ETV Bharat / sports

Freddy Rincon dies : গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন কলম্বিয়ান বিশ্বকাপার ফ্রেডি রিঙ্কন - Freddy Rincon dies

একটি বাসের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয় ৷ সোমবারের ওই দুর্ঘটনায় পড়া গাড়িতে রিঙ্কন-সহ পাঁচজন ছিলেন ৷ তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আহত হয়েছিলেন রিঙ্কন (Former Colombia great Freddy Rincon dies) ৷

Freddy Rincon
প্রয়াত প্রাক্তন কলম্বিয়ান বিশ্বকাপার ফ্রেডি রিঙ্কন
author img

By

Published : Apr 14, 2022, 7:39 PM IST

বোগোটা, 14 এপ্রিল : গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কলম্বিয়ার প্রাক্তন ফুটবল অধিনায়ক ফ্রেডি ইউসেবিও রিঙ্কন ভ্যালেন্সিয়া ৷ ক্যালিতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন বিশ্বকাপার ৷ গুরুতর আহত অবস্থায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বছর পঞ্চান্নর রিঙ্কন (Former Colombia great Freddy Rincon dies) ৷

দেশের অন্যতম সেরা খেলোয়াড় 1966 সালে পশ্চিম কলম্বিয়ার বুয়েনাভেন্টুরায় জন্মগ্রহণ করেন ৷ দেশের জার্সিতে 84 ম্যাচে 17 গোল করেছেন রিঙ্কন । 1990, 1994 এবং 1998, তিনটি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ৷ তারমধ্যে 1990 ইতালি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে তাঁর গোল রয়েছে । তাঁর ওই গোলেই জার্মানিকে রুখে দিয়েছিল আপাত নিরীহ কলম্বিয়া ৷ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে শেষ ষোলোয় জায়গা পাকা করেছিল তাঁরা ৷ 1993 সালে বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে 5-0 ব্যবধানে জয়ের ম্যাচে দু'টি গোল এসেছিল তাঁর পা থেকে ৷

আরও পড়ুন : শেষ চারে লিভারপুল-সিটি, সেমিতে লা লিগা বনাম প্রিমিয়র লিগ দ্বৈরথ

তাঁর মৃত্যুতে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘এই ঘটনা ওর পরিবার এবং বন্ধুদের জন্য বিরাট ক্ষতি ৷ একইসঙ্গে আমাদের খেলাধুলার জন্য একটি দুঃখজনক দিন ৷’’ রিঙ্কনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে তাঁর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদও ৷

বোগোটা, 14 এপ্রিল : গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কলম্বিয়ার প্রাক্তন ফুটবল অধিনায়ক ফ্রেডি ইউসেবিও রিঙ্কন ভ্যালেন্সিয়া ৷ ক্যালিতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন বিশ্বকাপার ৷ গুরুতর আহত অবস্থায় সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বছর পঞ্চান্নর রিঙ্কন (Former Colombia great Freddy Rincon dies) ৷

দেশের অন্যতম সেরা খেলোয়াড় 1966 সালে পশ্চিম কলম্বিয়ার বুয়েনাভেন্টুরায় জন্মগ্রহণ করেন ৷ দেশের জার্সিতে 84 ম্যাচে 17 গোল করেছেন রিঙ্কন । 1990, 1994 এবং 1998, তিনটি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ৷ তারমধ্যে 1990 ইতালি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে তাঁর গোল রয়েছে । তাঁর ওই গোলেই জার্মানিকে রুখে দিয়েছিল আপাত নিরীহ কলম্বিয়া ৷ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে শেষ ষোলোয় জায়গা পাকা করেছিল তাঁরা ৷ 1993 সালে বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে 5-0 ব্যবধানে জয়ের ম্যাচে দু'টি গোল এসেছিল তাঁর পা থেকে ৷

আরও পড়ুন : শেষ চারে লিভারপুল-সিটি, সেমিতে লা লিগা বনাম প্রিমিয়র লিগ দ্বৈরথ

তাঁর মৃত্যুতে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘এই ঘটনা ওর পরিবার এবং বন্ধুদের জন্য বিরাট ক্ষতি ৷ একইসঙ্গে আমাদের খেলাধুলার জন্য একটি দুঃখজনক দিন ৷’’ রিঙ্কনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে তাঁর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.