ETV Bharat / sports

FIFA World Cup 2022: রামধনু রঙা বস্তু ও ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিল ফিফা

বিশ্বকাপের মঞ্চে এবার দেখা যাবে রামধনু রঙ ৷ সঙ্গে রঙিন ব্যানার ৷ এদিন ফিফা জানিয়েছে, দর্শকরা মাঠে রঙিন বস্তু নিয়ে প্রবেশ করতে পারবেন (FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed) ৷

fifa-world-cup-2022-fifa-gives-assurance-that-rainbow-items-and-banners-will-allowed-into-stadiums
fifa-world-cup-2022-fifa-gives-assurance-that-rainbow-items-and-banners-will-allowed-into-stadiums
author img

By

Published : Nov 30, 2022, 8:56 PM IST

দোহা, 30 নভেম্বর: বিশ্বকাপে স্টেডিয়ামে রামধনু রঙা বস্তু এবং ইরানে মহিলাদের আন্দোলনের সমর্থনে ব্যানার নিয়ে প্রবেশের অনুমতি দিল ফিফা (FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed) ৷ ইরান গতকাল বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷ এতদিন কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ইরানি মহিলাদের সমর্থনে কোনও ব্যানার নিয়ে দর্শকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ বিশেষ করে ‘ওম্যান, লাইফ, ফ্রিডম’ লেখা ব্যানার থাকলে, তা কেড়ে নিচ্ছিলেন নিরাপত্তরক্ষীরা ৷

এমনকি সমকামীদের অধিকারের দাবিতে কোনও ব্যানার নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি দর্শকদের ৷ শুধু তাই নয়, সাতটি ইউরোপিয়ান দেশকে সমকামিতার সমর্থনে ‘ওয়ান লাভ’, ‘নো-ডিসক্রিমিনেশন’ লেখা আর্মব্যান্ড পরে অধিনায়কদের মাঠে নামতে দেয়নি ফিফা ৷ মূলত ইসলামিক দেশ হিসেবে কাতারে সমকামিতাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আর সেই কারণে, সমকামিদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার ৷ যে সিদ্ধান্তকে মেনেও নিয়েছে ফিফা ৷ এমন একাধিক বিতর্কের জর্জরিত হয়েছে 2022 সালের ফিফা বিশ্বকাপ ৷

FIFA World Cup 2022 FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed into Stadiums
বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের হিজাব বিরোধী প্রতিবাদ

তেমনি একটি বিতর্ক ঘোষণা ছিল, বিশ্বকাপের মঞ্চে সাত রংয়ের কোনও বস্তু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না দর্শকরা ৷ বিশেষ করে ইরানে হিজাবের বিরুদ্ধে চলা মহিলাদের আন্দোলনের সমর্থনে স্টেডিয়ামে সাত রংয়ের বস্তু ও ব্যানার নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ গতকাল ইরান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আজ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচে একাধিক আবেগে ভরা মুহূর্ত উঠে এসেছিল বিশ্বের সামনে ৷

FIFA World Cup 2022 FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed into Stadiums
পর্তুগাল ম্যাচে রামধনু রংয়ের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ এক দর্শকের

আরও পড়ুন: বিশ্বমঞ্চে ফের ভালোবাসার জয়গান ! রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক

ফিফার তরফে আজ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘ফিফা এমন কিছু ঘটনা সম্পর্কে অবগত, যেখানে অনুমোদিত জিনিসপত্র স্টেডিয়ামে প্রদর্শনের অনুমতি ছিল না ৷ ফিফা কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে, কাতার বিশ্বকাপের জন্য নির্ধারিত সব নিয়মে মান্যতা দেওয়া হবে ৷’’

দোহা, 30 নভেম্বর: বিশ্বকাপে স্টেডিয়ামে রামধনু রঙা বস্তু এবং ইরানে মহিলাদের আন্দোলনের সমর্থনে ব্যানার নিয়ে প্রবেশের অনুমতি দিল ফিফা (FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed) ৷ ইরান গতকাল বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷ এতদিন কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ইরানি মহিলাদের সমর্থনে কোনও ব্যানার নিয়ে দর্শকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ বিশেষ করে ‘ওম্যান, লাইফ, ফ্রিডম’ লেখা ব্যানার থাকলে, তা কেড়ে নিচ্ছিলেন নিরাপত্তরক্ষীরা ৷

এমনকি সমকামীদের অধিকারের দাবিতে কোনও ব্যানার নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি দর্শকদের ৷ শুধু তাই নয়, সাতটি ইউরোপিয়ান দেশকে সমকামিতার সমর্থনে ‘ওয়ান লাভ’, ‘নো-ডিসক্রিমিনেশন’ লেখা আর্মব্যান্ড পরে অধিনায়কদের মাঠে নামতে দেয়নি ফিফা ৷ মূলত ইসলামিক দেশ হিসেবে কাতারে সমকামিতাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আর সেই কারণে, সমকামিদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার ৷ যে সিদ্ধান্তকে মেনেও নিয়েছে ফিফা ৷ এমন একাধিক বিতর্কের জর্জরিত হয়েছে 2022 সালের ফিফা বিশ্বকাপ ৷

FIFA World Cup 2022 FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed into Stadiums
বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের হিজাব বিরোধী প্রতিবাদ

তেমনি একটি বিতর্ক ঘোষণা ছিল, বিশ্বকাপের মঞ্চে সাত রংয়ের কোনও বস্তু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না দর্শকরা ৷ বিশেষ করে ইরানে হিজাবের বিরুদ্ধে চলা মহিলাদের আন্দোলনের সমর্থনে স্টেডিয়ামে সাত রংয়ের বস্তু ও ব্যানার নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ গতকাল ইরান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আজ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচে একাধিক আবেগে ভরা মুহূর্ত উঠে এসেছিল বিশ্বের সামনে ৷

FIFA World Cup 2022 FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed into Stadiums
পর্তুগাল ম্যাচে রামধনু রংয়ের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ এক দর্শকের

আরও পড়ুন: বিশ্বমঞ্চে ফের ভালোবাসার জয়গান ! রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক

ফিফার তরফে আজ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘ফিফা এমন কিছু ঘটনা সম্পর্কে অবগত, যেখানে অনুমোদিত জিনিসপত্র স্টেডিয়ামে প্রদর্শনের অনুমতি ছিল না ৷ ফিফা কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে, কাতার বিশ্বকাপের জন্য নির্ধারিত সব নিয়মে মান্যতা দেওয়া হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.