ETV Bharat / sports

FIFA World Cup 2022: সর্বাধিক ম্যাচ, প্রতিটি রাউন্ডে গোল ! ফাইনালের রাতে একাধিক রেকর্ড ফুটবলের প্রিয় সন্তানের - লিওনেল মেসি

লিওনেল মেসি এবং রেকর্ড, দুই সমান (Lionel Messi Creates Five Records) ৷ বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালের রাতের পর এমন কোনও রেকর্ড থাকল না যা মেসির ছোঁয়ার বাইরে ৷

FIFA World Cup 2022 Lionel Messi Creates Five Records in Argentian Blue-White Jersey  ETV BHARAT
Lionel Messi Celebration with FIFA World Cup
author img

By

Published : Dec 19, 2022, 2:02 PM IST

দোহা, 19 ডিসেম্বর: প্রায় তিনদশকের ফুটবল কেরিয়ারে যে টুর্নামেন্টই খেলুক না কেন, তা লিও মেসি জেতেননি এমনটা হয়নি ৷ বাকি ছিল বিশ্বকাপ (FIFA World Cup 2022), সেটাও এবার জেতা হয়ে গেল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের ৷ ক্লাব কেরিয়ারে মোট 37টি ট্রফি জিতেছেন আর্জেন্তাইন মহাতারকা ৷ 7টি ব্যালন ডি’অর এবং 6টি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি ৷ গতবছর কোপা আমেরিকাও জেতা হয়ে গিয়েছে মেসির ৷ সেই সঙ্গে অলিম্পিক্স গোল্ড মেডেলও তাঁর গলায় উঠেছে ৷ এমনই ঈর্ষণীয় রেকর্ডের মালিক লিওনেল মেসি (Lionel Messi Creates Five Records) ৷

তবে, এত কিছু পাওয়ার মাঝেও, একটা বিষয় নিয়ে সবসময় আক্ষেপ করতেন লিও মেসি ৷ বিশ্বকাপ জেতা ৷ যা তাঁর ফুটবলার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ৷ হ্যাঁ ছিল ৷ এখন সেই স্বপ্নকে সত্যি করে ফেলেছেন লিওনেল মেসি ৷ রবিবার রাতে কাতারের রাজধানী দোহার লুসেইল স্টেডিয়ামে সেই স্বপ্নপূরণ হয়েছে আর্জেন্তাইন মহাতারকার ৷ সেই সঙ্গে ফুটবলের রাজা পেলে এবং রাজপুত্র মারাদোনার সঙ্গে একসারিতে চলে এলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটলার ৷ কাতারের এই বিশ্বকাপে অন্তত পক্ষে 5টি রেকর্ড করেছেন লিওনেল মেসি ৷

ফিফা বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোলদাতা:

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে কেরিয়ারের 11তম গোল করেন লিওনেল মেসি ৷ সেই সঙ্গে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাপিয়ে আর্জেন্তিনার হয়ে সর্বাধি গোলের রেকর্ড করেন তিনি ৷ আর এবার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে আরও 2 টি গোল যোগ হয়েছে সেই তালিকায় ৷ একটি ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে এবং দ্বিতীয়টি অতিরিক্ত সময়ে ৷ সব মিলিয়ে বিশ্বকাপে 13টি গোল করলেন মেসি ৷

সবচেয়ে কম এবং বেশি বয়সী ফুটবলার হিসেবে একই ম্যাচে অ্যাসিস্ট এবং গোল করার রেকর্ড:

ফিফা বিশ্বকাপে একই ম্যাচে গোল করা এবং গোলের অ্যাসিস্ট অনেকেই করেছেন ৷ কিন্তু, সবচেয়ে কম বয়সি ফুটবলার এবং সবচেয়ে বেশি বয়সের ফুটবলার হিসেবে এই কাজটা শুধুমাত্র লিওনেল মেসিই করে দেখিয়েছেন ৷

বিশ্বকাপের প্রতিটি রাউন্ডে গোলের রেকর্ড:

ফ্রান্সের বিরুদ্ধে 2টি গোল করেছেন লিও ৷ সেই সঙ্গে প্রথম কোনও প্লেয়ার যিনি বিশ্বকাপের প্রতিটি রাউন্ডের ম্যাচে গোল করার রেকর্ড করেছেন ৷ এবারের বিশ্বকাপে লিওনেল মেসি গ্রুপ স্টেজ, রাউন্ড 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেছেন ৷

আরও পড়ুন: 'বহুবার স্বপ্নে দেখেছি বিশ্বকাপ', দলকে কৃতিত্ব দিয়ে আবেগী পোস্ট মেসির

বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড:

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পর লিওনেল মেসি মাত্র 23 মিনিট দূরে ছিলেন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড ছুঁতে ৷ ফাইনালের প্রথমার্ধে সেই রেকর্ডও তাঁর নামের সঙ্গে জুড়ে যায় ৷

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার:

