ETV Bharat / sports

Prabir Geetashree Relationship: রাশির প্রেমে 'মন ফাগুন' প্রবীর দাসের - ফুটবলার প্রবীর দাস

বাগানের প্রাক্তনী তথা বেঙ্গালুরু এফসি ফুটবলার প্রবীর দাস (Prabir Das) কি প্রেম করছেন ? রবিবার ডুরান্ড জয়ের পর টেলিভিশনের অতি পরিচিত মুখ গীতশ্রী রায়ের (TV Actor Geetashree Roy) সঙ্গে ট্রফি নিয়ে পোজ দেওয়ার পরেই তীব্র হয়েছে সেই জল্পনা ৷

Is Footballer Prabir Das in Relationship with TV Actor Geetashree Roy
Is Footballer Prabir Das in Relationship with TV Actor Geetashree Roy
author img

By

Published : Sep 19, 2022, 7:29 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: রাশির প্রেমে পড়েছেন বেঙ্গালুরু এফসি-র ফুটবলার প্রবীর দাস (Footballer Prabir Das) । রবিবার ডুরান্ড কাপের ফাইনালের পর ট্রফি নিয়ে পোজ দিতে দেখা গেল যুগলকে । কলকাতায় ফাইনাল জিতে দারুণ উত্তেজিত প্রবীর । এই জয় উৎসর্গ করলেন সেই বিশেষ মানুষকে ৷ ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ প্রবীরের বান্ধবী গীতশ্রী রায় (Geetashree Roy)।

জনপ্রিয় সেই অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন বাংলার ফুটবলার প্রবীর দাস (Prabir Das is in relationship with actress Getashree Roy)। 'রাশি', 'মন ফাগুন'-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন গীতশ্রী ।শুধু সিরিয়াল নয় টেলিফিল্মেও পরিচিত মুখ গীতশ্রী । 'মন ফাগুন'-এর রুষার সঙ্গে ফুটবলার প্রবীরের সম্পর্কের সূচনা কয়েকমাস আগে । তবে দু'জন এর আগে প্রকাশ্যে আসেননি । এলেন ডুরান্ড জয়ের সন্ধেয়।

ডুরান্ড কাপ ফাইনালে রবিবার মুম্বই সিটি এফসিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু । এটিকে মোহনবাগানে থাকার সময় ট্রফি জিততে পারেননি প্রবীর। এবার সেই আক্ষেপ ঘুচল সুনীলদের ক্লাবে গিয়ে । তবে কি প্রবীরের লাক ফেরালেন গীতশ্রী? ফ্যানদের মনেও প্রশ্ন এটাই ।

Is Footballer Prabir Das in Relationship with TV Actor Geetashree Roy
বান্ধবীর সঙ্গে সন্দেশ ঝিঙ্গান

ম্যাচ জিতে, গীতশ্রীর সঙ্গে পার্টি সারলেন প্রবীর । ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, 'আজ তো পার্টি বানতা হ্যায়'। ফ্যানরাও দারুণ খুশি প্রবীর-গীতশ্রীকে একসঙ্গে দেখে । ফাইনালে জেতার পর ট্রফি নিয়ে গীতশ্রীর সঙ্গে ছবি তুললেন প্রবীর । সঙ্গে ছিল তাঁর ছোট্ট ভাইজি । এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এখন ।

Is Footballer Prabir Das in Relationship with TV Actor Geetashree Roy
বান্ধবীর সঙ্গে গুরপ্রীত সিং সান্ধু

প্রসঙ্গত, 2016 বিয়ে হয়েছিল প্রবীর দাসের ৷ কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে ফুটবলারের সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী তনুশ্রী ৷ থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন তনুশ্রী । যদিও কিছুই প্রমাণিত হয়নি পড়ে । সেই সমস্যা কাটিয়ে স্বমহিমায় মাঠে ফিরেছেন প্রবীর । এটিকে মোহনবাগানের হয়ে দারুণ খেলার পর এবার বেঙ্গালুরুর হয়েও ছন্দে বাঙালি মিডফিল্ডার ।

Is Footballer Prabir Das in Relationship with TV Actor Geetashree Roy
স্ত্রী সোনমকে নিয়ে উৎসবে মাতলেন সুনীল ছেত্রী

আরও পড়ুন: 'প্রিয়' সুনীলের সঙ্গে ব্লুজ'দের ডেরায় মধ্যাহ্নভোজ, আবেগে ভাসলেন লাল-হলুদের লজেন্স মাসি

শুধু প্রবীর-গীতশ্রী নয় । ডুরান্ড কাপ জয়ের পরে স্ত্রী-বান্ধবীদের নিয়ে অভিনব সেলিব্রেশনে বেঙ্গালেরু এফসির ফুটবলারদের । স্ত্রী সোনমকে নিয়ে উৎসবে মাতলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সেনাবাহিনীর পরিবারের ছেলে হয়েও দু'দশক অপেক্ষা করতে হল আর্মির টুর্নামেন্ট ডুরান্ড কাপ জয়ের জন্য । সুনীল জানান, এই অপেক্ষা তাঁকে লজ্জায় ফেলেছিল । এবার তা থেকে মুক্ত তিনি । স্ত্রীকে নিয়ে ডুরান্ড কাপ হাতে ছবিও তুললেন তিনি । সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুও তাদের বান্ধবীদের নিয়ে ছবি তুললেন ।

