ETV Bharat / sports

Pele Passed Away: বিদায় মহাজীবন ! মুকুট পড়ে আছে রাজাই শুধু নেই, প্রয়াত ফুটবল সম্রাট পেলে - Pele

সত্যি হল আশঙ্কাটাই । বছর শেষ হওয়ার আগেই চিরঘুমে পাড়ি দিলেন ফুটবল সম্রাট (Football legend pele dies) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 30, 2022, 6:27 AM IST

Updated : Dec 30, 2022, 8:04 AM IST

সাও পাওলো, 30 ডিসেম্বর: চিরঘুমে সম্রাট। প্রয়াত ফুটবল সম্রাট পেলে (Football legend pele dies)। বয়স হয়েছিল 82। বছর দুয়েক আগে নভেম্বরের সন্ধ্যায় ফুটবললোকে পাড়ি দিয়েছিলেন রাজপুত্র দিয়াগো মারাদোনা। এবার সম্রাটও ফুটবললোকে। বছর শেষ ঠিক আগেই চিরঘুমে সম্রাট। সত্যিই মুকুটটা পড়ে আছে রাজাই শুধু নেই। দিন কয়েক আগে আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ফুটবল সম্রাট পেলেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ঠিকমতো খেতে পারছেন না ফুটবল সম্রাট। রয়েছে হৃদরোগের সমস্যাও। শরীর ফুলে রয়েছে। হঠাৎ কররেই শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে। মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি। এর আগে বড়দিনে পেলের মেয়ে জানান, তাঁর বাবা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন । কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সব শেষ । বিদায় মহাজীবন !

সাময়িকভাবে সেই ধাক্কা কাটালেও তা বিপদসীমার বাইরে পাঠাতে পারেননি ফুটবল সম্রাট। শেষ অবধি কেমোথেরাপিতে সাড়া না দেওয়ার ইঙ্গিত এবং অন্যান্য উপসর্গ বলতে কিডনি,হৃদযন্ত্র সঠিকভাবে কাজ না করার সমস্যা দেখা দেওয়াতেই কোলন ক্যান্সার আক্রান্ত পেলের ভবিষ্যত পরিস্কার হয়ে যায়। কয়েকদিন আগে হাসপাতাল সুত্রে বলা হয়েছিল ফুটবল সম্রাটের আরোগ্যের জন্য বাড়তি সতর্কতা জরুরি হয়ে পড়ছে। এরইমধ্যে ভারতীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ফুটবল সম্রাটের কন্যা কেলি নেসিমেন্টো বাবার মৃত্য সংবাদের খবরটি নিশ্চিত করেন। পেলের ম্যানেজারও বিষয়টি সরকারিভাবে জানিয়েছেন। প্রায় একমাসের বেশি সময় ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। তার আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নভেম্বরের শেষে অবস্থার অবনতি হওয়ায় সাও পাওলোর অ্যালবার্ট হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মার্সিয়াও। বেশ কিছুদিন ধরেই শরীর ভাল না থাকায় কেমোথেরাপি দেওয়া যায়নি তাঁকে। এর আগে এপ্রিলেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। অবশেষে যাবতীয় লড়াই শেষ। মৃত্যু নামক পৃথিবীর শেষ সত্যের হাতে চিরতরে অতীত হয়ে গেলেন ফুটবল সম্রাট। সম্রাট প্রয়াত হবেন আর তাঁর বর্ণময় জীবনের কথা মনে পড়ে তামাম দুনিয়ার চোখে জল আসবে না তা হয় নাকি !

বিশ্বকাপ চলাকালীন সংকটাপন্ন পেলের খবর ছড়িয়ে পড়েছিল। তখনকার মতো সেই ধাক্কাকাটিয়ে উঠেছিলেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন,লিয়োনেল মেসির প্রশংসা এবং পরাজিত হয়ে নেমারের ভেঙে পড়ার খবরে বার্তা পাঠিয়েছিলেন ফুটবল সম্রাট। বিশ্বকাপ শেষ হতেই তার শরীর ফের খারাপ হতে শুরু করে। তাঁর মেয়ে জানিয়ে দিয়েছিলেন বড়দিনের উৎসব তারা স্থগিত রাখছেন। পরিবারের সকলে সুস্থ কামনায় হাসপাতালে জড়ো হয়েছেন। ফুটবল সম্রাটের ছেলে এডসনও রয়েছেন। ইনস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করা হয়েছে। ব্রাজিল জুড়েই চলছিল প্রার্থনা। এত কিছুর মধ্যেই ফুটবল সম্রাট পরলোকে। ফুটবল মাসে ফুটবল সম্রাটের বিদায়ে অঘটনের টর্নেডো আছড়ে পড়ল। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যানটিনো ফুটবল সম্রাটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা বলেছেন পেলের চলে যাওয়া জাতীয় ক্ষতি। ফুটবল বিশ্বের মত শোকে স্তব্ধ ব্রাজিলিয়ানরাও।