2006 সালে আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপ অভিষেক হয়েছিল লিওনেল মেসি ৷ 2022 সালে কাতারে মেসি তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছেন ৷ আর 5টি বিশ্বকাপে গতকালের ফাইনাল ধরে মোট 26টি ম্যাচ খেলে ফেলেছেন মেসি ৷ যা বিশ্বকাপে কোনও ফুটবলারের সর্বাধিক ম্যাচ ৷ যা এর আগে দীর্ঘ দিন লোথার ম্যাথাউসের নামে ছিল ৷

দোহা, 19 ডিসেম্বর: প্রায় তিনদশকের ফুটবল কেরিয়ারে যে টুর্নামেন্টই খেলুক না কেন, তা লিও মেসি জেতেননি এমনটা হয়নি ৷ বাকি ছিল বিশ্বকাপ (FIFA World Cup 2022), সেটাও এবার জেতা হয়ে গেল বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের ৷ ক্লাব কেরিয়ারে মোট 37টি ট্রফি জিতেছেন আর্জেন্তাইন মহাতারকা ৷ 7টি ব্যালন ডি’অর এবং 6টি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি ৷ গতবছর কোপা আমেরিকাও জেতা হয়ে গিয়েছে মেসির ৷ সেই সঙ্গে অলিম্পিক্স গোল্ড মেডেলও তাঁর গলায় উঠেছে ৷ এমনই ঈর্ষণীয় রেকর্ডের মালিক লিওনেল মেসি (Lionel Messi Creates Five Records) ৷

তবে, এত কিছু পাওয়ার মাঝেও, একটা বিষয় নিয়ে সবসময় আক্ষেপ করতেন লিও মেসি ৷ বিশ্বকাপ জেতা ৷ যা তাঁর ফুটবলার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ৷ হ্যাঁ ছিল ৷ এখন সেই স্বপ্নকে সত্যি করে ফেলেছেন লিওনেল মেসি ৷ রবিবার রাতে কাতারের রাজধানী দোহার লুসেইল স্টেডিয়ামে সেই স্বপ্নপূরণ হয়েছে আর্জেন্তাইন মহাতারকার ৷ সেই সঙ্গে ফুটবলের রাজা পেলে এবং রাজপুত্র মারাদোনার সঙ্গে একসারিতে চলে এলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটলার ৷ কাতারের এই বিশ্বকাপে অন্তত পক্ষে 5টি রেকর্ড করেছেন লিওনেল মেসি ৷

ফিফা বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোলদাতা:

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে কেরিয়ারের 11তম গোল করেন লিওনেল মেসি ৷ সেই সঙ্গে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাপিয়ে আর্জেন্তিনার হয়ে সর্বাধি গোলের রেকর্ড করেন তিনি ৷ আর এবার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে আরও 2 টি গোল যোগ হয়েছে সেই তালিকায় ৷ একটি ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে এবং দ্বিতীয়টি অতিরিক্ত সময়ে ৷ সব মিলিয়ে বিশ্বকাপে 13টি গোল করলেন মেসি ৷

সবচেয়ে কম এবং বেশি বয়সী ফুটবলার হিসেবে একই ম্যাচে অ্যাসিস্ট এবং গোল করার রেকর্ড:

ফিফা বিশ্বকাপে একই ম্যাচে গোল করা এবং গোলের অ্যাসিস্ট অনেকেই করেছেন ৷ কিন্তু, সবচেয়ে কম বয়সি ফুটবলার এবং সবচেয়ে বেশি বয়সের ফুটবলার হিসেবে এই কাজটা শুধুমাত্র লিওনেল মেসিই করে দেখিয়েছেন ৷

বিশ্বকাপের প্রতিটি রাউন্ডে গোলের রেকর্ড:

ফ্রান্সের বিরুদ্ধে 2টি গোল করেছেন লিও ৷ সেই সঙ্গে প্রথম কোনও প্লেয়ার যিনি বিশ্বকাপের প্রতিটি রাউন্ডের ম্যাচে গোল করার রেকর্ড করেছেন ৷ এবারের বিশ্বকাপে লিওনেল মেসি গ্রুপ স্টেজ, রাউন্ড 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেছেন ৷

আরও পড়ুন: 'বহুবার স্বপ্নে দেখেছি বিশ্বকাপ', দলকে কৃতিত্ব দিয়ে আবেগী পোস্ট মেসির

বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড:

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পর লিওনেল মেসি মাত্র 23 মিনিট দূরে ছিলেন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড ছুঁতে ৷ ফাইনালের প্রথমার্ধে সেই রেকর্ডও তাঁর নামের সঙ্গে জুড়ে যায় ৷

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার:

2006 সালে আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপ অভিষেক হয়েছিল লিওনেল মেসি ৷ 2022 সালে কাতারে মেসি তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছেন ৷ আর 5টি বিশ্বকাপে গতকালের ফাইনাল ধরে মোট 26টি ম্যাচ খেলে ফেলেছেন মেসি ৷ যা বিশ্বকাপে কোনও ফুটবলারের সর্বাধিক ম্যাচ ৷ যা এর আগে দীর্ঘ দিন লোথার ম্যাথাউসের নামে ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.