেরও দোষ থাকে? "অস্বীকার করবনা, অনেক ক্রীড়াবিদরা পদক জয়ের জন্য ভুল তথ্য দিয়ে থাকেন । কিন্তু তা চিহ্নিত করার নানান উপায় রয়েছে। সাধারণত ক্রীড়াবিদদের সঙ্গে হালকাচ্ছলে কথা বলে তাদের অতীতের কথা জানতে চান । তারা কীভাবে প্যারা অলিম্পিকে এসেছেন, কোনও দুর্ঘটনা ঘটলে তার কথা,রোজনামচা জেনে নিয়ে নথিভুক্ত করা হয়।প্রমাণ হিসেবে সংরক্ষিত করে রাখা হয় । এরপর বায়োমেকানিক্যাল পরীক্ষা হয় । খেলার সময় সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে তীক্ষ্ণ নজরদারির মধ্যে রাখা হয় । বিচারকরা সংগৃহীত তথ্য এবং ক্রীড়াবিদের শারীরিক ক্ষমতা খতিয়ে দেখে পার্থক্য রয়েছে কি না দেখেন । এই সময় কোনওরকম সন্দেহ হলে বিচারকরা তাকে বাদ দিতে পারেন ৷" উত্তর এবং ব্যাখ্যা প্রশান্ত কর্মকারের । নিজে খেলোয়াড় হিসেবে দেশকে পদক দিয়েছেন । স্বীকৃতি হিসেবে অর্জুন সম্মানে সম্মানিত হয়েছেন । এখন নতুনদের তুলে নিয়ে আসার কাজে ব্যস্ত রাখেন ।

আরও পড়ুন, Tokyo Paralympics 2020 : যোগ্যতা নেই, কেড়ে নেওয়া হল বিনোদ কুমারের ব্রোঞ্জ পদক

চারবছর আগে রিও অলিম্পিকে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলে ছিলেন । তাই পদক পাওয়ার তৃপ্তি এবং ব্যর্থতার যন্ত্রণা তাঁর দেখা । বিনোদের পদক কেড়ে নেওয়ার খবরে প্রশান্ত কর্মকার স্তম্ভিত, হতাশ । বলছিলেন,"দেশের সম্মান বাড়ানোর লক্ষ্যে সকলে অংশ নিয়ে থাকে । পদক প্রাপ্তির খবর দেশের সম্মান বাড়ায় । আবার এই ধরনের ঘটনায় দেশের সম্মান ভুলুন্ঠিত হয় । বিনোদের ঘটনা দেশকে ছোট করে দিল । লজ্জার ঘটনা । তবে এটাও বলব দোষ যদি না করে থাকে তাহলে বিনোদকে সুযোগ দেওয়া উচিত । আর যদি দেখা যায় তথ্য ভুল দিয়েছে তাহলে শাস্তি পেতে হবে বিনোদকে ।"

কলকাতা, 31 অগস্ট : ব্রোঞ্জ জিতলেও তা হাতছাড়া হল বিনোদ কুমারের । টোকিওতে প্যারা অলিম্পিকের আসরে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি । কিন্তু সোমবার জানিয়ে দেওয়া হয় পদক পাচ্ছেন না ভারতীয় প্যারা অ্যাথলিট । তাঁর পদক হাতছাড়া হওয়ার খবর সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে । অনেকেই বলছেন দোষ করলে শাস্তি পেতেই হবে । ক্ষোভ প্রশাসকদের বিরুদ্ধেও । বিনোদ কুমারের বিরুদ্ধে অভিযোগ তাঁর এফ 52 বিভাগে অংশ নেওয়ার যোগ্যতা নেই । অংশগ্রহণকারীর দোষ বলা হলেও তা মানতে রাজি নন ভারতের প্রাক্তন প্যারাসুইমিং কোচ প্রশান্ত কর্মকার ।

প্রশান্ত কর্মকারের মতে,"বিনোদকে দোষারোপের মধ্যে দিয়ে দায় ঝেড়ে ফেললে হবে না । একজন প্যারা অ্যাথলিটের পক্ষে কোন খেলায় কোন বিভাগে তার নামা উচিত তা অনেক সময় বোঝা সম্ভব না হতে পারে । এটা ক্রীড়া প্রশাসনের দায়িত্ব । আমাদের দেশে ক্রীড়া প্রশাসকের অভাব নেই । কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা এবং তার নিয়ম,নির্দিষ্ট খেলার ইভেন্ট সম্বন্ধে সঠিক তথ্য দেওয়ার লোক সেরকম ভাবে নেই । ফলে খেলোয়াড়দের সমস্যা থেকে যায় । বুঝতে, বোঝাতে ভুল হয় ।"

শুধু কি প্রশাসকদের অক্ষমতা না ক্রীড়াবিদদেরও দোষ থাকে? "অস্বীকার করবনা, অনেক ক্রীড়াবিদরা পদক জয়ের জন্য ভুল তথ্য দিয়ে থাকেন । কিন্তু তা চিহ্নিত করার নানান উপায় রয়েছে। সাধারণত ক্রীড়াবিদদের সঙ্গে হালকাচ্ছলে কথা বলে তাদের অতীতের কথা জানতে চান । তারা কীভাবে প্যারা অলিম্পিকে এসেছেন, কোনও দুর্ঘটনা ঘটলে তার কথা,রোজনামচা জেনে নিয়ে নথিভুক্ত করা হয়।প্রমাণ হিসেবে সংরক্ষিত করে রাখা হয় । এরপর বায়োমেকানিক্যাল পরীক্ষা হয় । খেলার সময় সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে তীক্ষ্ণ নজরদারির মধ্যে রাখা হয় । বিচারকরা সংগৃহীত তথ্য এবং ক্রীড়াবিদের শারীরিক ক্ষমতা খতিয়ে দেখে পার্থক্য রয়েছে কি না দেখেন । এই সময় কোনওরকম সন্দেহ হলে বিচারকরা তাকে বাদ দিতে পারেন ৷" উত্তর এবং ব্যাখ্যা প্রশান্ত কর্মকারের । নিজে খেলোয়াড় হিসেবে দেশকে পদক দিয়েছেন । স্বীকৃতি হিসেবে অর্জুন সম্মানে সম্মানিত হয়েছেন । এখন নতুনদের তুলে নিয়ে আসার কাজে ব্যস্ত রাখেন ।

আরও পড়ুন, Tokyo Paralympics 2020 : যোগ্যতা নেই, কেড়ে নেওয়া হল বিনোদ কুমারের ব্রোঞ্জ পদক

চারবছর আগে রিও অলিম্পিকে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলে ছিলেন । তাই পদক পাওয়ার তৃপ্তি এবং ব্যর্থতার যন্ত্রণা তাঁর দেখা । বিনোদের পদক কেড়ে নেওয়ার খবরে প্রশান্ত কর্মকার স্তম্ভিত, হতাশ । বলছিলেন,"দেশের সম্মান বাড়ানোর লক্ষ্যে সকলে অংশ নিয়ে থাকে । পদক প্রাপ্তির খবর দেশের সম্মান বাড়ায় । আবার এই ধরনের ঘটনায় দেশের সম্মান ভুলুন্ঠিত হয় । বিনোদের ঘটনা দেশকে ছোট করে দিল । লজ্জার ঘটনা । তবে এটাও বলব দোষ যদি না করে থাকে তাহলে বিনোদকে সুযোগ দেওয়া উচিত । আর যদি দেখা যায় তথ্য ভুল দিয়েছে তাহলে শাস্তি পেতে হবে বিনোদকে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.