আরও পড়ুন: হাসপাতালে তুলসীদাস বলরাম, দেখা করলেন ক্রীড়ামন্ত্রী

সাও পাওলো, 30 ডিসেম্বর: চিরঘুমে সম্রাট। প্রয়াত ফুটবল সম্রাট পেলে (Football legend pele dies)। বয়স হয়েছিল 82। বছর দুয়েক আগে নভেম্বরের সন্ধ্যায় ফুটবললোকে পাড়ি দিয়েছিলেন রাজপুত্র দিয়াগো মারাদোনা। এবার সম্রাটও ফুটবললোকে। বছর শেষ ঠিক আগেই চিরঘুমে সম্রাট। সত্যিই মুকুটটা পড়ে আছে রাজাই শুধু নেই। দিন কয়েক আগে আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ফুটবল সম্রাট পেলেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ঠিকমতো খেতে পারছেন না ফুটবল সম্রাট। রয়েছে হৃদরোগের সমস্যাও। শরীর ফুলে রয়েছে। হঠাৎ কররেই শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে। মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি। এর আগে বড়দিনে পেলের মেয়ে জানান, তাঁর বাবা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন । কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সব শেষ । বিদায় মহাজীবন !

সাময়িকভাবে সেই ধাক্কা কাটালেও তা বিপদসীমার বাইরে পাঠাতে পারেননি ফুটবল সম্রাট। শেষ অবধি কেমোথেরাপিতে সাড়া না দেওয়ার ইঙ্গিত এবং অন্যান্য উপসর্গ বলতে কিডনি,হৃদযন্ত্র সঠিকভাবে কাজ না করার সমস্যা দেখা দেওয়াতেই কোলন ক্যান্সার আক্রান্ত পেলের ভবিষ্যত পরিস্কার হয়ে যায়। কয়েকদিন আগে হাসপাতাল সুত্রে বলা হয়েছিল ফুটবল সম্রাটের আরোগ্যের জন্য বাড়তি সতর্কতা জরুরি হয়ে পড়ছে। এরইমধ্যে ভারতীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ফুটবল সম্রাটের কন্যা কেলি নেসিমেন্টো বাবার মৃত্য সংবাদের খবরটি নিশ্চিত করেন। পেলের ম্যানেজারও বিষয়টি সরকারিভাবে জানিয়েছেন। প্রায় একমাসের বেশি সময় ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। তার আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নভেম্বরের শেষে অবস্থার অবনতি হওয়ায় সাও পাওলোর অ্যালবার্ট হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মার্সিয়াও। বেশ কিছুদিন ধরেই শরীর ভাল না থাকায় কেমোথেরাপি দেওয়া যায়নি তাঁকে। এর আগে এপ্রিলেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। অবশেষে যাবতীয় লড়াই শেষ। মৃত্যু নামক পৃথিবীর শেষ সত্যের হাতে চিরতরে অতীত হয়ে গেলেন ফুটবল সম্রাট। সম্রাট প্রয়াত হবেন আর তাঁর বর্ণময় জীবনের কথা মনে পড়ে তামাম দুনিয়ার চোখে জল আসবে না তা হয় নাকি !

বিশ্বকাপ চলাকালীন সংকটাপন্ন পেলের খবর ছড়িয়ে পড়েছিল। তখনকার মতো সেই ধাক্কাকাটিয়ে উঠেছিলেন তিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন,লিয়োনেল মেসির প্রশংসা এবং পরাজিত হয়ে নেমারের ভেঙে পড়ার খবরে বার্তা পাঠিয়েছিলেন ফুটবল সম্রাট। বিশ্বকাপ শেষ হতেই তার শরীর ফের খারাপ হতে শুরু করে। তাঁর মেয়ে জানিয়ে দিয়েছিলেন বড়দিনের উৎসব তারা স্থগিত রাখছেন। পরিবারের সকলে সুস্থ কামনায় হাসপাতালে জড়ো হয়েছেন। ফুটবল সম্রাটের ছেলে এডসনও রয়েছেন। ইনস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করা হয়েছে। ব্রাজিল জুড়েই চলছিল প্রার্থনা। এত কিছুর মধ্যেই ফুটবল সম্রাট পরলোকে। ফুটবল মাসে ফুটবল সম্রাটের বিদায়ে অঘটনের টর্নেডো আছড়ে পড়ল। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যানটিনো ফুটবল সম্রাটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা বলেছেন পেলের চলে যাওয়া জাতীয় ক্ষতি। ফুটবল বিশ্বের মত শোকে স্তব্ধ ব্রাজিলিয়ানরাও।

আরও পড়ুন: হাসপাতালে তুলসীদাস বলরাম, দেখা করলেন ক্রীড়ামন্ত্রী

Last Updated : Dec 30, 2022, 8:04 AM IST

For All Latest Updates

TAGGED:

Pele
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.