কলকাতা, 6 অগস্ট: সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় ফুটবলের প্রশাসনিক স্তরে। সমস্যা এতটাই জটিল যে কোন পথে সমাধান আসবে, তার সূত্র মিলছে না। বিশেষ করে গঠনতন্ত্রের খোলনলচে বদলে নতুনভাবে শুরু করার যে খসড়া তৈরি হয়েছে তাতে প্রচুর অমিল ৷ যার জেরে আইনি হস্তক্ষেপ প্রয়োজন পড়ছে। আর এখান থেকেই সমস্যা কেটে যাওয়ার বদলে জটিল হয়েছে। এদিকে বিশ্ব ফুটবল সংস্থা তার নিয়ন্ত্রণাধীন ফুটবল খেলিয়ে দেশের ফেডারেশনে তৃতীয় পক্ষের মাথা গলানো বরদাস্ত করে না। সেক্ষেত্রে নির্বাসনের খাঁড়াও নেমে আসার সম্ভাবনা থাকে। আর সেই সম্ভাবনা ভারতের ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে নেই বলা যাবে না ৷ কারণ, ফিফার চিঠি ফেডারেশনের দফতরে এসে পড়েছে ইতিমধ্যেই (FIFA writes a warning letter to AIFF) ৷
চলতি মাসেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন। এরমধ্যেই চিঠি পাঠিয়ে ফের ভারতীয় ফুটবল ফেডারেশনকে সতর্ক করে দিল ফিফা ও এএফসি । তাতে পরিষ্কার বলা হয়েছে, ফিফা কোনওভাবেই ভারতীয় ফুটবলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না। তা যদি হয়, তবে বড় শাস্তি হতে পারে দেশের ফুটবল নিয়ামক সংস্থাকে। এই চিঠির পরেই মেয়েদের অনুর্ধ্ব-17 বিশ্বকাপ নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। এই চিঠি পাওয়ার পরেই আলোড়ন শুরু হয়েছে ভারতীয় ফুটবলে।
কিছুদিন আগেই ফিফা এবং এএফসি কর্তারা দিল্লিতে ফেডারেশন কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে ঠিক হয়, 7 অগস্টের মধ্যে নির্বাচন সংক্রান্ত কাজ শেষ করে 15 সেপ্টেম্বরের মধ্যে কমিটি গঠন করে ফেলতে হবে। তবে তা না-মেনে নতুন করে নির্বাচনের দিন ঠিক করেছে ভারতের ফুটবল ফেডারেশন ৷ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপকে একেবারেই ভালোচোখে নিচ্ছে না বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। চিঠিতে ফিফা এবং এএফসি জানিয়েছে, "আমরা জানতে পেরেছি, ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারতের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। জানি না, আমরা নির্বাচনের দিন ঠিক করে দেওয়ার পরেও কীভাবে অন্য কেউ দিন ঘোষণা করছে। আমরা এই ব্যাপারে আমাদের মধ্যে কথাবার্তা বলছি।" এর আগে পাকিস্তান ফুটবলকেও একই কারণে নিষিদ্ধ করেছিল ফিফা ৷
আরও পড়ুন: 'আমি হারতে আসিনি', অনুশীলন শুরুর দিনেই হুঙ্কার কনস্ট্যান্টাইনের
এবার ভারতের ক্ষেত্রেও একই পথে হাঁটতে পারে তারা। ঘটনা প্রবাহ যে দিকে যাচ্ছে, তাতে ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠালে অবাক হওয়ার কিছু থাকবে না। আর সেটা যদি হয় তবে, মেয়েদের যুব বিশ্বকাপ ভারত থেকে সরে যেতে পারে। যা ভারতের জন্য যে অত্যন্ত লজ্জার হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না ৷
ভারত এর আগে সাফল্যের সঙ্গে ছেলের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ আয়োজন করেছিল। তাই ভারতের থেকে এবার প্রত্যাশা অনেকটাই বেশি। তবে তা সত্যি করতে হলে ফিফার নিষিদ্ধ হওয়ার কোপ থেকে বাঁচতে হবে ভারতীয় ফুটবলের গভর্নিং বডিকে।