ETV Bharat / sports

FIFA World Cup 2022: নকআউটে দুই প্রতিবেশীর সেয়ানে-সেয়ানে লড়াই, বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ (FIFA World Cup 2022) নকআউটে আজ দুই সেয়ানের লড়াই ৷ ইংল্যান্ড বনাম ফ্রান্সের এই ম্যাচে দুই দলকেই সমান এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা (Neck-to-Neck Fight Between England and France in Quarter) ৷

FIFA World Cup 2022 Neck-to-Neck Fight Between England and Franc in Quarter
FIFA World Cup 2022 Neck-to-Neck Fight Between England and Franc in Quarter
author img

By

Published : Dec 10, 2022, 12:23 PM IST

Updated : Dec 11, 2022, 10:24 AM IST

দোহা, 10 ডিসেম্বর: ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022)-এর নকআউট পর্বের অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ৷ ইংল্যান্ড বনাম ফ্রান্স-দুই ইউরোপিয়ান প্রতিবেশী আজ মধ্যরাতের ম্যাচে মুখোমুখি হচ্ছে ৷ প্রতিবেশী দেশের দ্বৈরথে বিশেষজ্ঞরা ইংল্যান্ড ও ফ্রান্স দুই দলকেই সমান জায়গায় রাখছেন (Neck-to-Neck Fight Between England and France in Quarter) ৷ বিশেষ করে তাদের মাঝমাঠ ও আক্রমণের শক্তিকে পরোক্ষ করা পর ৷

আজকের ম্যাচ কার্যত তারকাদের দ্বৈরথ ৷ একদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে, অলিভিয়ার জিরু, দেম্বেলে, থিও হার্নান্দেজ, কন্তে, থুরাম, কোম্যান এবং আন্তেনিও গ্রিজম্যানের মতো তারকারা ৷ অপরদিকে রয়েছে হ্যারি কেনের নেতৃত্বে জেড বেলিংহাম, মার্কস ব়্যাশফোর্ড, রহিম স্টার্লিন, ফিল ফোডেন এবং ডেকলান রাইসের মতো ফরওয়ার্ড এবং আক্রমণাত্মক মাঝমাঠ ৷ এই তারকা ও মহাতারকাদের মাঠের লড়াইয়ে কোনও পক্ষকেই আগাম এগিয়ে রাখছেন না বিশেষজ্ঞরা ৷ আজকে মাঠে যে পক্ষে সঠিক বোঝাপড়া এবং আক্রমণ থাকবে, তাঁরাই জিতবে ৷

তবে, এই ম্যাচে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দিকে তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব ৷ 23 বছর বয়সী এই ফরাসি ফরওয়ার্ড ইতিমধ্যে 5 গোল করে ফেলেছেন এবারের বিশ্বকাপে ৷ ফলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এমবাপে জ্বলে উঠতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব ৷ তবে, এখনও পর্যন্ত এমবাপেকে এই বিশ্বকাপে পরিবর্ত হিসেবে খেলিয়েছেন কোচ দিদিয়ের দেঁশ ৷ তাই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে কিলিয়ান থাকেন কিনা, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় ৷

আরও পড়ুন: সিআর 7 নন, কোয়ার্টারে বিশেষজ্ঞদের বাজি ব্রুনো-ব়্যামোসরা

পাশাপাশি, সেন্টার ফরওয়ার্ড অলিভিয়ার জিরু(Olivier Giroud)-র দিকেও সমান নজর রয়েছে ফরাসি সমর্থকদের ৷ গত ম্যাচে ফ্রান্সের হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক গোল করা ফুটবলার হয়েছেন তিনি ৷ তাই ইংল্যান্ডের শক্তিশালী দলের বিরুদ্ধে তিনি গোলের রাস্তা খুঁজে পান কিনা, তাও দেখার ৷ ইংল্যান্ড শিবিরেও এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা নিজেদের দিনে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিতে পারেন ৷ বিশেষত জেড বেলিংহামের মতো দীর্ঘকায় তরুণ ফুটবলার ফ্রান্স রক্ষণকে চ্যালেঞ্জ জানাতে পারেন ৷ সেই সঙ্গে ফিল ফোডেন, ডেকলান রাইসদের নিয়ে তৈরি ব্রিটিশ মাঝমাঠে দিদিয়েরকে চিন্তায় রাখবে ৷