কলকাতা, 19 সেপ্টেম্বর: রাশির প্রেমে পড়েছেন বেঙ্গালুরু এফসি-র ফুটবলার প্রবীর দাস (Footballer Prabir Das) । রবিবার ডুরান্ড কাপের ফাইনালের পর ট্রফি নিয়ে পোজ দিতে দেখা গেল যুগলকে । কলকাতায় ফাইনাল জিতে দারুণ উত্তেজিত প্রবীর । এই জয় উৎসর্গ করলেন সেই বিশেষ মানুষকে ৷ ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ প্রবীরের বান্ধবী গীতশ্রী রায় (Geetashree Roy)।

জনপ্রিয় সেই অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন বাংলার ফুটবলার প্রবীর দাস (Prabir Das is in relationship with actress Getashree Roy)। 'রাশি', 'মন ফাগুন'-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন গীতশ্রী ।শুধু সিরিয়াল নয় টেলিফিল্মেও পরিচিত মুখ গীতশ্রী । 'মন ফাগুন'-এর রুষার সঙ্গে ফুটবলার প্রবীরের সম্পর্কের সূচনা কয়েকমাস আগে । তবে দু'জন এর আগে প্রকাশ্যে আসেননি । এলেন ডুরান্ড জয়ের সন্ধেয়।

ডুরান্ড কাপ ফাইনালে রবিবার মুম্বই সিটি এফসিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু । এটিকে মোহনবাগানে থাকার সময় ট্রফি জিততে পারেননি প্রবীর। এবার সেই আক্ষেপ ঘুচল সুনীলদের ক্লাবে গিয়ে । তবে কি প্রবীরের লাক ফেরালেন গীতশ্রী? ফ্যানদের মনেও প্রশ্ন এটাই ।

Is Footballer Prabir Das in Relationship with TV Actor Geetashree Roy
বান্ধবীর সঙ্গে সন্দেশ ঝিঙ্গান

ম্যাচ জিতে, গীতশ্রীর সঙ্গে পার্টি সারলেন প্রবীর । ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, 'আজ তো পার্টি বানতা হ্যায়'। ফ্যানরাও দারুণ খুশি প্রবীর-গীতশ্রীকে একসঙ্গে দেখে । ফাইনালে জেতার পর ট্রফি নিয়ে গীতশ্রীর সঙ্গে ছবি তুললেন প্রবীর । সঙ্গে ছিল তাঁর ছোট্ট ভাইজি । এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এখন ।

Is Footballer Prabir Das in Relationship with TV Actor Geetashree Roy
বান্ধবীর সঙ্গে গুরপ্রীত সিং সান্ধু

প্রসঙ্গত, 2016 বিয়ে হয়েছিল প্রবীর দাসের ৷ কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে ফুটবলারের সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী তনুশ্রী ৷ থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন তনুশ্রী । যদিও কিছুই প্রমাণিত হয়নি পড়ে । সেই সমস্যা কাটিয়ে স্বমহিমায় মাঠে ফিরেছেন প্রবীর । এটিকে মোহনবাগানের হয়ে দারুণ খেলার পর এবার বেঙ্গালুরুর হয়েও ছন্দে বাঙালি মিডফিল্ডার ।

Is Footballer Prabir Das in Relationship with TV Actor Geetashree Roy
স্ত্রী সোনমকে নিয়ে উৎসবে মাতলেন সুনীল ছেত্রী

আরও পড়ুন: 'প্রিয়' সুনীলের সঙ্গে ব্লুজ'দের ডেরায় মধ্যাহ্নভোজ, আবেগে ভাসলেন লাল-হলুদের লজেন্স মাসি

শুধু প্রবীর-গীতশ্রী নয় । ডুরান্ড কাপ জয়ের পরে স্ত্রী-বান্ধবীদের নিয়ে অভিনব সেলিব্রেশনে বেঙ্গালেরু এফসির ফুটবলারদের । স্ত্রী সোনমকে নিয়ে উৎসবে মাতলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সেনাবাহিনীর পরিবারের ছেলে হয়েও দু'দশক অপেক্ষা করতে হল আর্মির টুর্নামেন্ট ডুরান্ড কাপ জয়ের জন্য । সুনীল জানান, এই অপেক্ষা তাঁকে লজ্জায় ফেলেছিল । এবার তা থেকে মুক্ত তিনি । স্ত্রীকে নিয়ে ডুরান্ড কাপ হাতে ছবিও তুললেন তিনি । সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুও তাদের বান্ধবীদের নিয়ে ছবি তুললেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.