ETV Bharat / sports

Juan Ferrando in Mohun Bagan Club : প্রথমবার ক্লাব তাবুতে জুয়ান ফেরান্দো, ঘুরে দেখলেন পরিকাঠামো - Juan Ferrando in Mohun Bagan Club

কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে এলেন জুয়ান ফেরান্দো (First Time Coach Juan Ferrando Visit in Mohun Bagan Club) ৷ এদিন সকালে ক্লাবে গিয়ে মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম এমনকি ক্লাবের জিম ঘুরে দেখেন তিনি ৷ সকালের প্রাতঃরাশও ক্লাব তাঁবুতেই করেছেন জুয়ান ৷

First Time Coach Juan Ferrando Visit in Mohun Bagan Club
First Time Coach Juan Ferrando Visit in Mohun Bagan Club
author img

By

Published : Apr 8, 2022, 4:59 PM IST

কলকাতা, 8 এপ্রিল : শুক্রবার মোহনবাগান ক্লাবে এসে ঘুরে গেলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (First Time Coach Juan Ferrando Visit in Mohun Bagan Club) । এদিন সকালে ময়দানের ক্লাব টেন্টে এসে নতুন জিম, ড্রেসিংরুম ঘুরে দেখেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হেড কোচ ৷ সেই সময় ক্লাবের কোনও শীর্ষ কর্তা না থাকলেও, ক্লাবে কর্তব্যরত স্টাফরাই ফেরান্দোকে নতুন পরিকাঠামো ঘুরিয়ে দেখান ৷ প্রায় এক ঘণ্টা ক্লাবে ছিলেন তিনি ৷ ক্লাবের ক্যান্টিনে প্রাতঃরাশ সারেন ফেরান্দো ৷ এ দিন হোটেল থেকে সকালেই চলে আসেন মোহনবাগান ক্লাবে ৷ সেখানে সবটা ঘুরে দেখে টোস্ট আর চিকেন স্টু দিয়ে ব্রেকফাস্ট সারেন তিনি ৷ মাঠও ঘুরে দেখেন জুয়ান ফেরান্দো ৷ এই প্রথমবার মোহনবাগানে পা রাখলেন জুয়ান ৷

কিছুদিন আগেই সচিব নির্বাচিত হওয়ার পর দেবাশিস দত্ত বলেছিলেন, এবার থেকে নতুন জিম ব্যবহার করতে পারবেন দলের ফুটবলাররা ৷ সেই মতো জিম ঘুরে দেখেন ফেরান্দো ৷ মঙ্গলবার এএফসি কাপের ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারের বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান । যুবভারতীতে অনুষ্ঠিত এই ম্যাচে দর্শকরা খেলা দেখতে যেতে পারবেন ৷ তাই শুক্রবার থেকেই মোহনবাগান ক্লাবের কাউন্টারে শুরু হয়েছে অফলাইনে টিকিট বিক্রি ৷ এর আগে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছিল ৷

আরও পড়ুন : AFC Cup 2022 : শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে নারাজ জুয়ান ফেরান্দো

আইএসএলের মাঝপথে আন্তোনিও লোপেজ হাবাসের পদত্যাগের পর দায়িত্ব নেন ফেরান্দো ৷ সেখান থেকে দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন সবুজ-মেরুন কোচ ৷ লিগ শিল্ড খুব কাছ থেকে হাতছাড়া হয়েছে ৷ আইএসএল ট্রফিও হারাতে হয়েছে ৷ তাই এবার সমর্থকদের মুখে হাসি ফেরাতে এএফসি কাপকেই পাখির চোখ করছেন ফেরান্দো ৷ দল যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন করলেও মনে করা হচ্ছে, এর পর থেকে রয় কৃষ্ণাদের জিম সেশন মোহনবাগান ক্লাবেই হতে পারে ৷

এএফসি কাপে ধারে ভারে অনেকটা এগিয়ে থাকলেও শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে চাইছেন না মোহনবাগান কোচ ৷ সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ হওয়ায় মূলত বিকেলেই দলকে নিয়ে অনুশীলন করছেন জুয়ান ফেরান্দো ৷

কলকাতা, 8 এপ্রিল : শুক্রবার মোহনবাগান ক্লাবে এসে ঘুরে গেলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (First Time Coach Juan Ferrando Visit in Mohun Bagan Club) । এদিন সকালে ময়দানের ক্লাব টেন্টে এসে নতুন জিম, ড্রেসিংরুম ঘুরে দেখেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হেড কোচ ৷ সেই সময় ক্লাবের কোনও শীর্ষ কর্তা না থাকলেও, ক্লাবে কর্তব্যরত স্টাফরাই ফেরান্দোকে নতুন পরিকাঠামো ঘুরিয়ে দেখান ৷ প্রায় এক ঘণ্টা ক্লাবে ছিলেন তিনি ৷ ক্লাবের ক্যান্টিনে প্রাতঃরাশ সারেন ফেরান্দো ৷ এ দিন হোটেল থেকে সকালেই চলে আসেন মোহনবাগান ক্লাবে ৷ সেখানে সবটা ঘুরে দেখে টোস্ট আর চিকেন স্টু দিয়ে ব্রেকফাস্ট সারেন তিনি ৷ মাঠও ঘুরে দেখেন জুয়ান ফেরান্দো ৷ এই প্রথমবার মোহনবাগানে পা রাখলেন জুয়ান ৷

কিছুদিন আগেই সচিব নির্বাচিত হওয়ার পর দেবাশিস দত্ত বলেছিলেন, এবার থেকে নতুন জিম ব্যবহার করতে পারবেন দলের ফুটবলাররা ৷ সেই মতো জিম ঘুরে দেখেন ফেরান্দো ৷ মঙ্গলবার এএফসি কাপের ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারের বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান । যুবভারতীতে অনুষ্ঠিত এই ম্যাচে দর্শকরা খেলা দেখতে যেতে পারবেন ৷ তাই শুক্রবার থেকেই মোহনবাগান ক্লাবের কাউন্টারে শুরু হয়েছে অফলাইনে টিকিট বিক্রি ৷ এর আগে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছিল ৷

আরও পড়ুন : AFC Cup 2022 : শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে নারাজ জুয়ান ফেরান্দো

আইএসএলের মাঝপথে আন্তোনিও লোপেজ হাবাসের পদত্যাগের পর দায়িত্ব নেন ফেরান্দো ৷ সেখান থেকে দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন সবুজ-মেরুন কোচ ৷ লিগ শিল্ড খুব কাছ থেকে হাতছাড়া হয়েছে ৷ আইএসএল ট্রফিও হারাতে হয়েছে ৷ তাই এবার সমর্থকদের মুখে হাসি ফেরাতে এএফসি কাপকেই পাখির চোখ করছেন ফেরান্দো ৷ দল যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন করলেও মনে করা হচ্ছে, এর পর থেকে রয় কৃষ্ণাদের জিম সেশন মোহনবাগান ক্লাবেই হতে পারে ৷

এএফসি কাপে ধারে ভারে অনেকটা এগিয়ে থাকলেও শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে চাইছেন না মোহনবাগান কোচ ৷ সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ হওয়ায় মূলত বিকেলেই দলকে নিয়ে অনুশীলন করছেন জুয়ান ফেরান্দো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.