দোহা, 10 ডিসেম্বর: ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022)-এর নকআউট পর্বের অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ৷ ইংল্যান্ড বনাম ফ্রান্স-দুই ইউরোপিয়ান প্রতিবেশী আজ মধ্যরাতের ম্যাচে মুখোমুখি হচ্ছে ৷ প্রতিবেশী দেশের দ্বৈরথে বিশেষজ্ঞরা ইংল্যান্ড ও ফ্রান্স দুই দলকেই সমান জায়গায় রাখছেন (Neck-to-Neck Fight Between England and France in Quarter) ৷ বিশেষ করে তাদের মাঝমাঠ ও আক্রমণের শক্তিকে পরোক্ষ করা পর ৷

আজকের ম্যাচ কার্যত তারকাদের দ্বৈরথ ৷ একদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপে, অলিভিয়ার জিরু, দেম্বেলে, থিও হার্নান্দেজ, কন্তে, থুরাম, কোম্যান এবং আন্তেনিও গ্রিজম্যানের মতো তারকারা ৷ অপরদিকে রয়েছে হ্যারি কেনের নেতৃত্বে জেড বেলিংহাম, মার্কস ব়্যাশফোর্ড, রহিম স্টার্লিন, ফিল ফোডেন এবং ডেকলান রাইসের মতো ফরওয়ার্ড এবং আক্রমণাত্মক মাঝমাঠ ৷ এই তারকা ও মহাতারকাদের মাঠের লড়াইয়ে কোনও পক্ষকেই আগাম এগিয়ে রাখছেন না বিশেষজ্ঞরা ৷ আজকে মাঠে যে পক্ষে সঠিক বোঝাপড়া এবং আক্রমণ থাকবে, তাঁরাই জিতবে ৷

তবে, এই ম্যাচে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) দিকে তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব ৷ 23 বছর বয়সী এই ফরাসি ফরওয়ার্ড ইতিমধ্যে 5 গোল করে ফেলেছেন এবারের বিশ্বকাপে ৷ ফলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে এমবাপে জ্বলে উঠতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব ৷ তবে, এখনও পর্যন্ত এমবাপেকে এই বিশ্বকাপে পরিবর্ত হিসেবে খেলিয়েছেন কোচ দিদিয়ের দেঁশ ৷ তাই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে কিলিয়ান থাকেন কিনা, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় ৷

আরও পড়ুন: সিআর 7 নন, কোয়ার্টারে বিশেষজ্ঞদের বাজি ব্রুনো-ব়্যামোসরা

পাশাপাশি, সেন্টার ফরওয়ার্ড অলিভিয়ার জিরু(Olivier Giroud)-র দিকেও সমান নজর রয়েছে ফরাসি সমর্থকদের ৷ গত ম্যাচে ফ্রান্সের হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক গোল করা ফুটবলার হয়েছেন তিনি ৷ তাই ইংল্যান্ডের শক্তিশালী দলের বিরুদ্ধে তিনি গোলের রাস্তা খুঁজে পান কিনা, তাও দেখার ৷ ইংল্যান্ড শিবিরেও এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা নিজেদের দিনে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিতে পারেন ৷ বিশেষত জেড বেলিংহামের মতো দীর্ঘকায় তরুণ ফুটবলার ফ্রান্স রক্ষণকে চ্যালেঞ্জ জানাতে পারেন ৷ সেই সঙ্গে ফিল ফোডেন, ডেকলান রাইসদের নিয়ে তৈরি ব্রিটিশ মাঝমাঠে দিদিয়েরকে চিন্তায় রাখবে ৷

Last Updated : Dec 11, 2022, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.