পালেরমো (ইতালি), 25 মার্চ : ফের একবার বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ হল ইতালি ৷ ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে 0-1 গোলে হেরে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজ্জুরি ব্রিগেড (Italy to Miss World Cup Again After Loss to North Macedonia) ৷ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্লে অফ সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আলেকজান্ডার ত্রাজকোভিস্কের করা গোলে জয় ছিনিয়ে নেয় নর্থ ম্যাসেডোনিয়া ৷
এদিনের ম্যাচে ইতালির ফুটবলাররা মোট 32টি শট মেরেছেন গোল লক্ষ্য করে ৷ তুলনায় সেখানে নর্থ ম্যাসেডোনিয়ার খেলোয়াড়রা মাত্র 4টি শট নেন গোল লক্ষ্য করে ৷ তবে, বেরারডিরা গোলের মুখ খুলতে ব্যর্থ হন ৷ কিন্তু, নর্থ ম্যাসেডোনিয়ার ফুটবলাররা সুযোগ কম পেলেও, সেই অল্প সুযোগকেই কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেয় ৷
এই হারের সঙ্গে সঙ্গে 4 বছর আগের ছবির পুনরাবৃত্তি ঘটল ফুটবল দুনিয়ায় ৷ 2018’র মতই 2022’র বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ইতালিকে ৷ আর ম্যাচ শেষে সেই হতাশাই ফুটে উঠল পালেরমোর স্টেডিয়ামে ৷ মানচিনিদের চোখে জল দেখা গেল এ দিন ৷ আর অন্যদিক, বিপক্ষ নর্থ ম্যাসেডোনিয়ার ফুটবলাররা জয়ের উচ্ছ্বাসে মাতলেন ৷
আরও পড়ুন : FIFA World Cup Qatar 2022 : ফুটবলের সর্বোচ্চ মঞ্চে 'ভারত', কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর বাইজুস
প্রসঙ্গত, 2018 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুইডেনের কাছে হেরে ছিটকে গিয়েছিল ইতালি ৷ আর গত বছর 2020 ইউরো কাপ জয়ের পর ভাবা হয়েছিল, ইতালি নিজেদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে ৷ কিন্তু, কয়েকমাসের মধ্যে ছবিটা আবারও একই জায়গায় গিয়ে দাঁড়াল ৷ চারবারের বিশ্বজয়ী দেশের পরপর দু’টি বিশ্বকাপে না থাকা অবাক করেছে ফুটবল বিশ্বকে ৷